কলকাতা, 5 মে : ঘরে থাকুন, আর ঘরে থেকেই কোরোনাকে দূরে রাখুন। জনগণের মধ্যে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে নিজেদের মতো করে বার্তা দিয়েছেন বলিউড তারাকারা। পা মিলিয়েছে টলিউড। পর্দার সেলেবদের মত ঘরবন্দী থেকে কোরোনার বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করেছে ক্রীড়াজগৎ। হিমাশ্রী রায়, দ্যুতি চন্দের মতো দেশের সেরা অ্যাথলিটরাও সচেতনার বার্তা দিয়ে ভিডিয়ো তৈরি করেছেন।পিছিয়ে নেই বাংলার ক্রিকেটারা।
শর্টফিল্ম বানিয়ে সচেতনতার বার্তা দিয়েছেন লক্ষ্মীরতন শুক্লা,মনোজ তিওয়ারিরা। এবার কোরোনার বিরুদ্ধে জয়ের জন্য সচেতন হওয়ার কথা বললেন টেবিল টেনিস খেলোয়াড়রা।
উত্তর 24 পরগনা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের তরফে সচেতনতা বার্তা সম্বলিত ভিডিয়ো প্রকাশ করা হয়েছে। ঐহিকা মুখার্জি, সুতীর্থা মুখার্জি, পল্লবী কুন্ডু,অর্জুন ঘোষ,রণিত ভঞ্জ,সৌরভ সাহার মত জাতীয় এবং আর্ন্তজাতিক টেবিল টেনিস খেলোয়াড়রা এই পরিস্থিতিতে ঘরবন্দী থেকে কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন। শুধু তাই নয় পরিস্থিতি স্বাভাবিক হলে টেবিল টেনিস বোর্ডে নামার কথাও তাদের মুখে। এখন বোর্ডে নেমে খেলা সম্ভব হচ্ছে না। তাই ফিটনেস বজায় রাখার চেষ্টার পাশাপাশি মানসিক দৃঢ়তা না হারানোর কথা তাঁদের মুখে।
সুমনা সাহা,অনির্বাণ ঘোষ,মৌমিতা দত্ত,কৌশানি নাথ,মুনমুন কুণ্ডু, জয়িতা ব্যানার্জী, পৃথকী চক্রবর্তী, ঐশিকী জোয়ারদারদের মুখে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর শপথ। লকডাউনের কারণে টেবিল টেনিস মরশুম কবে শুরু হবে, তা কেউ বলতে পারছেন না। কলকাতায় এবার আর্ন্তজাতিক টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও তা বাতিল করতে হয়েছে। ঘরোয়া টুর্নামেন্টের ব্যস্ত সূচিও এখন ভেস্তে যাওয়ার মুখে।
টেবিল টেনিস মরশুম নষ্ট হওয়ার চিন্তায় রয়েছন বঙ্গ টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের যুগ্মসচিব শর্মি সেনগুপ্ত । অন্তত তিনটে স্টেজ থ্রি টুর্নামেন্ট এবং রাজ্য চ্যাম্পিয়ন করার পরিকল্পনা করেছেন। তবে তার বাস্তবায়ন করা যাবে কি না তা নিয়েও সংশয়মুক্ত হতে পারছেন না তিনি। তবে টেবিল টেনিস খেলোয়াড়দের উদ্যম এবং হার না মানসিকতায় খুশি যুগ্মসচিব। সচেতনতা বার্তা দেওয়ার প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন তিনি ।
![image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-03-table-tennis-player-appeal-against-corona-pix-7203838_05052020194412_0505f_1588688052_815.jpg)
একইসঙ্গে দিয়া ব্রহ্মচারী, নন্দিনী সাহা,ইমন অধিকারী, সায়ন্তন দে,রৌনক মজুমদার, অনিকেত সেন চৌধুরি, মৌলি মোদক,স্নেহা ভৌমিক, বোধিসত্ত্ব চৌধুরি, অনির্বাণ মানি,দেবশ্রুত দত্ত,শঙ্খদীপ দাস,শুভাঙ্কিতা দত্তর মতো উদীয়মান চ্যাম্পিয়নরা COVID-19-র বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিয়েছেন।
![image](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/7076941_725_7076941_1588701882894.png)
পিছিয়ে নেই কোচেরাও । মিহির ঘোষ,তপন দে,শুভজিৎ সাহা,শান্তনু সাহা,অভিষেক সাহা,অমিত মুখার্জির মতো একাধিক কোচ এবং টেবিল টেনিস কর্মকর্তারাও সচেতনার বার্তা দিয়ে কোরোনার বিরুদ্ধে সম্মিলিত লড়াইয়ের কথা বলেছেন।