ETV Bharat / sports

WIMBLEDON 2021: সোমবার থেকে ইংল্যান্ডের ঘাসের কোর্টে ফিরছে উইম্বলডন

author img

By

Published : Jun 25, 2021, 9:04 AM IST

দুই বছরের বিরতির পর সোমবার ফের ফিরছে উইম্বলডন ৷ তবে 50 শতাংশ দর্শক নিয়ে ৷ যদিও সেন্টার কোর্টে সিঙ্গেলসের ফাইনালের দিন 15 হাজার দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷

উইম্বলডন
উইম্বলডন

উইম্বলডন, 25 জুন : 1 এপ্রিল, 2020, টেনিস বিশ্ব থমকে গিয়েছিল অল ইংল্যান্ড ক্লাবের একটি ঘোষণায় ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার কোনও কারণের জন্য স্থগিত করে রাখা হয় বিশ্বের সবথেকে পুরানো গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ৷

দুই বছরের বিরতির পর সোমবার ফের ফিরছে উইম্বলডন ৷ তবে 50 শতাংশ দর্শক নিয়ে ৷ যদিও সেন্টার কোর্টে সিঙ্গেলসের ফাইনালের দিন 15 হাজার দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷

2018 সালের উইম্বলডন সেমিফাইনালিস্ট ও টেনিসের ইতিহাসে দীর্ঘতম ম্যাচে জয়ী আমেরিকার জন ইসনার বলেন, ‘‘এটি একটি অসাধারণ প্রতিযোগিতা হতে চলেছে ৷ অনেকেই এটিকে আমাদের স্পোর্টেসের মক্কা বলেন ৷ এটি আবার ফেরায় সবাই খুব খুশি ৷ বিশ্বজুড়ে টেনিস ভক্তরা এটি দেখার জন্য মুখিয়ে আছেন ৷’’

রাফায়েল নাদাল ও রজার ফেডেরারের 20টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড স্পর্শ করার চাপ থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকভিচের ৷ অন্যদিকে 2018 ও 2019 সালে ফাইনালে হারের পর 39 বছরের সেরেনা উইলিয়ামস নামবেন, তাঁর 24 তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে ৷

আরও পড়ুন : নিউজ়িল্যান্ড, বৃষ্টি, রিজার্ভ-ডে আর স্বপ্নভঙ্গ

সাধারণত মে ও জুন মাসে হয় ফরাসি ওপেন ৷ তবে করোনা প্যানডেমিকের কারণে তা সরিয়ে 2020 সালের সেপ্টেম্বর ও অক্টোবরে করা হয় ৷ তার পর চলতি বছরে তা ফের আয়োজন করা হয় ৷ নির্ধারিত সময়ের মাত্র এক সপ্তাহ দেরিতে শুরু হয় ফরাসি ওপেন ৷ ফলে প্যারিসের ক্লে কোর্টের ও লন্ডনের ঘাসের কোর্টের মধ্যে ব্যবধান তিন সপ্তাহ থেকে কমে দুই সপ্তাহ করা হয় ৷

উইম্বলডন, 25 জুন : 1 এপ্রিল, 2020, টেনিস বিশ্ব থমকে গিয়েছিল অল ইংল্যান্ড ক্লাবের একটি ঘোষণায় ৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার কোনও কারণের জন্য স্থগিত করে রাখা হয় বিশ্বের সবথেকে পুরানো গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডন ৷

দুই বছরের বিরতির পর সোমবার ফের ফিরছে উইম্বলডন ৷ তবে 50 শতাংশ দর্শক নিয়ে ৷ যদিও সেন্টার কোর্টে সিঙ্গেলসের ফাইনালের দিন 15 হাজার দর্শককে প্রবেশের অনুমতি দেওয়া হবে ৷

2018 সালের উইম্বলডন সেমিফাইনালিস্ট ও টেনিসের ইতিহাসে দীর্ঘতম ম্যাচে জয়ী আমেরিকার জন ইসনার বলেন, ‘‘এটি একটি অসাধারণ প্রতিযোগিতা হতে চলেছে ৷ অনেকেই এটিকে আমাদের স্পোর্টেসের মক্কা বলেন ৷ এটি আবার ফেরায় সবাই খুব খুশি ৷ বিশ্বজুড়ে টেনিস ভক্তরা এটি দেখার জন্য মুখিয়ে আছেন ৷’’

রাফায়েল নাদাল ও রজার ফেডেরারের 20টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড স্পর্শ করার চাপ থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নোভাক জোকভিচের ৷ অন্যদিকে 2018 ও 2019 সালে ফাইনালে হারের পর 39 বছরের সেরেনা উইলিয়ামস নামবেন, তাঁর 24 তম গ্র্যান্ড স্ল্যামের লক্ষ্যে ৷

আরও পড়ুন : নিউজ়িল্যান্ড, বৃষ্টি, রিজার্ভ-ডে আর স্বপ্নভঙ্গ

সাধারণত মে ও জুন মাসে হয় ফরাসি ওপেন ৷ তবে করোনা প্যানডেমিকের কারণে তা সরিয়ে 2020 সালের সেপ্টেম্বর ও অক্টোবরে করা হয় ৷ তার পর চলতি বছরে তা ফের আয়োজন করা হয় ৷ নির্ধারিত সময়ের মাত্র এক সপ্তাহ দেরিতে শুরু হয় ফরাসি ওপেন ৷ ফলে প্যারিসের ক্লে কোর্টের ও লন্ডনের ঘাসের কোর্টের মধ্যে ব্যবধান তিন সপ্তাহ থেকে কমে দুই সপ্তাহ করা হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.