ETV Bharat / sports

অগাস্টের শেষেই শুরু US ওপেন, সিদ্ধান্তের সমালোচনায় টেনিস তারকারা - US টেনিস অ্যাসোসিয়েশন

কোরোনা প্যানডেমিকের মাঝেই অগাস্টের শেষে শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র ওপেন ৷ যদিও অ্যামেরিকা স্টেট টেনিস অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন টেনিস তারকারা ৷

US Open
US Open
author img

By

Published : Jun 17, 2020, 9:56 AM IST

নিউইয়র্ক, 17 জুন : অ্যামেরিকায় কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৷ ক্রমে বাড়ছে মৃতের সংখ্যাও । এই পরিস্থিতির মাঝেই নির্দিষ্ট সময়ে বসছে যুক্তরাষ্ট্র ওপেনের আসর ৷ ঘোষণা করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ৷ 31 অগাস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ৷

পুরো টুর্নামেন্টেই দর্শকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে ৷ পাশাপাশি, খেলোয়াড় ও স্টাফদের সুরক্ষার সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে US টেনিস অ্যাসোসিয়েশন ৷ টুর্নামেন্টটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিকটিও দেখা হচ্ছে ৷ টুইটে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো লেখেন, "নিউইয়র্কের কুইন্সে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ওপেন ৷ 31 অগাস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে এই গ্র্যান্ড স্ল্যাম ৷ খেলোয়াড় ও স্টাফেদের সুরক্ষার বিষয়ে সবরকম ব্যবস্থা নেবে US টেনিস অ্যাসোসিয়েশন ৷"

তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কয়েকজন টেনিস তারকা ৷ প্যানডেমিকের কারণে অ্যামেরিকায় রোজ শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে ৷ এই অবস্থায় গ্র্যান্ড স্ল্যাম আয়োজনের সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না অস্ট্রেলিয়ান টেনিস তারকা নিক কির্গিয়স ৷ এই সিদ্ধান্তকে "স্বার্থপর পদক্ষেপ" বলে উল্লেখ করেছেন তিনি ৷ যদিও সরকারের অনুমতি ছাড়া টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যেতে পারবে না US টেনিস অ্যাসোসিয়েশন ৷ পাশাপাশি আনুষ্ঠানিকভাবে এখনও টুর্নামেন্টের সূচি ঘোষিত হয়নি ৷ আশা করা হচ্ছে, 1-2 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এবছরের US ওপেনের দিনক্ষণ ঘোষণা হবে ৷

কির্গিয়সের মতো সমালোচনা না করলেও কোরোনা সংক্রমণের মাঝে অ্যামেরিকায় যেতে চাইছেন না নোভাক জোকোভিচ ৷ ফলে US ওপেন অনুষ্ঠিত হলেও জোকোভিচের অংশ নেওয়ার সম্ভাবনা ক্ষীণ ৷ সুরক্ষার দিকটি বিবেচনা করে রাফায়েল নাদালও যুক্তরাষ্ট্র ওপেন থেকে দূরে থাকতে চাইছেন ৷

নিউইয়র্ক, 17 জুন : অ্যামেরিকায় কোরোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ৷ ক্রমে বাড়ছে মৃতের সংখ্যাও । এই পরিস্থিতির মাঝেই নির্দিষ্ট সময়ে বসছে যুক্তরাষ্ট্র ওপেনের আসর ৷ ঘোষণা করেছেন নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো ৷ 31 অগাস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত চলবে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ৷

পুরো টুর্নামেন্টেই দর্শকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে ৷ পাশাপাশি, খেলোয়াড় ও স্টাফদের সুরক্ষার সবরকম ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে US টেনিস অ্যাসোসিয়েশন ৷ টুর্নামেন্টটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই দিকটিও দেখা হচ্ছে ৷ টুইটে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো লেখেন, "নিউইয়র্কের কুইন্সে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ওপেন ৷ 31 অগাস্ট থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত দর্শক ছাড়াই অনুষ্ঠিত হবে এই গ্র্যান্ড স্ল্যাম ৷ খেলোয়াড় ও স্টাফেদের সুরক্ষার বিষয়ে সবরকম ব্যবস্থা নেবে US টেনিস অ্যাসোসিয়েশন ৷"

তবে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কয়েকজন টেনিস তারকা ৷ প্যানডেমিকের কারণে অ্যামেরিকায় রোজ শয়ে শয়ে মানুষ মারা যাচ্ছে ৷ এই অবস্থায় গ্র্যান্ড স্ল্যাম আয়োজনের সিদ্ধান্তকে ভালো চোখে দেখছেন না অস্ট্রেলিয়ান টেনিস তারকা নিক কির্গিয়স ৷ এই সিদ্ধান্তকে "স্বার্থপর পদক্ষেপ" বলে উল্লেখ করেছেন তিনি ৷ যদিও সরকারের অনুমতি ছাড়া টুর্নামেন্ট এগিয়ে নিয়ে যেতে পারবে না US টেনিস অ্যাসোসিয়েশন ৷ পাশাপাশি আনুষ্ঠানিকভাবে এখনও টুর্নামেন্টের সূচি ঘোষিত হয়নি ৷ আশা করা হচ্ছে, 1-2 দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে এবছরের US ওপেনের দিনক্ষণ ঘোষণা হবে ৷

কির্গিয়সের মতো সমালোচনা না করলেও কোরোনা সংক্রমণের মাঝে অ্যামেরিকায় যেতে চাইছেন না নোভাক জোকোভিচ ৷ ফলে US ওপেন অনুষ্ঠিত হলেও জোকোভিচের অংশ নেওয়ার সম্ভাবনা ক্ষীণ ৷ সুরক্ষার দিকটি বিবেচনা করে রাফায়েল নাদালও যুক্তরাষ্ট্র ওপেন থেকে দূরে থাকতে চাইছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.