ETV Bharat / sports

Novak Djokovic : প্রথম সেট হেরে দুর্দান্ত প্রত্যাবর্তন, ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যাম থেকে দুধাপ দূরে জকোভিচ - semi final

ইতালির মাত্তো বেরিত্তিনিকে কোয়ার্টার ফাইনালে হারিয়ে ইউএস ওপেনের সেমি ফাইনালে পৌঁছালেন বিশ্বের এক নম্বর সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ৷ সেমি ফাইনালে তাঁর প্রতিপক্ষ জার্মানির আলেকজান্ডার জেরেভ ৷

Novac Djokovic
ক্যালেন্ডার গ্রান্ডস্ল্যাম থেকে মাত্র দুধাপ দূরে জকোভিচ
author img

By

Published : Sep 9, 2021, 11:03 AM IST

Updated : Sep 9, 2021, 11:33 AM IST

নিউইয়র্ক, 9 সেপ্টেম্বর : ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ইতালির মাত্তো বেরিত্তিনিকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছোলেন বিশ্বের এক নম্বর সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ৷ প্রথম সেটে হেরেও পরে জয়ে ফেরেন জোকার ৷ বেরিত্তিনিকে তিনি হারান 5-7, 6-2,6-2,6-3 ফলে ৷ সেমি ফাইনালে তিনি মুখোমুখি হবেন আলেকজান্ডার জেরেভের ৷

প্রথম সেটে জোকার এবং বেরিত্তিনির মধ্যে কঠিন লড়াই চলছিল ৷ তবে অবেশেষে বেরিত্তিনি জয়ী হন ৷ এরপর জকোভিচ নিজের ক্যারিশ্মা দেখান এবং পরবর্তী 2টি সেটে জয়ী হন ৷ জোকার জয়ী হন 6-2, 6-2 ফলে ৷ এরপর তিনি আর একটি সেট জয়ের থেকে দূরে থাকেন সেমিফাইনালে পৌঁছোনোর জন্য ৷

আরও পড়ুন: ফ্লাশিং মেডোয় শেষ আটে জকোভিচ, ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম থেকে তিন ম্যাচ দূরে

এরপর চতুর্থ সেট জিতে তিনি ইউএস ওপেনের সেমিফাইনাল খেলার সুযোগ নিশ্চিত করেন ৷ 34 বছর বয়সী সার্বিয়ান টেনিস তারকা চলতি বছরে অষ্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ওপেন চ্যাম্পিয়ন হন তিনি ৷ ইউএস ওপেন জিতলেই ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যাম জিতবেন তিনি ৷

নিউইয়র্ক, 9 সেপ্টেম্বর : ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে ইতালির মাত্তো বেরিত্তিনিকে হারিয়ে সেমি ফাইনালে পৌঁছোলেন বিশ্বের এক নম্বর সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ৷ প্রথম সেটে হেরেও পরে জয়ে ফেরেন জোকার ৷ বেরিত্তিনিকে তিনি হারান 5-7, 6-2,6-2,6-3 ফলে ৷ সেমি ফাইনালে তিনি মুখোমুখি হবেন আলেকজান্ডার জেরেভের ৷

প্রথম সেটে জোকার এবং বেরিত্তিনির মধ্যে কঠিন লড়াই চলছিল ৷ তবে অবেশেষে বেরিত্তিনি জয়ী হন ৷ এরপর জকোভিচ নিজের ক্যারিশ্মা দেখান এবং পরবর্তী 2টি সেটে জয়ী হন ৷ জোকার জয়ী হন 6-2, 6-2 ফলে ৷ এরপর তিনি আর একটি সেট জয়ের থেকে দূরে থাকেন সেমিফাইনালে পৌঁছোনোর জন্য ৷

আরও পড়ুন: ফ্লাশিং মেডোয় শেষ আটে জকোভিচ, ক্যালেন্ডার গ্র্যান্ড স্ল্যাম থেকে তিন ম্যাচ দূরে

এরপর চতুর্থ সেট জিতে তিনি ইউএস ওপেনের সেমিফাইনাল খেলার সুযোগ নিশ্চিত করেন ৷ 34 বছর বয়সী সার্বিয়ান টেনিস তারকা চলতি বছরে অষ্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন এবং উইম্বলডন ওপেন চ্যাম্পিয়ন হন তিনি ৷ ইউএস ওপেন জিতলেই ক্যালেন্ডার গ্র্যান্ডস্ল্যাম জিতবেন তিনি ৷

Last Updated : Sep 9, 2021, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.