ETV Bharat / sports

লাইন আম্পায়ারকে বল দিয়ে আঘাত, US ওপেন থেকে বহিষ্কৃত জকোভিচ - US ওপেন থেকে বহিষ্কৃত জকোভিচ

পয়েন্ট খুইয়ে হতাশায় ব়্যাকেট দিয়ে বল বাইরে মেরেছিলেন নোভাক জকোভিচ । সেই বল লাইন আম্পায়ারের গায়ে লাগে । এর ফলে ডিসকোয়ালিফাই হয়ে যান বিশ্বের এক নম্বর টেনিস তারকা । পরে এই বিষয়ে ক্ষমা চেয়ে নেন "জোকার" ।

Djokovic defaulted from US Open
Djokovic defaulted from US Open
author img

By

Published : Sep 7, 2020, 4:03 PM IST

Updated : Sep 9, 2020, 8:02 PM IST

নিউইয়র্ক, 7 সেপ্টেম্বর : US ওপেন থেকে বহিষ্কৃত নোভাক জকোভিচ । পাবলো ক্যারেনো বুস্তার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচ চলাকালীন লাইন আম্পায়ারকে অনিচ্ছাকৃতভাবে বল মারায় US ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা । রজার ফেডেরার ও রাফায়েল নাদাল না থাকায় US ওপেনের জয়ের প্রধান দাবিদার ছিলেন জকোভিচ ।

রবিবার চতুর্থ রাউন্ডের ম্যাচ চলছিল । স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার সঙ্গে ম্যাচের সময় তিনটি সেট পয়েন্ট পেয়েও প্রথম সেটটি জিততে পারেননি জকোভিচ । প্রথম সেটে 5-6-এ পিছিয়ে পড়তে হয় তাঁকে ।

হতাশায় একটি বল ব়্যাকেট দিয়ে পিছনে ছোড়েন তিনি । যা লাইন আম্পায়ারের গলায় লাগে । ওই মহিলা লাইন আম্পায়ার গলায় আঘাত পেয়ে কোর্টের পিছনের দিকে হাঁটু মুড়ে বসে পড়েন । তৎক্ষণাৎ তাঁর কাছে জকোভিচ নিজেও যান । কোর্টে আসেন টুর্নামেন্টের রেফারি সোয়েরেন ফ্রিমেল ও অন্য অফিসাররা । স্টেডিয়ামে ঢুকে চেয়ার আম্পায়ার অরেলি টোরটে ও গ্র্যান্ড স্ল্যাম সুপারভাইজ়ার আন্দ্রে এগলির সঙ্গে কথা বলেন টুর্নামেন্ট রেফারি সোয়েরেন ফ্রিমেল । কয়েক মিনিটের আলোচনার পর 33 বছরের তিন বারের US ওপেনজয়ী জকোভিচকে ডিসকোয়ালিফাই করার সিদ্ধান্ত নেওয়া হয় । যদিও ইচ্ছাকৃতভাবে জকোভিচ লাইন আম্পায়ারকে বল ছুড়ে মারেননি । কিন্তু, নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত করা হয় তাঁকে ।

বল ছোড়ার মুহূর্ত...

কয়েক মিনিট পর প্রতিপক্ষ ক্যারেনো বুস্তার সঙ্গে হ্যান্ডশেক করে কোর্ট ছাড়েন জকোভিচ । পরে এই বিষয়ে ক্ষমা চেয়ে নেন জোকার । বলেন, "লাইন জাজ ভালো রয়েছেন । আমি অত্যন্ত দুঃখিত ।"

নিউইয়র্ক, 7 সেপ্টেম্বর : US ওপেন থেকে বহিষ্কৃত নোভাক জকোভিচ । পাবলো ক্যারেনো বুস্তার বিরুদ্ধে চতুর্থ রাউন্ডের ম্যাচ চলাকালীন লাইন আম্পায়ারকে অনিচ্ছাকৃতভাবে বল মারায় US ওপেন থেকে ছিটকে গেলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা । রজার ফেডেরার ও রাফায়েল নাদাল না থাকায় US ওপেনের জয়ের প্রধান দাবিদার ছিলেন জকোভিচ ।

রবিবার চতুর্থ রাউন্ডের ম্যাচ চলছিল । স্পেনের পাবলো ক্যারেনো বুস্তার সঙ্গে ম্যাচের সময় তিনটি সেট পয়েন্ট পেয়েও প্রথম সেটটি জিততে পারেননি জকোভিচ । প্রথম সেটে 5-6-এ পিছিয়ে পড়তে হয় তাঁকে ।

হতাশায় একটি বল ব়্যাকেট দিয়ে পিছনে ছোড়েন তিনি । যা লাইন আম্পায়ারের গলায় লাগে । ওই মহিলা লাইন আম্পায়ার গলায় আঘাত পেয়ে কোর্টের পিছনের দিকে হাঁটু মুড়ে বসে পড়েন । তৎক্ষণাৎ তাঁর কাছে জকোভিচ নিজেও যান । কোর্টে আসেন টুর্নামেন্টের রেফারি সোয়েরেন ফ্রিমেল ও অন্য অফিসাররা । স্টেডিয়ামে ঢুকে চেয়ার আম্পায়ার অরেলি টোরটে ও গ্র্যান্ড স্ল্যাম সুপারভাইজ়ার আন্দ্রে এগলির সঙ্গে কথা বলেন টুর্নামেন্ট রেফারি সোয়েরেন ফ্রিমেল । কয়েক মিনিটের আলোচনার পর 33 বছরের তিন বারের US ওপেনজয়ী জকোভিচকে ডিসকোয়ালিফাই করার সিদ্ধান্ত নেওয়া হয় । যদিও ইচ্ছাকৃতভাবে জকোভিচ লাইন আম্পায়ারকে বল ছুড়ে মারেননি । কিন্তু, নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত করা হয় তাঁকে ।

বল ছোড়ার মুহূর্ত...

কয়েক মিনিট পর প্রতিপক্ষ ক্যারেনো বুস্তার সঙ্গে হ্যান্ডশেক করে কোর্ট ছাড়েন জকোভিচ । পরে এই বিষয়ে ক্ষমা চেয়ে নেন জোকার । বলেন, "লাইন জাজ ভালো রয়েছেন । আমি অত্যন্ত দুঃখিত ।"

Last Updated : Sep 9, 2020, 8:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.