ETV Bharat / sports

French Open: রোলাঁ গারোয় সেমিফাইনালে মুখোমুখি নাদাল-জকোভিচ - নোভাক জকোভিচ

বুধবার রাতে 6-3, 6-2, 6-7 (5-7), 7-5 গেমে নবম বাছাই ইতালির মাতেয়ো বেরেত্তিনিকে হারান জকোভিচ ৷ ফলে শুক্রবার ঐতিহাসিক লাল-কোর্টে কিংবদন্তি নাদালের মুখোমুখি তিনি ।

novak-djokovic-to-face-rafael-nadal-in-semi-finals-of-french-open
novak-djokovic-to-face-rafael-nadal-in-semi-finals-of-french-open
author img

By

Published : Jun 10, 2021, 12:38 PM IST

প্যারিস, 10 জুন : জমে গেল ফ্রেঞ্চ ওপেন (French Open) ৷ শেষ পর্যন্ত গতবারের চাম্পিয়ান রাফায়েল নাদাল (Rafael Nadal) ও বর্তমান বিশ্বসেরা নোভাক জকোভিচ (Novak Djokovic) মুখোমুখি হচ্ছেন সেমিফাইনালে ৷

বুধবার রাতে 6-3, 6-2, 6-7 (5-7), 7-5 গেমে নবম বাছাই ইতালির মাতেয়ো বেরেত্তিনিকে হারান জকোভিচ ৷ খেলার শুরুতে সুরকির কোর্টে প্রথম দুই সেটে জোকোভিচের সামনে অসহায় দেখাচ্ছিল মাতেয়োকে । তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান তিনি ৷ যদিও শেষমেশ জয় ছিনিয়ে নেন জোকারই ৷ অন্যদিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ডিয়োগো সোয়ার্ৎজম্যানকে 6-3, 4-6, 6-4, 6-0-এ হারিয়ে সেমিফাইনালে উঠলেন রোলাঁ গারোর 'রাজা' নাদাল ৷

আরও পড়ুন: French Open 2021: সেমিফাইনালে অবাছাই তামারা, ফাইনালের পথে সিসিপাসের লড়াই জেরেভের সঙ্গে

শুক্রবার ফিলিপে শাঁতিয়ের ঐতিহাসিক লাল-কোর্টে মুখোমুখি হবেন দুই টেনিস কিংবদন্তি নাদাল-জোকোভিচ । ফ্রেঞ্চ ওপেন এই নিয়ে নয়বার মুখোমুখি হবেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ ৷ যে খেলা দেখার জন্যে মুখিয়ে আছেন গোটা বিশ্বের টেনিস দর্শকরা ৷

প্যারিস, 10 জুন : জমে গেল ফ্রেঞ্চ ওপেন (French Open) ৷ শেষ পর্যন্ত গতবারের চাম্পিয়ান রাফায়েল নাদাল (Rafael Nadal) ও বর্তমান বিশ্বসেরা নোভাক জকোভিচ (Novak Djokovic) মুখোমুখি হচ্ছেন সেমিফাইনালে ৷

বুধবার রাতে 6-3, 6-2, 6-7 (5-7), 7-5 গেমে নবম বাছাই ইতালির মাতেয়ো বেরেত্তিনিকে হারান জকোভিচ ৷ খেলার শুরুতে সুরকির কোর্টে প্রথম দুই সেটে জোকোভিচের সামনে অসহায় দেখাচ্ছিল মাতেয়োকে । তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান তিনি ৷ যদিও শেষমেশ জয় ছিনিয়ে নেন জোকারই ৷ অন্যদিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ডিয়োগো সোয়ার্ৎজম্যানকে 6-3, 4-6, 6-4, 6-0-এ হারিয়ে সেমিফাইনালে উঠলেন রোলাঁ গারোর 'রাজা' নাদাল ৷

আরও পড়ুন: French Open 2021: সেমিফাইনালে অবাছাই তামারা, ফাইনালের পথে সিসিপাসের লড়াই জেরেভের সঙ্গে

শুক্রবার ফিলিপে শাঁতিয়ের ঐতিহাসিক লাল-কোর্টে মুখোমুখি হবেন দুই টেনিস কিংবদন্তি নাদাল-জোকোভিচ । ফ্রেঞ্চ ওপেন এই নিয়ে নয়বার মুখোমুখি হবেন রাফায়েল নাদাল ও নোভাক জকোভিচ ৷ যে খেলা দেখার জন্যে মুখিয়ে আছেন গোটা বিশ্বের টেনিস দর্শকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.