ETV Bharat / sports

French Open 2021 : আট বছর পর ফ্রেঞ্চ ওপেনের প্রি-কোয়াটারে ভিক্টোরিয়া আজারেঙ্কা - 8 বছর পর ফ্রেঞ্চ ওপেনের প্রি-কোয়াটারে ভিক্টোরিয়া আজারেঙ্কা

আট বছর আগে বেলারুশের আজারেঙ্কা রোনাল্ড গারোসে সেমিফাইনালে পৌঁছেছিলেন ৷ এটাই ফ্রেঞ্চ ওপেনে তাঁর কেরিয়ারের সেরা পারফরমেন্স ৷ শেষ মাসে পিঠে চোটের কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন আজারেঙ্কা ৷

ফ্রেঞ্চ ওপেনের প্রি-কোয়াটারে ভিক্টোরিয়া আজারেঙ্কা
ফ্রেঞ্চ ওপেনের প্রি-কোয়াটারে ভিক্টোরিয়া আজারেঙ্কা
author img

By

Published : Jun 4, 2021, 8:45 PM IST

প্যারিস, 4 জুন : শেষ বার 2013 সালে ফ্রেঞ্চ ওপেনের প্রি-কোয়াটার ফাইনালে পৌঁছেছিলেন ৷ 8 বছর পর ফের প্রি-কোয়াটার ফাইনালে পৌঁছালেন ভিক্টোরিয়া আজ়ারেঙ্কা ৷ প্রি-কোয়াটারে পৌঁছানোর পথে শুক্রবার স্ট্রেট সেটে হারালেন ম্যাডিসন কিজকে ৷ খেলার ফলাফল 6-2, 6-2 ৷

জয়ের পরে আজ়ারেঙ্কা বলেন, ‘‘একেবারে শুরু থেকেই আমি জানতাম কোর্টে গতি আছে এছাড়া বলও বেশ ভারী থাকবে ৷ আমি শক্ত থাকার চেষ্টা করেছি ও ম্যাডিসনের উপর চাপ বাড়িয়েছি ৷ যাতে ও পয়েন্ট ছিনিয়ে নিতে না পারে ৷’’

আট বছর আগে বেলারুশের আজারেঙ্কা রোনাল্ড গারোসে সেমিফাইনালে পৌঁছেছিলেন ৷ এটাই ফ্রেঞ্চ ওপেনে তাঁর কেরিয়ারের সেরা পারফরমেন্স ৷ শেষ মাসে পিঠে চোটের কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন আজারেঙ্কা ৷ কিন্তু এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত তাঁকে যথেষ্ট উজ্জ্বল দেখিয়েছে ৷

আরও পড়ুন : অ্যাজেস বোল ব্যাকগ্রাউন্ডে মহারণের অপেক্ষায় মেন ইন ব্লুজ

টুর্নামেন্টের প্রথম তিন বাছাই অ্যাশ বার্টির চোট, নাওমি ওসাকার নাম প্রত্যাহার ও আরিয়ানা সাবালেঙ্কার হারের পর মহিলাদের টুর্নামেন্ট এখন জমে উঠেছে ৷ প্রথম বাছাই অ্যাশ বার্টি দ্বিতীয় ম্যাচেই চোট পেয়ে কোর্ট ছাড়েন ৷ মানসিক কারণ দেখিয়ে প্রথম রাউন্ডের পরই নিজের নাম প্রত্যাহার করে নেন দ্বিতীয় বাছাই নাওমি ওসাকা ৷ অন্যদিকে তৃতীয় রাউন্ডে, টুর্নামেন্টের তৃতীয় বাছাই আরিয়ানা সাবালেঙ্কা 4-6, 6-2, 0-6 সেটে হেরে যান ৷

প্যারিস, 4 জুন : শেষ বার 2013 সালে ফ্রেঞ্চ ওপেনের প্রি-কোয়াটার ফাইনালে পৌঁছেছিলেন ৷ 8 বছর পর ফের প্রি-কোয়াটার ফাইনালে পৌঁছালেন ভিক্টোরিয়া আজ়ারেঙ্কা ৷ প্রি-কোয়াটারে পৌঁছানোর পথে শুক্রবার স্ট্রেট সেটে হারালেন ম্যাডিসন কিজকে ৷ খেলার ফলাফল 6-2, 6-2 ৷

জয়ের পরে আজ়ারেঙ্কা বলেন, ‘‘একেবারে শুরু থেকেই আমি জানতাম কোর্টে গতি আছে এছাড়া বলও বেশ ভারী থাকবে ৷ আমি শক্ত থাকার চেষ্টা করেছি ও ম্যাডিসনের উপর চাপ বাড়িয়েছি ৷ যাতে ও পয়েন্ট ছিনিয়ে নিতে না পারে ৷’’

আট বছর আগে বেলারুশের আজারেঙ্কা রোনাল্ড গারোসে সেমিফাইনালে পৌঁছেছিলেন ৷ এটাই ফ্রেঞ্চ ওপেনে তাঁর কেরিয়ারের সেরা পারফরমেন্স ৷ শেষ মাসে পিঠে চোটের কারণে মাদ্রিদ ওপেন থেকে নাম প্রত্যাহার করে নেন আজারেঙ্কা ৷ কিন্তু এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত তাঁকে যথেষ্ট উজ্জ্বল দেখিয়েছে ৷

আরও পড়ুন : অ্যাজেস বোল ব্যাকগ্রাউন্ডে মহারণের অপেক্ষায় মেন ইন ব্লুজ

টুর্নামেন্টের প্রথম তিন বাছাই অ্যাশ বার্টির চোট, নাওমি ওসাকার নাম প্রত্যাহার ও আরিয়ানা সাবালেঙ্কার হারের পর মহিলাদের টুর্নামেন্ট এখন জমে উঠেছে ৷ প্রথম বাছাই অ্যাশ বার্টি দ্বিতীয় ম্যাচেই চোট পেয়ে কোর্ট ছাড়েন ৷ মানসিক কারণ দেখিয়ে প্রথম রাউন্ডের পরই নিজের নাম প্রত্যাহার করে নেন দ্বিতীয় বাছাই নাওমি ওসাকা ৷ অন্যদিকে তৃতীয় রাউন্ডে, টুর্নামেন্টের তৃতীয় বাছাই আরিয়ানা সাবালেঙ্কা 4-6, 6-2, 0-6 সেটে হেরে যান ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.