ETV Bharat / sports

Wimbledon : সবুজ ঘাসে আজ একে অপরের বিরুদ্ধে সানিয়া-অঙ্কিতা

মিক্সড ডাবলসে আজ ইন্ডিয়ান ফেস অফ ৷ আজ মিক্সড ডাবলসের প্রথম রাউন্ডের ম্যাচে সানিয়া-বোপান্না জুটি খেলবে অঙ্কিতা-রামানাথন জুটির বিরুদ্ধে ৷

Wimbledon
Wimbledon
author img

By

Published : Jul 2, 2021, 8:14 AM IST

লন্ডন, 2 জুলাই : সাদা পোশাক আর সবুজ ঘাস ৷ জমে উঠেছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ৷ অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সবুজ ঘাসের কোর্টে শুক্রবারের লড়াইটা আরও জমজমাট হতে চলেছে ৷ একসঙ্গে নয় একে অপরের বিরুদ্ধে লড়বেন চার ভারতীয় টেনিস তারকা ৷ মুখোমুখি হচ্ছেন দেশের দুই তারকা মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না ৷

মিক্সড ডাবলসে আজ ইন্ডিয়ান ফেস অফ ৷ উইলম্বলডনে মিশ্র বিভাগে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধেছেন সানিয়া মির্জা ৷ মিক্সড ডাবলসে আরও একটি ভারতীয় জুটি হল অঙ্কিতা রায়না ও রামকুমার রামানাথন ৷ আজ প্রথম রাউন্ডের ম্যাচেই সানিয়া-বোপান্না জুটি খেলবে অঙ্কিতা-রামানাথন জুটির বিরুদ্ধে ৷ 144 বছরের ঐতিহ্যশালী এই গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্যে সতীর্থদের বিরুদ্ধে লড়তে হবে সানিয়া, অঙ্কিতাদের ৷

উইলম্বলডনে একে অপরের বিরুদ্ধে নামলেও টোকিয়ো অলিম্পিকসে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন সানিয়া ও অঙ্কিতা ৷ মহিলাদের ডাবলসে জুটি বেঁধে টোকিয়োয় প্রতিদ্বন্দ্বিতা করবেন দুজন ৷ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে ৷ সানিয়াদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়মন্ত্রী কিরেন রিজিজু ৷ এই নিয়ে চতুর্থবার অলিম্পিকসের মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করবেন সানিয়া ৷ 28 বছরের অঙ্কিতা এই প্রথমবার অলিম্পিকসে অংশ নেবেন ৷

আরও পড়ুন : Wimbledon 2021 : পায়ে চোট, প্রথম রাউন্ডেই উইম্বলডনের দৌড় শেষ সেরেনার

উইম্বলডনে সানিয়ার সূচনাটা ভাল হলেও অঙ্কিতার ক্ষেত্রে তেমনটা হয়নি ৷ মহিলাদের ডাবলসে মার্কিন টেনিস তারকা বেথানি ম্যাটেক স্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছেন সানিয়া ৷ মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে ইন্দো-মার্কিন জুটি 7-5, 6-3 ব্যবধানে হারিয়েছে মার্কিন-চিলি জুটি অ্যালেক্সা গুয়ারাচ্চি এবং ডেসিরে ক্রেজিক জুটিকে ৷ অঙ্কিতা অবশ্য প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছেন ৷ মার্কিন টেনিস তারকা এশিয়া মহম্মদের সঙ্গে জুটি বেঁধেছিলেন অঙ্কিতা ৷ প্রথম রাউন্ডে এই জুটি হেরে যায় মার্কিন জুটি জেসিকা পেগুলা ও লরেন ডেভিসের কাছে ৷

লন্ডন, 2 জুলাই : সাদা পোশাক আর সবুজ ঘাস ৷ জমে উঠেছে বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ৷ অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের সবুজ ঘাসের কোর্টে শুক্রবারের লড়াইটা আরও জমজমাট হতে চলেছে ৷ একসঙ্গে নয় একে অপরের বিরুদ্ধে লড়বেন চার ভারতীয় টেনিস তারকা ৷ মুখোমুখি হচ্ছেন দেশের দুই তারকা মহিলা টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা এবং অঙ্কিতা রায়না ৷

মিক্সড ডাবলসে আজ ইন্ডিয়ান ফেস অফ ৷ উইলম্বলডনে মিশ্র বিভাগে রোহন বোপান্নার সঙ্গে জুটি বেঁধেছেন সানিয়া মির্জা ৷ মিক্সড ডাবলসে আরও একটি ভারতীয় জুটি হল অঙ্কিতা রায়না ও রামকুমার রামানাথন ৷ আজ প্রথম রাউন্ডের ম্যাচেই সানিয়া-বোপান্না জুটি খেলবে অঙ্কিতা-রামানাথন জুটির বিরুদ্ধে ৷ 144 বছরের ঐতিহ্যশালী এই গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে দ্বিতীয় রাউন্ডে ওঠার লক্ষ্যে সতীর্থদের বিরুদ্ধে লড়তে হবে সানিয়া, অঙ্কিতাদের ৷

উইলম্বলডনে একে অপরের বিরুদ্ধে নামলেও টোকিয়ো অলিম্পিকসে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন সানিয়া ও অঙ্কিতা ৷ মহিলাদের ডাবলসে জুটি বেঁধে টোকিয়োয় প্রতিদ্বন্দ্বিতা করবেন দুজন ৷ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে ৷ সানিয়াদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়মন্ত্রী কিরেন রিজিজু ৷ এই নিয়ে চতুর্থবার অলিম্পিকসের মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করবেন সানিয়া ৷ 28 বছরের অঙ্কিতা এই প্রথমবার অলিম্পিকসে অংশ নেবেন ৷

আরও পড়ুন : Wimbledon 2021 : পায়ে চোট, প্রথম রাউন্ডেই উইম্বলডনের দৌড় শেষ সেরেনার

উইম্বলডনে সানিয়ার সূচনাটা ভাল হলেও অঙ্কিতার ক্ষেত্রে তেমনটা হয়নি ৷ মহিলাদের ডাবলসে মার্কিন টেনিস তারকা বেথানি ম্যাটেক স্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছেন সানিয়া ৷ মহিলাদের ডাবলসের প্রথম রাউন্ডে ইন্দো-মার্কিন জুটি 7-5, 6-3 ব্যবধানে হারিয়েছে মার্কিন-চিলি জুটি অ্যালেক্সা গুয়ারাচ্চি এবং ডেসিরে ক্রেজিক জুটিকে ৷ অঙ্কিতা অবশ্য প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছেন ৷ মার্কিন টেনিস তারকা এশিয়া মহম্মদের সঙ্গে জুটি বেঁধেছিলেন অঙ্কিতা ৷ প্রথম রাউন্ডে এই জুটি হেরে যায় মার্কিন জুটি জেসিকা পেগুলা ও লরেন ডেভিসের কাছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.