ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেনে ইন্দ্রপতন, তৃতীয় রাউন্ড থেকে বিদায় সেরেনার

মা হওয়ার পর 2017 সালে কামব্যাক করেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা ৷ এরপর চার চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে তাঁকে ৷ আর এবার তো তৃতীয় রাউন্ডের বাধাই টপকাতে পারলেন না ৷

Serena exit from aus open
হারের পর হতাশ সেরেনা
author img

By

Published : Jan 24, 2020, 6:54 PM IST

মেলবোর্ন, 24 জানুয়ারি : মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষা বাড়ল সেরেনা উইলিয়ামসের ৷ শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনে বড়সড় অঘটন দেখা গেল ৷ 23টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন ৷ তৃতীয় রাউন্ডের ম্যাচে চিনের ওয়াং চিয়াংয়ের বিরুদ্ধে তিন সেটের ম্যাচে হেরে বিদায় নেন অ্যামেরিকান টেনিস তারকা ৷ মেলবোর্ন থেকে সেরেনার দ্রুত বিদায় হতাশ এবং অবাক করেছে টেনিস ভক্তদের ৷ সেরেনার বিপক্ষে ম্যাচের ফলাফল 6-4, 6-7, 7-5 ৷

মা হওয়ার পর 2017 সালে কামব্যাক করেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা ৷ এরপর চার চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে তাঁকে ৷ আর এবার তো তৃতীয় রাউন্ডের বাধাই টপকাতে পারলেন না ৷ মেলবোর্ন থেকে বিদায়ের পর নিজেকেই দুষছেন অ্যামেরিকান এই টেনিস তারকা ৷ আজ চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে 56টি আনফোর্সড এরর করেন ৷ হারের পর হতাশ সেরেনা বলেন, "আমি কী করে এমন খেললাম ৷ এমনটা ভবিষ্যতে হওয়া উচিত নয় মোটেও ৷ আজ চরম অপেশাদারের মতো খেলেছি ৷"

38 বছরের সেরেনা কি আদৌ মার্গারেট কোর্টকে স্পর্শ করতে পারবেন? শুক্রবারের তাঁর বিদায়ের পর এমনই প্রশ্ন ঘুরছে সেরেনা ভক্তদের মাথায় ৷ মার্গারেট কোর্ট 24টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ৷ তাঁর থেকে একটি গ্র্যান্ড স্ল্যাম পিছিয়ে থমকে আছেন সেরেনা ৷ কামব্যকের পর চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে ৷ পাশাপাশি টেনিস জগতে উইলিয়ামস বোনেদের দাপট যে ধীরে ধীরে কমছে, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম তারই ইঙ্গিত দিচ্ছে ৷ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে হেরেছেন ভেনাস উইলিয়ামস ৷

মেলবোর্ন, 24 জানুয়ারি : মার্গারেট কোর্টকে ছোঁয়ার অপেক্ষা বাড়ল সেরেনা উইলিয়ামসের ৷ শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনে বড়সড় অঘটন দেখা গেল ৷ 23টি গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা অস্ট্রেলিয়ান ওপেন থেকে বিদায় নিলেন ৷ তৃতীয় রাউন্ডের ম্যাচে চিনের ওয়াং চিয়াংয়ের বিরুদ্ধে তিন সেটের ম্যাচে হেরে বিদায় নেন অ্যামেরিকান টেনিস তারকা ৷ মেলবোর্ন থেকে সেরেনার দ্রুত বিদায় হতাশ এবং অবাক করেছে টেনিস ভক্তদের ৷ সেরেনার বিপক্ষে ম্যাচের ফলাফল 6-4, 6-7, 7-5 ৷

মা হওয়ার পর 2017 সালে কামব্যাক করেই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন সেরেনা ৷ এরপর চার চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের দোরগোড়া থেকে ফিরতে হয়েছে তাঁকে ৷ আর এবার তো তৃতীয় রাউন্ডের বাধাই টপকাতে পারলেন না ৷ মেলবোর্ন থেকে বিদায়ের পর নিজেকেই দুষছেন অ্যামেরিকান এই টেনিস তারকা ৷ আজ চিনা প্রতিপক্ষের বিরুদ্ধে 56টি আনফোর্সড এরর করেন ৷ হারের পর হতাশ সেরেনা বলেন, "আমি কী করে এমন খেললাম ৷ এমনটা ভবিষ্যতে হওয়া উচিত নয় মোটেও ৷ আজ চরম অপেশাদারের মতো খেলেছি ৷"

38 বছরের সেরেনা কি আদৌ মার্গারেট কোর্টকে স্পর্শ করতে পারবেন? শুক্রবারের তাঁর বিদায়ের পর এমনই প্রশ্ন ঘুরছে সেরেনা ভক্তদের মাথায় ৷ মার্গারেট কোর্ট 24টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ৷ তাঁর থেকে একটি গ্র্যান্ড স্ল্যাম পিছিয়ে থমকে আছেন সেরেনা ৷ কামব্যকের পর চারটি গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে ৷ পাশাপাশি টেনিস জগতে উইলিয়ামস বোনেদের দাপট যে ধীরে ধীরে কমছে, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম তারই ইঙ্গিত দিচ্ছে ৷ অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে হেরেছেন ভেনাস উইলিয়ামস ৷

New Delhi, Jan24 (ANI): Sharing a nostalgic blast from the past, actor Courteney Cox on January 24 dropped a special photo of herself with the 'Friends' cast. The actor took to Instagram to share the picture which was taken 16 years ago during the time of wrapping up the sitcom. The actor captioned the picture: "The Last Supper" before taping "The Last One" on Jan 23, 2004. Along with the picture of the cast, Cox posted another picture that displayed the front page of the script of the final episode.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.