ETV Bharat / sports

নবম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় জকোভিচের - নবম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় জকোভিচের

অস্ট্রেলিয়ান খেতাব জয় নোভাক জকোভিচের ৷ রড লেভার এরিনায় স্ট্রেট সেটে হারালেন ড্যানিল মেদভেদেভকে ৷

নোভাক জকোভিচ
নোভাক জকোভিচ
author img

By

Published : Feb 21, 2021, 4:19 PM IST

Updated : Feb 21, 2021, 7:18 PM IST

মেলবোর্ন, 21 ফেব্রুয়ারি : করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে সংশয় দেখা গিয়েছিল ৷ টুর্নামেন্ট হলেও কীভাবে হবে সে বিষয়ে বিস্তর মতামত ছিল ৷ তবে অস্ট্রেলিয়ান ওপেন হল ৷ এবং নোভাক জকোভিচ ফের দেখালেন অস্ট্রেলিয়ান ওপেনের অবিসংবাদিত রাজা তিনিই ৷ আজ রড লেভার এরিনায় জিতলেন নিজের নবম অস্ট্রেলিয়ান ওপেন ৷ হারালেন ড্যানিল মেদভেদেভকে ৷

বিশ্বের এক নম্বর টেনিস তারকা আজ স্ট্রেট সেটে উড়িয়ে দেন মেদভেদেভকে ৷ খেলার ফলাফল জকোভিচের পক্ষে 7-5, 6-2 ও 6-2 ৷ একই সঙ্গে নিজের কেরিয়ারের 18 তম গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জিতলেন জোকার ৷ রজার ফেডেরার ও রাফায়েল নাদালের আরও কাছে চলে এলেন তিনি ৷

আরও পড়ুন : ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ়ের দল ঘোষণা ভারতের

গতবারের মতোই আজ শুরু করেন নোভাক ৷ তবে গতবারের প্রতিপক্ষ, ডোমিনিক থিয়েমের মতো আজ আর পঞ্চম সেট পর্যন্ত অপেক্ষা করতে হয়নি ৷ মাত্র তিন সেটেই ড্যানিল মেদভেদেভকে হারালেন নোভাক ৷ তাঁর বয়স 30 পার করার পর 6টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন জকোভিচ ৷ এই রেকর্ডে ধরলেন রাফায়েল নাদালকে ৷

মেলবোর্ন, 21 ফেব্রুয়ারি : করোনা পরিস্থিতিতে অস্ট্রেলিয়ান ওপেন নিয়ে সংশয় দেখা গিয়েছিল ৷ টুর্নামেন্ট হলেও কীভাবে হবে সে বিষয়ে বিস্তর মতামত ছিল ৷ তবে অস্ট্রেলিয়ান ওপেন হল ৷ এবং নোভাক জকোভিচ ফের দেখালেন অস্ট্রেলিয়ান ওপেনের অবিসংবাদিত রাজা তিনিই ৷ আজ রড লেভার এরিনায় জিতলেন নিজের নবম অস্ট্রেলিয়ান ওপেন ৷ হারালেন ড্যানিল মেদভেদেভকে ৷

বিশ্বের এক নম্বর টেনিস তারকা আজ স্ট্রেট সেটে উড়িয়ে দেন মেদভেদেভকে ৷ খেলার ফলাফল জকোভিচের পক্ষে 7-5, 6-2 ও 6-2 ৷ একই সঙ্গে নিজের কেরিয়ারের 18 তম গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জিতলেন জোকার ৷ রজার ফেডেরার ও রাফায়েল নাদালের আরও কাছে চলে এলেন তিনি ৷

আরও পড়ুন : ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ়ের দল ঘোষণা ভারতের

গতবারের মতোই আজ শুরু করেন নোভাক ৷ তবে গতবারের প্রতিপক্ষ, ডোমিনিক থিয়েমের মতো আজ আর পঞ্চম সেট পর্যন্ত অপেক্ষা করতে হয়নি ৷ মাত্র তিন সেটেই ড্যানিল মেদভেদেভকে হারালেন নোভাক ৷ তাঁর বয়স 30 পার করার পর 6টি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতলেন জকোভিচ ৷ এই রেকর্ডে ধরলেন রাফায়েল নাদালকে ৷

Last Updated : Feb 21, 2021, 7:18 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.