ETV Bharat / sports

2020 ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে গ্রেফতার মহিলা খেলোয়াড়

ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে এক মহিলা টেনিস খেলোয়াড়কে গ্রেফতার করেছে প্য়ারিস পুলিশ ৷ তবে গ্রেফতার হওয়া ওই টেনিস তারকার পরিচয় জানা যায়নি ৷ 2020 ফ্রেঞ্চ ওপেনে তিনি ম্যাচ ফিক্সিং করেছিলেন বলে অভিযোগ ৷

tennis-player-arrested-for-alleged-match-fixing-at-2020-french-open
2020 ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ ফিক্সিং-র অভিযোগে গ্রেফতার টেনিস খেলোয়াড়
author img

By

Published : Jun 4, 2021, 7:06 PM IST

প্যারিস, 4 জুন : গত বছর ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে এক টেনিস খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে ৷ আজ প্যারিস প্রসিকিউটরের দফতর তরফে এমনটাই জানানো হয়েছে ৷ প্যারিসের একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, বিশ্বের 765 নং ব়্যাঙ্কিংয়ের খেলোয়াড় রাশিয়ার ইয়ানা সিজিকোভা 2020 ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ ফিক্সিং করেছিলেন ৷ যদিও সংবাদ সংস্থাকে প্যারিস প্রসিকিউটরের তরফে জানানো হয়েছে, এক আন্তর্জাতিক মহিলা টেনিস খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর পরিচয় এখনও জানানো হয়নি ৷ ফলে গ্রেফতার হওয়া টেনিস খেলোয়াড় তিনিই কিনা, তা এখনও জানা যায়নি ৷

ফ্রেঞ্চ ওপেন
2020 ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ ফিক্সিং-র অভিযোগে গ্রেফতার টেনিস খেলোয়াড়

আরও পড়ুন : জন্মদিনের জয় পেলেন নাদাল, তৃতীয় রাউন্ডে ফেডেরার-জকোভিচ

বৃহস্পতিবার ওই খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে খেলায় ঘুষ এবং পরিকল্পতিভাবে প্রতারণার অভিযোগ আনা হয়েছে ৷ যে অপরাধ তিনি 2020 সালের সেপ্টেম্বর মাস নাগাদ তিনি করেছিলেন বলে প্রসিকিউটর অফিসের তরফে জানানো হয়েছে ৷ গতবছর অক্টোবর মাসেই ফরাসি পুলিশের তরফে জুয়া ও ম্যাচ ফিক্সিং আইনে তদন্ত শুরু হয় ৷ প্রসঙ্গত, প্রথম এই ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি সামনে আনে বেলজিয়াম পুলিশ ৷ তাদের সন্দেহ ছিল, নিচের দিকের ব়্যাঙ্কিংয়ের কোনও টেনিস তারকা ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত থাকতে পারেন ৷

প্যারিস, 4 জুন : গত বছর ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার সন্দেহে এক টেনিস খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে ৷ আজ প্যারিস প্রসিকিউটরের দফতর তরফে এমনটাই জানানো হয়েছে ৷ প্যারিসের একটি সংবাদপত্রের খবর অনুযায়ী, বিশ্বের 765 নং ব়্যাঙ্কিংয়ের খেলোয়াড় রাশিয়ার ইয়ানা সিজিকোভা 2020 ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ ফিক্সিং করেছিলেন ৷ যদিও সংবাদ সংস্থাকে প্যারিস প্রসিকিউটরের তরফে জানানো হয়েছে, এক আন্তর্জাতিক মহিলা টেনিস খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর পরিচয় এখনও জানানো হয়নি ৷ ফলে গ্রেফতার হওয়া টেনিস খেলোয়াড় তিনিই কিনা, তা এখনও জানা যায়নি ৷

ফ্রেঞ্চ ওপেন
2020 ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ ফিক্সিং-র অভিযোগে গ্রেফতার টেনিস খেলোয়াড়

আরও পড়ুন : জন্মদিনের জয় পেলেন নাদাল, তৃতীয় রাউন্ডে ফেডেরার-জকোভিচ

বৃহস্পতিবার ওই খেলোয়াড়কে গ্রেফতার করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে খেলায় ঘুষ এবং পরিকল্পতিভাবে প্রতারণার অভিযোগ আনা হয়েছে ৷ যে অপরাধ তিনি 2020 সালের সেপ্টেম্বর মাস নাগাদ তিনি করেছিলেন বলে প্রসিকিউটর অফিসের তরফে জানানো হয়েছে ৷ গতবছর অক্টোবর মাসেই ফরাসি পুলিশের তরফে জুয়া ও ম্যাচ ফিক্সিং আইনে তদন্ত শুরু হয় ৷ প্রসঙ্গত, প্রথম এই ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টি সামনে আনে বেলজিয়াম পুলিশ ৷ তাদের সন্দেহ ছিল, নিচের দিকের ব়্যাঙ্কিংয়ের কোনও টেনিস তারকা ম্যাচ ফিক্সিংয়ে যুক্ত থাকতে পারেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.