ETV Bharat / sports

পরাজিত সেরেনা, US ওপেন বিয়াঙ্কার - Bianca Andreescu win first career Grand Slam championship

ফের একবার তীরে এসে তরি ডুবল 23 বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনার । এই নিয়ে শেষ চারটি গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টের ফাইনালে হারলেন তিনি । শেষবার তিনি খেতাব জিতেছিলেন 2017 সালে ।

বিয়াঙ্কা
author img

By

Published : Sep 8, 2019, 4:08 AM IST

Updated : Sep 8, 2019, 4:08 PM IST

নিউইয়র্ক, 8 সেপ্টেম্বর : US ওপেন ফাইনালে পরাজিত সেরেনা উইলিয়ামস । বছর 19-এর বিয়াঙ্কা আন্দ্রেসকুর কাছে স্ট্রেট সেটে হার মানেন তিনি । খেলার ফলাফল 6-3, 7-5 । আন্দ্রেসকু প্রথম কানাডিয়ান হিসেবে কোনও গ্র্যান্ড স্ল্যাম ইভেন্ট জিতলেন ।

ফের একবার তীরে এসে তরি ডুবল 23 বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনার । এই নিয়ে শেষ চারটি গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টের ফাইনালে হারলেন তিনি । শেষবার তিনি খেতাব জিতেছিলেন 2017 সালে ।

এদিন, ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখেন বিয়াঙ্কা । প্রথম সেটে একাধিকবার সার্ভিস ব্রেক হয় সেরেনার । দ্বিতীয় সেটে একসময় 5-1 ব্যবধানে এগিয়ে গেছিলেন বিয়াঙ্কা । সেখান থেকে ফিরে আসেন সেরেনা । চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচান । বিয়াঙ্কার সার্ভিস ব্রেক করেন । পরপর চারটি গেম জেতেন । ব্যবধান হয় 5-5 । পরের দুটি গেম অবশ্য জিতে নেন বিয়াঙ্কাই । দখলে আসে খেতাবও ।

নিউইয়র্ক, 8 সেপ্টেম্বর : US ওপেন ফাইনালে পরাজিত সেরেনা উইলিয়ামস । বছর 19-এর বিয়াঙ্কা আন্দ্রেসকুর কাছে স্ট্রেট সেটে হার মানেন তিনি । খেলার ফলাফল 6-3, 7-5 । আন্দ্রেসকু প্রথম কানাডিয়ান হিসেবে কোনও গ্র্যান্ড স্ল্যাম ইভেন্ট জিতলেন ।

ফের একবার তীরে এসে তরি ডুবল 23 বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনার । এই নিয়ে শেষ চারটি গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টের ফাইনালে হারলেন তিনি । শেষবার তিনি খেতাব জিতেছিলেন 2017 সালে ।

এদিন, ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখেন বিয়াঙ্কা । প্রথম সেটে একাধিকবার সার্ভিস ব্রেক হয় সেরেনার । দ্বিতীয় সেটে একসময় 5-1 ব্যবধানে এগিয়ে গেছিলেন বিয়াঙ্কা । সেখান থেকে ফিরে আসেন সেরেনা । চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচান । বিয়াঙ্কার সার্ভিস ব্রেক করেন । পরপর চারটি গেম জেতেন । ব্যবধান হয় 5-5 । পরের দুটি গেম অবশ্য জিতে নেন বিয়াঙ্কাই । দখলে আসে খেতাবও ।

Siliguri (West Bengal), Sep 08 (ANI): A suspicious object spotted at Siliguri's Bidhan Market by locals on September 07. After receiving call from locals, Police and CID bomb squad rushed to the spot. Information about who kept suspected object is yet to be ascertained. Police officials are investigating the matter. Further details are awaited.
Last Updated : Sep 8, 2019, 4:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.