প্যারিস, 5 জুন : চলতি ফ্রেঞ্চ ওপেনের (French Open 2021) চতুর্থ রাউন্ডে পৌঁছালেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল (Rafael Nadal) ৷ এই নিয়ে 16 বার ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে পৌঁছালেন স্প্যানিশ টেনিস তারকা ৷ ব্রিটেনের ক্যামেরন নরির বিরুদ্ধে 2021 সালে এই নিয়ে তৃতীয়বার জিতলেন ক্লে কোর্টের সম্রাট ৷
নিজের 14তম রোনাল্ড গারোস খেতাবের লক্ষ্যে তৃতীয় রাউন্ডে ক্যামেরন নরিকে দাঁড়াতেই দেননি নাদাল ৷ তিনটি সেটই জেতেন 6-3, 6-3, 6-3 ব্যবধানে ৷ নিজের কেরিয়ারের 21তম টাইটেলের উদ্দেশ্যে খেলতে নামা নাদালের চতুর্থ রাউন্ডে প্রতিপক্ষ ইতালিয়ন টিন এজার জান্নিক সিন্নার ৷
আরও পড়ুন : French Open 2021 : বেরানকিসকে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ ওপেনের চতুর্থ রাউন্ডে জকোভিচ
টুর্নামেন্টের তৃতীয় বাছাই প্যারিসে 103টি ম্যাচ জেতার রেকর্ড গড়লেন ৷ 2005 সালে তাঁর অভিষেকের পর মাত্র দুটি ম্যাচ হেরেছেন তিনি ৷ গত বছরের টুর্নামেন্টেও সিন্নারকে কোয়াটার ফাইনালে হারান নাদাল ৷