ETV Bharat / sports

Wimbledon : কোয়ার্টার ফাইনাল থেকেই সেন্টার কোর্টে একশো শতাংশ দর্শক - সেন্টার কোর্ট 1

করোনা প্যানডেমিক শুরু হওয়ার পর এই প্রথম ইংল্যান্ডের কোনও স্টেডিয়ামে গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকবে ৷ সেন্টার কোর্টের দর্শক ধারণ ক্ষমতা হল 14 হাজার 979 ৷ 1 নম্বর কোর্টে একসঙ্গে 12 হাজার 345 জন মানুষ খেলা দেখতে পারেন ৷

Wimbledon
Wimbledon
author img

By

Published : Jul 5, 2021, 8:32 AM IST

লন্ডন, 5 জুলাই : জমে উঠেছে উইম্বলডন ৷ শতবর্ষ পুরানো এই ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যামের আসরে গতবছর বাধা হয়েছিল করোনা ৷ কিন্তু এবার সেই ভয় কাটিয়ে জমজমাট উইম্বলডনের আসর ৷ এর প্রমাণও দিয়েছে অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকুয়েট ক্লাব ৷ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্টার কোর্টে কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখতে একশো শতাংশ দর্শক উপস্থিত থাকবে ৷ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য দর্শকাসন থাকবে ভিড়ে ঠাসা ৷

উইম্বলডনের পক্ষ থেকে জানানো হয়েছে, চ্যাম্পিয়নশিপের প্রথম সপ্তাহ ব্যাপক সাফল্য পেয়েছে ৷ ব্রিটিশ সরকারের ইভেন্টস রিসার্চ প্রোগ্রামের সঙ্গে একমত হয়ে এবং মার্টনে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আমরা নিশ্চিত করছি যে কোয়ার্টার ফাইনালে সেন্টার এবং নম্বর 1 কোর্টে 100 শতাংশ ভিড় থাকবে ৷ সেমি ফাইনাল এবং ফাইনালের জন্য সেন্টার কোর্ট একশো শতাংশ দর্শক দেখতে চলেছে ৷

আরও পড়ুন : Wimbledon : মহিলাদের ডাবলসে হতাশ, বোপান্নাকে সঙ্গী করে মিক্সড ডাবলসে এগোলেন সানিয়া

করোনা প্যানডেমিক শুরু হওয়ার পর এই প্রথম ইংল্যান্ডের কোনও স্টেডিয়ামে গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকবে ৷ সেন্টার কোর্টের দর্শক ধারণ ক্ষমতা হল 14 হাজার 979 ৷ 1 নম্বর কোর্টে একসঙ্গে 12 হাজার 345 জন মানুষ খেলা দেখতে পারেন ৷ যাঁরা টিকিট কেটেছেন তাঁদের করোনা টিকা (প্রথম এবং দ্বিতীয় ডোজ) নেওয়ার প্রমাণ দেখাতে হবে ৷ দ্বিতীয় ডোজ় অন্তত 14 দিন আগে নিতে হবে ৷ 11 বছর বা তার একটু বেশি বয়সীদের জন্য কোভিড নেগেটিভ রিপোর্ট চাই । করোনার পরীক্ষার রিপোর্ট নির্ধারিত দিনের 48 ঘণ্টার বেশি আগের হলে হবে না ৷ স্টেডিয়ামে আসা দর্শকদের ফেস মাস্ক পরা ও অন্যান্য কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে ৷

আজ পুরুষদের সিঙ্গলসে রজার ফেডেরার এবং নোভাক জকোভিচ উভয়ের ম্যাচ রয়েছে ৷ শেষ আটে ওঠার লক্ষ্যে 40 ছুঁইছুঁই ফেডেরারের প্রতিপক্ষ হাঁটুর বয়সী ইতালির লরেঞ্জো সোনেগো ৷ অন্যদিকে দুরন্ত ছন্দে থাকা জকোভিচ খেলবেন চিলির টেনিস খেলোয়াড় ক্রিশ্চিয়ান গারিনের বিরুদ্ধে ৷

লন্ডন, 5 জুলাই : জমে উঠেছে উইম্বলডন ৷ শতবর্ষ পুরানো এই ঐতিহ্যবাহী গ্র্যান্ড স্ল্যামের আসরে গতবছর বাধা হয়েছিল করোনা ৷ কিন্তু এবার সেই ভয় কাটিয়ে জমজমাট উইম্বলডনের আসর ৷ এর প্রমাণও দিয়েছে অল ইংল্যান্ড লন টেনিস অ্যান্ড ক্রোকুয়েট ক্লাব ৷ ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সেন্টার কোর্টে কোয়ার্টার ফাইনালের ম্যাচ দেখতে একশো শতাংশ দর্শক উপস্থিত থাকবে ৷ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের জন্য দর্শকাসন থাকবে ভিড়ে ঠাসা ৷

উইম্বলডনের পক্ষ থেকে জানানো হয়েছে, চ্যাম্পিয়নশিপের প্রথম সপ্তাহ ব্যাপক সাফল্য পেয়েছে ৷ ব্রিটিশ সরকারের ইভেন্টস রিসার্চ প্রোগ্রামের সঙ্গে একমত হয়ে এবং মার্টনে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে আমরা নিশ্চিত করছি যে কোয়ার্টার ফাইনালে সেন্টার এবং নম্বর 1 কোর্টে 100 শতাংশ ভিড় থাকবে ৷ সেমি ফাইনাল এবং ফাইনালের জন্য সেন্টার কোর্ট একশো শতাংশ দর্শক দেখতে চলেছে ৷

আরও পড়ুন : Wimbledon : মহিলাদের ডাবলসে হতাশ, বোপান্নাকে সঙ্গী করে মিক্সড ডাবলসে এগোলেন সানিয়া

করোনা প্যানডেমিক শুরু হওয়ার পর এই প্রথম ইংল্যান্ডের কোনও স্টেডিয়ামে গ্যালারি দর্শকে পরিপূর্ণ থাকবে ৷ সেন্টার কোর্টের দর্শক ধারণ ক্ষমতা হল 14 হাজার 979 ৷ 1 নম্বর কোর্টে একসঙ্গে 12 হাজার 345 জন মানুষ খেলা দেখতে পারেন ৷ যাঁরা টিকিট কেটেছেন তাঁদের করোনা টিকা (প্রথম এবং দ্বিতীয় ডোজ) নেওয়ার প্রমাণ দেখাতে হবে ৷ দ্বিতীয় ডোজ় অন্তত 14 দিন আগে নিতে হবে ৷ 11 বছর বা তার একটু বেশি বয়সীদের জন্য কোভিড নেগেটিভ রিপোর্ট চাই । করোনার পরীক্ষার রিপোর্ট নির্ধারিত দিনের 48 ঘণ্টার বেশি আগের হলে হবে না ৷ স্টেডিয়ামে আসা দর্শকদের ফেস মাস্ক পরা ও অন্যান্য কোভিড বিধি মেনে চলার কথা বলা হয়েছে ৷

আজ পুরুষদের সিঙ্গলসে রজার ফেডেরার এবং নোভাক জকোভিচ উভয়ের ম্যাচ রয়েছে ৷ শেষ আটে ওঠার লক্ষ্যে 40 ছুঁইছুঁই ফেডেরারের প্রতিপক্ষ হাঁটুর বয়সী ইতালির লরেঞ্জো সোনেগো ৷ অন্যদিকে দুরন্ত ছন্দে থাকা জকোভিচ খেলবেন চিলির টেনিস খেলোয়াড় ক্রিশ্চিয়ান গারিনের বিরুদ্ধে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.