ETV Bharat / sports

Wimbledon Junior 2021 : উইম্বলডন জুনিয়র খেতাব জয় প্রবাসী বাঙালি সমীর বন্দ্যোপাধ্যায়ের - উইম্বলডন জুনিয়র

জুনিয়র উইম্বলডন 2021 খেতাব জিতলেন ভারতীয় বংশোদ্ভূত সমীর বন্দ্যোপাধ্যায় ৷ ফাইনালে কার্যত প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দিলেন না সমীর ৷ খেলার ফলাফল 7-5, 6-3 ৷

সমীর বন্দ্যোপাধ্যায়
সমীর বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Jul 11, 2021, 7:21 PM IST

Updated : Jul 11, 2021, 7:52 PM IST

লন্ডন, 11 জুলাই : জুনিয়র উইম্বলডন 2021 খেতাব জিতলেন ভারতীয় বংশোদ্ভূত সমীর বন্দ্যোপাধ্যায় ৷ প্রবাসী এই বাঙালি বর্তমানে আমেরিকার বাসিন্দা ৷ ফাইনালে হারালেন আরেক আমেরিকান টেনিস খেলোয়াড় ভিক্টর লিলোভকে ৷ ফাইনালে কার্যত প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দিলেন না সমীর ৷ খেলার ফলাফল 7-5, 6-3 ৷

প্রথম সেটে আমেরিকান প্রতিদ্বন্দ্বী ভিক্টর লিলোভ কিছুটা লড়াই করেন ৷ কিন্তু দ্বিতীয় সেটে কার্যত দাপট দেখান প্রবাসী এই বাঙালি ৷ দ্বিতীয় সেট জেতেন 6-3 ব্যবধানে ৷ এর আগে সেমিফাইনালে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী গুয়েমার্ড ওয়েনবার্গকে তিন সেটের লড়াইয়ে হারান তিনি ৷

17 বছরের সমীরের এটি দ্বিতীয় জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম আর্বিভাব ছিল ৷ আর দ্বিতীয় আর্বিভাবেই বাজিমাত তাঁর ৷ তবে নিউ জার্সির বাস্কিং রিজের বাসিন্দা সমীরকে টুর্নামেন্ট শেষ করেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে হবে ৷ কারণ তাঁর পিতা কুণাল বন্দ্যোপাধ্যায়, চান খেলাধূলার পাশাপাশি পড়াশোনাতেও মনযোগ করুক সমীর ৷

আরও পড়ুন : Euro 2020 : কোথায় শক্তি, কোথায় দুর্বলতা ; ফাইনালের দুই দলের হালহকিকত

একটি সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দেওয়ার সময় কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ আমরা বাকিদের থেকে আলাদা নই ৷ আমরা চাই পড়াশোনাতেও ও ভাল করুক ৷ ও ভাল ছাত্র, খেলাধূলার পাশাপাশি পড়াশোনাটা ভাল করা জরুরি ৷’’

লন্ডন, 11 জুলাই : জুনিয়র উইম্বলডন 2021 খেতাব জিতলেন ভারতীয় বংশোদ্ভূত সমীর বন্দ্যোপাধ্যায় ৷ প্রবাসী এই বাঙালি বর্তমানে আমেরিকার বাসিন্দা ৷ ফাইনালে হারালেন আরেক আমেরিকান টেনিস খেলোয়াড় ভিক্টর লিলোভকে ৷ ফাইনালে কার্যত প্রতিদ্বন্দ্বীকে দাঁড়াতেই দিলেন না সমীর ৷ খেলার ফলাফল 7-5, 6-3 ৷

প্রথম সেটে আমেরিকান প্রতিদ্বন্দ্বী ভিক্টর লিলোভ কিছুটা লড়াই করেন ৷ কিন্তু দ্বিতীয় সেটে কার্যত দাপট দেখান প্রবাসী এই বাঙালি ৷ দ্বিতীয় সেট জেতেন 6-3 ব্যবধানে ৷ এর আগে সেমিফাইনালে ফ্রান্সের প্রতিদ্বন্দ্বী গুয়েমার্ড ওয়েনবার্গকে তিন সেটের লড়াইয়ে হারান তিনি ৷

17 বছরের সমীরের এটি দ্বিতীয় জুনিয়র গ্র্যান্ড স্ল্যাম আর্বিভাব ছিল ৷ আর দ্বিতীয় আর্বিভাবেই বাজিমাত তাঁর ৷ তবে নিউ জার্সির বাস্কিং রিজের বাসিন্দা সমীরকে টুর্নামেন্ট শেষ করেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে হবে ৷ কারণ তাঁর পিতা কুণাল বন্দ্যোপাধ্যায়, চান খেলাধূলার পাশাপাশি পড়াশোনাতেও মনযোগ করুক সমীর ৷

আরও পড়ুন : Euro 2020 : কোথায় শক্তি, কোথায় দুর্বলতা ; ফাইনালের দুই দলের হালহকিকত

একটি সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দেওয়ার সময় কুণাল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ আমরা বাকিদের থেকে আলাদা নই ৷ আমরা চাই পড়াশোনাতেও ও ভাল করুক ৷ ও ভাল ছাত্র, খেলাধূলার পাশাপাশি পড়াশোনাটা ভাল করা জরুরি ৷’’

Last Updated : Jul 11, 2021, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.