নিউইয়র্ক, 8 সেপ্টেম্বর : US ওপেন ফাইনালে পরাজিত সেরেনা উইলিয়ামস । বছর 19-এর বিয়াঙ্কা আন্দ্রেসকুর কাছে স্ট্রেট সেটে হার মানেন তিনি । খেলার ফলাফল 6-3, 7-5 । আন্দ্রেসকু প্রথম কানাডিয়ান হিসেবে কোনও গ্র্যান্ড স্ল্যাম ইভেন্ট জিতলেন ।
ফের একবার তীরে এসে তরি ডুবল 23 বার গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনার । এই নিয়ে শেষ চারটি গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টের ফাইনালে হারলেন তিনি । শেষবার তিনি খেতাব জিতেছিলেন 2017 সালে ।
এদিন, ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখেন বিয়াঙ্কা । প্রথম সেটে একাধিকবার সার্ভিস ব্রেক হয় সেরেনার । দ্বিতীয় সেটে একসময় 5-1 ব্যবধানে এগিয়ে গেছিলেন বিয়াঙ্কা । সেখান থেকে ফিরে আসেন সেরেনা । চ্যাম্পিয়নশিপ পয়েন্ট বাঁচান । বিয়াঙ্কার সার্ভিস ব্রেক করেন । পরপর চারটি গেম জেতেন । ব্যবধান হয় 5-5 । পরের দুটি গেম অবশ্য জিতে নেন বিয়াঙ্কাই । দখলে আসে খেতাবও ।