ETV Bharat / sports

Wimbledon 2021 : পায়ে চোট, প্রথম রাউন্ডেই উইম্বলডনের দৌড় শেষ সেরেনার

author img

By

Published : Jun 30, 2021, 10:09 AM IST

প্রথম রাউন্ডের ম্যাচের প্রথম সেটে নিজের পঞ্চম গেমসে সার্ভিস করছিলেন সেরেনা ৷ তখনই বেস লাইনের ধারে বাঁ পায়ে চোট পান তিনি ৷ প্রথম রাউন্ডের ম্যাচে সেরেনা উইলিয়ামস মুখোমুখি হয়েছিলেন বেলারুশের আলিআক্সজান্দ্রো সাসনোভিচের ৷

সেরেনা উইলিয়ামস
সেরেনা উইলিয়ামস

লন্ডন, 30 জুন : উইম্বলডন ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন 23 টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ী সেরেনা উইলিয়ামস ৷ পায়ের চোটের কারণে ম্যাচ চলাকালীন মাঠেই বসে পড়েন এই টেনিস তারকা ৷ তারপর আর খেলা চালিয়ে যেতে পারেননি ৷ এটাই সেরেনা উইলিয়ামসের কেরিয়ারে দ্বিতীয়বার, যখন তিনি উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ৷

প্রথম রাউন্ডের ম্যাচের প্রথম সেটে নিজের পঞ্চম গেমসে সার্ভিস করছিলেন সেরেনা ৷ তখনই বেস লাইনের ধারে বাঁ পায়ে চোট পান তিনি ৷ প্রথম রাউন্ডের ম্যাচে সেরেনা উইলিয়ামস মুখোমুখি হয়েছিলেন বেলারুশের আলিআক্সজান্দ্রো সাসনোভিচের ৷

ম্যাচের মাঝেই কোর্টে হাঁটু মুড়ে বসে পড়েন তিনি ৷ মেডিক্যাল টাইম আউট নেন ৷ তাঁকে কাঁদতেও দেখা যায় ৷ দর্শকরাও তাঁকে উজ্জীবিত করে ও উৎসাহ দিতে থাকে ৷ তবে আর উঠতে পারেননি তিনি ৷ চেয়ার আম্পায়ার তাঁর চোটের অবস্থা দেখতে আসেন ৷ এরপরই বিপক্ষের সঙ্গে তাঁকে করমর্দন করতে দেখা যায় ৷

আরও পড়ুন : Euro 2020 : শেষ মিনিটের ম্যাজিকে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ইউক্রেন

উইম্বলডনের ইতিহাসে মহিলাদের সিঙ্গলে সাত বারের চ্যাম্পিয়ন তিনি ৷ শেষ বার 2016 সালে খেতাব জয় করেন সেরেনা ৷ তারপর 2018 ও 2019 সালে ফাইনাল খেলেন আমেরিকার এই টেনিস সুন্দরী ৷

লন্ডন, 30 জুন : উইম্বলডন ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন 23 টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জয়ী সেরেনা উইলিয়ামস ৷ পায়ের চোটের কারণে ম্যাচ চলাকালীন মাঠেই বসে পড়েন এই টেনিস তারকা ৷ তারপর আর খেলা চালিয়ে যেতে পারেননি ৷ এটাই সেরেনা উইলিয়ামসের কেরিয়ারে দ্বিতীয়বার, যখন তিনি উইম্বলডনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন ৷

প্রথম রাউন্ডের ম্যাচের প্রথম সেটে নিজের পঞ্চম গেমসে সার্ভিস করছিলেন সেরেনা ৷ তখনই বেস লাইনের ধারে বাঁ পায়ে চোট পান তিনি ৷ প্রথম রাউন্ডের ম্যাচে সেরেনা উইলিয়ামস মুখোমুখি হয়েছিলেন বেলারুশের আলিআক্সজান্দ্রো সাসনোভিচের ৷

ম্যাচের মাঝেই কোর্টে হাঁটু মুড়ে বসে পড়েন তিনি ৷ মেডিক্যাল টাইম আউট নেন ৷ তাঁকে কাঁদতেও দেখা যায় ৷ দর্শকরাও তাঁকে উজ্জীবিত করে ও উৎসাহ দিতে থাকে ৷ তবে আর উঠতে পারেননি তিনি ৷ চেয়ার আম্পায়ার তাঁর চোটের অবস্থা দেখতে আসেন ৷ এরপরই বিপক্ষের সঙ্গে তাঁকে করমর্দন করতে দেখা যায় ৷

আরও পড়ুন : Euro 2020 : শেষ মিনিটের ম্যাজিকে প্রথমবার কোয়ার্টার ফাইনালে ইউক্রেন

উইম্বলডনের ইতিহাসে মহিলাদের সিঙ্গলে সাত বারের চ্যাম্পিয়ন তিনি ৷ শেষ বার 2016 সালে খেতাব জয় করেন সেরেনা ৷ তারপর 2018 ও 2019 সালে ফাইনাল খেলেন আমেরিকার এই টেনিস সুন্দরী ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.