ETV Bharat / sports

টপকালেন ফেডেরারকে, বেশি সময় একনম্বর ব়্যাঙ্কের রেকর্ড জোকারের - এটিপি

রজার ফেডেরার সবচেয়ে বেশি সময় এক নম্বরে থাকার রেকর্ড ভাঙলেন সাইবেরিয়ান নোভাক জকোভিচ ৷ ফেডেরারের 310 সপ্তাহের রেকর্ড ভেঙে 311 সপ্তাহে প্রবেশ করলেন তিনি ৷

watch-novak-djokovic-surpasses-federer-record-to-achieve-this-milestone
ফেডেক্স অতীত! বেশি সময় 1নং ব়্যাঙ্কে থাকার রেকর্ড জোকারের
author img

By

Published : Mar 8, 2021, 10:22 PM IST

লন্ডন, 8 মার্চ : সবচেয়ে বেশি সপ্তাহ ধরে টেনিসি নিয়ামক সংস্থা এটিপি-র ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকার রের্কড গড়লেন সাইবেরিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ ৷ রজার ফেডেরারের সর্বাধিক 310 সপ্তাহ ধরে এক নম্বরে থাকার রেকর্ড ব্রেক করলেন নোভাক ৷ তিনি 311 সপ্তাহ ধরে এটিপি-র ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন ৷

এই সপ্তাহের শুরুতেই নোভাক জকোভিচ তাঁর 311 সপ্তাহ ধরে এক নম্বরে থাকার যাত্রা শুরু করেন ৷ যা আগামী কোনও টুর্নামেন্ট শুরুর আগে পর্যন্ত নিরাপদ রয়েছে ৷ এ নিয়ে এটিপি সংস্থা টুইট করে জানিয়েছে, ‘‘রেকর্ড ভেঙে গেল ! ফেডেক্সের এটিপি ব়্যাঙ্কিং-এ এক নম্বরে থাকার রেকর্ড ভেঙে 311 সপ্তাহে প্রবেশ করলেন জকোভিচ ৷’’ তবে, দীর্ঘ 310 সপ্তাহ ধরে এক নম্বর স্থান ধরে রাখাটা মোটেই ছোট বিষয় নয় ৷ টেনিস জগৎ-র বিশেষজ্ঞদের মতে, এই কৃতীত্ব অর্জনের জন্য কঠিন পরিশ্রম এবং একাগ্রতা প্রয়োজন ৷

2011 সালে প্রথমবার বিশ্ব টেনিসে এক নম্বর স্থান অধিকার করেছিলেন নোভাক জকোভিচ ৷ তারপর মাঝে এক নম্বরের মুকুট তাঁর কাছ থেকে চলে যায় ৷ তবে, হার মেনে নেননি নোভাক ৷ কঠোর পরিশ্রমে আবারও নিজের একনম্বর স্থান দখল করেন তিনি ৷ গত ফেব্রুয়ারি মাসের 21 তারিখ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল জিতেছেন নোভাক জকোভিচ ৷ আর সেই সঙ্গে নিজের এক নম্বর স্থানটিকে আরও পাকা করেছেন টেনিস বিশ্বের নয়া সম্রাট ৷

আরও পড়ুন : নবম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় জকোভিচের

বর্তমানে সবচেয়ে বেশি সপ্তাহ ধরে এক নম্বরে থাকার তালিকায় নোভাকের পরে রয়েছেন রজার ফেডেরার ৷ তারপরে রয়েছেন পেট সাম্প্রাস 286 সপ্তাহ, ইভান লেন্ডল 270 সপ্তাহ, জিমি কোনার্স 268 সপ্তাহ, রাফায়েল নাদাল 209 সপ্তাহ এবং জন ম্যাকেনরো 170 সপ্তাহ ৷

লন্ডন, 8 মার্চ : সবচেয়ে বেশি সপ্তাহ ধরে টেনিসি নিয়ামক সংস্থা এটিপি-র ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকার রের্কড গড়লেন সাইবেরিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ ৷ রজার ফেডেরারের সর্বাধিক 310 সপ্তাহ ধরে এক নম্বরে থাকার রেকর্ড ব্রেক করলেন নোভাক ৷ তিনি 311 সপ্তাহ ধরে এটিপি-র ব়্যাঙ্কিংয়ে এক নম্বরে রয়েছেন ৷

এই সপ্তাহের শুরুতেই নোভাক জকোভিচ তাঁর 311 সপ্তাহ ধরে এক নম্বরে থাকার যাত্রা শুরু করেন ৷ যা আগামী কোনও টুর্নামেন্ট শুরুর আগে পর্যন্ত নিরাপদ রয়েছে ৷ এ নিয়ে এটিপি সংস্থা টুইট করে জানিয়েছে, ‘‘রেকর্ড ভেঙে গেল ! ফেডেক্সের এটিপি ব়্যাঙ্কিং-এ এক নম্বরে থাকার রেকর্ড ভেঙে 311 সপ্তাহে প্রবেশ করলেন জকোভিচ ৷’’ তবে, দীর্ঘ 310 সপ্তাহ ধরে এক নম্বর স্থান ধরে রাখাটা মোটেই ছোট বিষয় নয় ৷ টেনিস জগৎ-র বিশেষজ্ঞদের মতে, এই কৃতীত্ব অর্জনের জন্য কঠিন পরিশ্রম এবং একাগ্রতা প্রয়োজন ৷

2011 সালে প্রথমবার বিশ্ব টেনিসে এক নম্বর স্থান অধিকার করেছিলেন নোভাক জকোভিচ ৷ তারপর মাঝে এক নম্বরের মুকুট তাঁর কাছ থেকে চলে যায় ৷ তবে, হার মেনে নেননি নোভাক ৷ কঠোর পরিশ্রমে আবারও নিজের একনম্বর স্থান দখল করেন তিনি ৷ গত ফেব্রুয়ারি মাসের 21 তারিখ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল জিতেছেন নোভাক জকোভিচ ৷ আর সেই সঙ্গে নিজের এক নম্বর স্থানটিকে আরও পাকা করেছেন টেনিস বিশ্বের নয়া সম্রাট ৷

আরও পড়ুন : নবম অস্ট্রেলিয়ান ওপেন খেতাব জয় জকোভিচের

বর্তমানে সবচেয়ে বেশি সপ্তাহ ধরে এক নম্বরে থাকার তালিকায় নোভাকের পরে রয়েছেন রজার ফেডেরার ৷ তারপরে রয়েছেন পেট সাম্প্রাস 286 সপ্তাহ, ইভান লেন্ডল 270 সপ্তাহ, জিমি কোনার্স 268 সপ্তাহ, রাফায়েল নাদাল 209 সপ্তাহ এবং জন ম্যাকেনরো 170 সপ্তাহ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.