ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন সোফিয়া কেনিন - ফাইনালে হারালেন গারবিন মুগুরুসাকে

মহিলাদের দ্বিতীয় কনিষ্ঠতম টেনিস খেলোয়াড় হিসাবে অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন সোফিয়া কেনিন ৷

image
সোফিয়া কেনিন
author img

By

Published : Feb 2, 2020, 9:19 AM IST

মেলবোর্ন, 2 ফ্রেব্রুয়ারি : কেরিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম ৷ অস্ট্রেলিয়ান ওপেন জয় সোফিয়া কেনিনের ৷ শারাপোভার পর দ্বিতীয় কনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসাবে এই নজির গড়লেন সোফিয়া ৷

ফাইনালে হারালেন গারবিন মুগুরুসাকে ৷ খেলার ফলাফল 8-6, 6-2, 6-2 ৷ এবারের অস্ট্রেলিয়ান ওপেনে চর্তুদশ বাছাই ছিলেন কেনিন ৷ চ্যাম্পিয়ন হয়ে তিনি বলেন , ‘‘এত দিনে স্বপ্ন পূরণ হল ৷ গত দু’সপ্তাহ সেরা সময় কাটালাম ৷

যদিও প্রথম সেটে হেরে যান কেনিন ৷ কিন্তু দুরন্ত কামব্যাক করেন দ্বিতীয় রাউন্ডে ৷ পরপর দুই সেট দুরন্ত খেলে হারান স্প্যানিশ তারকা মুগুরুসাকে ৷ বর্তমানে ফ্লোরিডায় পাকাপাকিভাবে বসবাক শুরু করার আগে সোফিয়ার পরিবার ছিল মস্কোতে ৷ সেখানেই জন্ম সোফিয়া কেনিনের ৷

image
ট্রফি হাতে কেনিন

অস্ট্রেলিয়ান ওপেন জয় সহ আরও একটি নতুন ইতিহাস গড়তে চলেছেন কেনিন ৷ আমেরিকার কনিষ্ঠতম টেনিস খেলোয়ার হিসাবে WTA র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকতে চলেছেন তিনি ৷

image
জয়ের পর সোফিয়া কেনিন

মেলবোর্ন, 2 ফ্রেব্রুয়ারি : কেরিয়ারের প্রথম গ্রান্ড স্ল্যাম ৷ অস্ট্রেলিয়ান ওপেন জয় সোফিয়া কেনিনের ৷ শারাপোভার পর দ্বিতীয় কনিষ্ঠ টেনিস খেলোয়াড় হিসাবে এই নজির গড়লেন সোফিয়া ৷

ফাইনালে হারালেন গারবিন মুগুরুসাকে ৷ খেলার ফলাফল 8-6, 6-2, 6-2 ৷ এবারের অস্ট্রেলিয়ান ওপেনে চর্তুদশ বাছাই ছিলেন কেনিন ৷ চ্যাম্পিয়ন হয়ে তিনি বলেন , ‘‘এত দিনে স্বপ্ন পূরণ হল ৷ গত দু’সপ্তাহ সেরা সময় কাটালাম ৷

যদিও প্রথম সেটে হেরে যান কেনিন ৷ কিন্তু দুরন্ত কামব্যাক করেন দ্বিতীয় রাউন্ডে ৷ পরপর দুই সেট দুরন্ত খেলে হারান স্প্যানিশ তারকা মুগুরুসাকে ৷ বর্তমানে ফ্লোরিডায় পাকাপাকিভাবে বসবাক শুরু করার আগে সোফিয়ার পরিবার ছিল মস্কোতে ৷ সেখানেই জন্ম সোফিয়া কেনিনের ৷

image
ট্রফি হাতে কেনিন

অস্ট্রেলিয়ান ওপেন জয় সহ আরও একটি নতুন ইতিহাস গড়তে চলেছেন কেনিন ৷ আমেরিকার কনিষ্ঠতম টেনিস খেলোয়ার হিসাবে WTA র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকতে চলেছেন তিনি ৷

image
জয়ের পর সোফিয়া কেনিন
Fatehpur (UP), Feb 02 (ANI): A woman and her four daughters were found dead at their residence in Shanti Nagar area allegedly by consuming poison. Speaking to ANI, police said, "Bodies have been sent for postmortem. We are investigating the matter".
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.