ETV Bharat / sports

French Open 2021 : তামারা জিদানসেখকে হারিয়ে প্রথমবার রোলাঁ গারোর ফাইনালে আনাস্তাসিয়া পাভ্লুচেনকোভা

ফাইনালে আনাস্তিসিয়া পাভ্লুচেনকোভা খেলবেন গ্রিসের মারিয়া সাক্কারি ও চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রিচিকোভার মধ্যে চলা সেমিফাইনালের জয়ীর বিরুদ্ধে ৷

আনাস্তাসিয়া পাভ্লুচেনকোভা
আনাস্তাসিয়া পাভ্লুচেনকোভা
author img

By

Published : Jun 10, 2021, 10:54 PM IST

প্যারিস, 10 জুন : ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে রাশিয়ার আনাস্তাসিয়া পাভ্লুচেনকোভা(Anastasia Pavlyuchenkova) ৷ কেরিয়ারের প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছালেন এই রাশিয়ান টেনিস সুন্দরী ৷ হারালেন স্লেভেনিয়ার তামারা জিদানসেখকে ৷ খেলার ফলাফল 7-5, 6-3 ৷

জুনিয়ার খেলোয়াড় হিসেবে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটালেও 29 বছরের আনাস্তাসিয়া এর আগে কোনও গ্রা্যান্ড স্ল্যামের সেমিফাইনালে খেলেননি ৷ প্যারিসের ক্লে কোর্টে তাঁর প্রতিপক্ষ ছিলেন সেমিফাইনালে আরেক অভিষেককারী স্লেভেনিয়ার তামারা জিদানসেখ ৷

ফাইনালে আনাস্তিসিয়া পাভ্লুচেনকোভা খেলবেন গ্রিসের মারিয়া সাক্কারি ও চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রিচিকোভার মধ্যে চলা সেমিফাইনালের জয়ীর বিরুদ্ধে ৷ এই দুই খেলোয়াড়ও প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে অভিষেক হল ৷ 1978 সালের পর এইবারই প্রথম সেমিফাইনালের চার প্রতিযোগি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে প্রথম বারের জন্য খেলছেন ৷

আরও পড়ুন : Euro 2020 : নজরে ইউরো, বিশ্লেষণে প্রাক্তনরা

2011 সালের রোলাঁ গারো সহ এটি নিয়ে মোট 6 বার কোনও গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে খেললেন আনাস্তিসিয়া পাভ্লুচেনকোভা৷

প্যারিস, 10 জুন : ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে রাশিয়ার আনাস্তাসিয়া পাভ্লুচেনকোভা(Anastasia Pavlyuchenkova) ৷ কেরিয়ারের প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছালেন এই রাশিয়ান টেনিস সুন্দরী ৷ হারালেন স্লেভেনিয়ার তামারা জিদানসেখকে ৷ খেলার ফলাফল 7-5, 6-3 ৷

জুনিয়ার খেলোয়াড় হিসেবে নিজের প্রতিভার বিচ্ছুরণ ঘটালেও 29 বছরের আনাস্তাসিয়া এর আগে কোনও গ্রা্যান্ড স্ল্যামের সেমিফাইনালে খেলেননি ৷ প্যারিসের ক্লে কোর্টে তাঁর প্রতিপক্ষ ছিলেন সেমিফাইনালে আরেক অভিষেককারী স্লেভেনিয়ার তামারা জিদানসেখ ৷

ফাইনালে আনাস্তিসিয়া পাভ্লুচেনকোভা খেলবেন গ্রিসের মারিয়া সাক্কারি ও চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রিচিকোভার মধ্যে চলা সেমিফাইনালের জয়ীর বিরুদ্ধে ৷ এই দুই খেলোয়াড়ও প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে অভিষেক হল ৷ 1978 সালের পর এইবারই প্রথম সেমিফাইনালের চার প্রতিযোগি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে প্রথম বারের জন্য খেলছেন ৷

আরও পড়ুন : Euro 2020 : নজরে ইউরো, বিশ্লেষণে প্রাক্তনরা

2011 সালের রোলাঁ গারো সহ এটি নিয়ে মোট 6 বার কোনও গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে খেললেন আনাস্তিসিয়া পাভ্লুচেনকোভা৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.