ETV Bharat / sports

পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, যুক্তরাষ্ট্র ওপেনের শেষ ষোলোয় সেরেনা

শনিবার সকালে ফ্ল্যাশিং মেডোয় তৃতীয় রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ ছিলেন স্লোয়ানে স্টিফেন্স । ম্যাচের প্রথম থেকেই 23 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে সমস্যায় ফেলেছিলেন তিনি ।

Serena Williams
Serena Williams
author img

By

Published : Sep 6, 2020, 12:44 PM IST

নিউইয়র্ক, 6 সেপ্টেম্বর : 2017 সালের US ওপেন জয়ী স্লোয়ানে স্টিফেন্সের বিরুদ্ধে প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন । 2-6 ব্যবধানে প্রথম সেট হেরেও দুরন্ত কামব্যাক করে জয় ছিনিয়ে নিলেন সেরেনা উইলিয়ামস । ঘরের মাটিতে যুক্তরাষ্ট্র ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি । ম্যাচের ফলাফল 2-6, 6-2,6-2 ।

শনিবার সকালে ফ্ল্যাশিং মেডোয় তৃতীয় রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ ছিলেন স্লোয়ানে স্টিফেন্স । ম্যাচের প্রথম থেকেই 23 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে সমস্যায় ফেলেছিলেন তিনি । 2-6 ব্যাবধানে ফার্স্ট সেট জিতেও নেন । তবে অভিজ্ঞতার কাছে হার মানতে হয় তাঁকে । পরের দুটি সেটে সেরেনার কাছে দাঁড়াতেই পারেননি স্টিফেন্স ।

নজরে রয়েছে 24 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়া । সেই লক্ষ্যেই কোরোনা পরিস্থিতির মধ্যেও খেলার সিদ্ধান্ত নিয়েছেন সেরেনা । তাই জেতার জন্য মরিয়া সেরেনা প্রথম সেট হারলেও ভেঙে পড়েননি। বরং বিরতির পর ফেরেন দ্বিগুণ শক্তি নিয়ে । পরের দু'টি সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দেন 6-2,6-2 ব্যাবধানে । বয়স 38 হলেও দ্বিতীয় ও তৃতীয় সেটে চেনা আক্রমণাত্মক ভঙ্গিতেই ছিনিয়ে নেন জয় ।

টুর্নামেন্টের শুরুতেই রেকর্ড গড়েছিলেন সেরেনা । US ওপেনের ইতিহাসে সর্বোচ্চ 102টি সিঙ্গলস ম্যাচ জেতার রেকর্ড গড়েছিলেন তিনি । আগামীকাল শেষ আটে ওঠার ম্যাচে সেরেনার প্রতিপক্ষ মরিয়া সক্কারি ।

নিউইয়র্ক, 6 সেপ্টেম্বর : 2017 সালের US ওপেন জয়ী স্লোয়ানে স্টিফেন্সের বিরুদ্ধে প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন । 2-6 ব্যবধানে প্রথম সেট হেরেও দুরন্ত কামব্যাক করে জয় ছিনিয়ে নিলেন সেরেনা উইলিয়ামস । ঘরের মাটিতে যুক্তরাষ্ট্র ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি । ম্যাচের ফলাফল 2-6, 6-2,6-2 ।

শনিবার সকালে ফ্ল্যাশিং মেডোয় তৃতীয় রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ ছিলেন স্লোয়ানে স্টিফেন্স । ম্যাচের প্রথম থেকেই 23 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে সমস্যায় ফেলেছিলেন তিনি । 2-6 ব্যাবধানে ফার্স্ট সেট জিতেও নেন । তবে অভিজ্ঞতার কাছে হার মানতে হয় তাঁকে । পরের দুটি সেটে সেরেনার কাছে দাঁড়াতেই পারেননি স্টিফেন্স ।

নজরে রয়েছে 24 বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্গারেট কোর্টকে ছোঁয়া । সেই লক্ষ্যেই কোরোনা পরিস্থিতির মধ্যেও খেলার সিদ্ধান্ত নিয়েছেন সেরেনা । তাই জেতার জন্য মরিয়া সেরেনা প্রথম সেট হারলেও ভেঙে পড়েননি। বরং বিরতির পর ফেরেন দ্বিগুণ শক্তি নিয়ে । পরের দু'টি সেটে প্রতিপক্ষকে উড়িয়ে দেন 6-2,6-2 ব্যাবধানে । বয়স 38 হলেও দ্বিতীয় ও তৃতীয় সেটে চেনা আক্রমণাত্মক ভঙ্গিতেই ছিনিয়ে নেন জয় ।

টুর্নামেন্টের শুরুতেই রেকর্ড গড়েছিলেন সেরেনা । US ওপেনের ইতিহাসে সর্বোচ্চ 102টি সিঙ্গলস ম্যাচ জেতার রেকর্ড গড়েছিলেন তিনি । আগামীকাল শেষ আটে ওঠার ম্যাচে সেরেনার প্রতিপক্ষ মরিয়া সক্কারি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.