ETV Bharat / sports

BSTTA নাম নিয়ে নতুনভাবে চলার দিনেও সমস্যার কাঁটা

author img

By

Published : Jun 7, 2019, 10:19 PM IST

Updated : Jun 7, 2019, 10:54 PM IST

আপাতভাবে মিটল রাজ্য টেবিল টেনিস সংস্থার বহুচর্চিত সমস্যা । এবার থেকে তিনটে ভাগে বিভক্ত হওয়া রাজ্য টেবিল টেনিস সংস্থা নয় । নতুনভাবে একসঙ্গে পথ চলার অঙ্গীকার ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও নর্থবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ।

চলছে বৈঠক

কলকাতা, 7 জুন : বিতর্কের সম্ভাবনা জিইয়ে রেখে নতুনভাবে একসঙ্গে পথ চলার অঙ্গীকার ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও নর্থবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের । BSTTA নাম নিয়ে বঙ্গ টেবিল টেনিস আগামীদিনে একযোগে কাজ করবে । ফলে আপাতভাবে মিটল রাজ্য টেবিল টেনিস সংস্থার বহুচর্চিত সমস্যা । এবার থেকে তিনটে ভাগে বিভক্ত হওয়া রাজ্য টেবিল টেনিস সংস্থা নয় । বরং পুনরায় এক ছাতার তলায় থেকেই প্রতিনিধিত্ব করবে এরাজ্যের টেবিল টেনিস সংস্থা । নতুনভাবে পথ চলার অঙ্গীকারের দিনে উপস্থিত ছিলেন TTFI-র কোষাধ্যক্ষ অরুণ ব্যানার্জি । আজ আনুষ্ঠানিকভাবে নব নামাঙ্কিত রাজ্য TT সংস্থার কথা ঘোষণার দিনে ছিলেন ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত, BOA সচিব স্বপন ব্যানার্জি ও NBTTA-র দুই শীর্ষকর্তা মান্তু ঘোষ ও সুব্রত রায় ।

TTFI-র কোষাধ্যক্ষ অরুণ ব্যানার্জির বক্তব্য

বৃহস্পতিবার রাজ্য টেবিল টেনিস সংস্থার এক যুগের বেশি সময় ধরে চলা বিতর্কের অবসান ঘটাতে আলোচনায় বসেছিলেন কর্তারা । উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মি সেনগুপ্ত সহ কর্তা ব্যক্তিরা। ছিলেন উত্তরবঙ্গ টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব ও প্রাক্তন খেলোয়াড় মান্তু ঘোষ ও সুব্রত রায়। দুই সংস্থার সংযুক্তিকরণের আলোচনায় উপস্থিত ছিলেন অরুণ ব্যানার্জি। ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ আলোচনার পরে নতুন নামে সংযুক্তির পথ বেরোয় । তবে জাতীয় আসরে বাংলা এ ও বাংলা বি নামে দুটো দল প্রতিনিধিত্ব করবে বলে জানানো হয়েছে । বেশি সংখ্যায় খেলোয়াড়দের সুযোগ দিতেই এই পথ বেছে নেওয়া হয়েছে । একইভাবে ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও নর্থবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন আলাদা আলাদাভাবে রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে । সংযুক্তিকরণের পর একসঙ্গে চলার কথা বলার দিনেও কেন আলাদাভাবে দুটো রাজ্য চ্যাম্পিয়নশিপ তার ব্যাখ্যা উপস্থিত কর্তারা পরিস্কারভাবে দিতে পারেনি ।

বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের অবস্থান নিয়ে প্রশ্ন উঠলে বলা হয় ওই সংস্থার অধীনে থাকা 400 খেলোয়াড় ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনে এবছর নথিভুক্ত হয়েছে। ফলে তাদের অস্তিত্ব শুধুই নামে । অন্যভাবে নেই । নতুন নামকরণে যাত্রা শুরু করতে চলা সংস্থার প্রেসিডেন্ট হয়েছেন মায়ান জালান । সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বপন ব্যানার্জি, সচিব শর্মি সেনগুপ্ত ও যুগ্ম সচিব মান্তু ঘোষ নতুনভাবে কাজ শুরু করবেন । কিন্তু কোষাধ্যক্ষ পদাধীকারীর দায়িত্ব যুগ্মভাবে পালিত হবে । কমিটির চারবছরের মেয়াদকালে যুগ্ম কোষাধ্যক্ষরা দুই বছর করে দায়িত্ব ভাগ করে পালন করবেন । কেন এই মেয়াদ ভাগাভাগি তারও ব্যাখ্যা পাওয়া যায়নি ।

TTFI-র কোষাধ্যক্ষ অরুণ ব্যানার্জি বলেছেন সংযুক্তিকরণের এই উদ্যোগের মধ্যে দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা চালানো শুরু হয়েছে । আগামীদিনে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। মান্তু ঘোষ একযোগে পথ চলার কথা বললেও বঞ্চনা নিয়ে সরব ছিলেন । তাই সংযুক্তির কথা বলা হলেও সমস্যার কাঁটা দূর হল বলা যাবে না ।

কলকাতা, 7 জুন : বিতর্কের সম্ভাবনা জিইয়ে রেখে নতুনভাবে একসঙ্গে পথ চলার অঙ্গীকার ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও নর্থবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের । BSTTA নাম নিয়ে বঙ্গ টেবিল টেনিস আগামীদিনে একযোগে কাজ করবে । ফলে আপাতভাবে মিটল রাজ্য টেবিল টেনিস সংস্থার বহুচর্চিত সমস্যা । এবার থেকে তিনটে ভাগে বিভক্ত হওয়া রাজ্য টেবিল টেনিস সংস্থা নয় । বরং পুনরায় এক ছাতার তলায় থেকেই প্রতিনিধিত্ব করবে এরাজ্যের টেবিল টেনিস সংস্থা । নতুনভাবে পথ চলার অঙ্গীকারের দিনে উপস্থিত ছিলেন TTFI-র কোষাধ্যক্ষ অরুণ ব্যানার্জি । আজ আনুষ্ঠানিকভাবে নব নামাঙ্কিত রাজ্য TT সংস্থার কথা ঘোষণার দিনে ছিলেন ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত, BOA সচিব স্বপন ব্যানার্জি ও NBTTA-র দুই শীর্ষকর্তা মান্তু ঘোষ ও সুব্রত রায় ।

TTFI-র কোষাধ্যক্ষ অরুণ ব্যানার্জির বক্তব্য

বৃহস্পতিবার রাজ্য টেবিল টেনিস সংস্থার এক যুগের বেশি সময় ধরে চলা বিতর্কের অবসান ঘটাতে আলোচনায় বসেছিলেন কর্তারা । উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মি সেনগুপ্ত সহ কর্তা ব্যক্তিরা। ছিলেন উত্তরবঙ্গ টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব ও প্রাক্তন খেলোয়াড় মান্তু ঘোষ ও সুব্রত রায়। দুই সংস্থার সংযুক্তিকরণের আলোচনায় উপস্থিত ছিলেন অরুণ ব্যানার্জি। ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব স্বপন বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ আলোচনার পরে নতুন নামে সংযুক্তির পথ বেরোয় । তবে জাতীয় আসরে বাংলা এ ও বাংলা বি নামে দুটো দল প্রতিনিধিত্ব করবে বলে জানানো হয়েছে । বেশি সংখ্যায় খেলোয়াড়দের সুযোগ দিতেই এই পথ বেছে নেওয়া হয়েছে । একইভাবে ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও নর্থবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন আলাদা আলাদাভাবে রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে । সংযুক্তিকরণের পর একসঙ্গে চলার কথা বলার দিনেও কেন আলাদাভাবে দুটো রাজ্য চ্যাম্পিয়নশিপ তার ব্যাখ্যা উপস্থিত কর্তারা পরিস্কারভাবে দিতে পারেনি ।

বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের অবস্থান নিয়ে প্রশ্ন উঠলে বলা হয় ওই সংস্থার অধীনে থাকা 400 খেলোয়াড় ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনে এবছর নথিভুক্ত হয়েছে। ফলে তাদের অস্তিত্ব শুধুই নামে । অন্যভাবে নেই । নতুন নামকরণে যাত্রা শুরু করতে চলা সংস্থার প্রেসিডেন্ট হয়েছেন মায়ান জালান । সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বপন ব্যানার্জি, সচিব শর্মি সেনগুপ্ত ও যুগ্ম সচিব মান্তু ঘোষ নতুনভাবে কাজ শুরু করবেন । কিন্তু কোষাধ্যক্ষ পদাধীকারীর দায়িত্ব যুগ্মভাবে পালিত হবে । কমিটির চারবছরের মেয়াদকালে যুগ্ম কোষাধ্যক্ষরা দুই বছর করে দায়িত্ব ভাগ করে পালন করবেন । কেন এই মেয়াদ ভাগাভাগি তারও ব্যাখ্যা পাওয়া যায়নি ।

TTFI-র কোষাধ্যক্ষ অরুণ ব্যানার্জি বলেছেন সংযুক্তিকরণের এই উদ্যোগের মধ্যে দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা চালানো শুরু হয়েছে । আগামীদিনে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। মান্তু ঘোষ একযোগে পথ চলার কথা বললেও বঞ্চনা নিয়ে সরব ছিলেন । তাই সংযুক্তির কথা বলা হলেও সমস্যার কাঁটা দূর হল বলা যাবে না ।

Intro:বিএসটিটিএ, নতুনভাবে চলার দিনেও সমস্যার কাঁটা রইল

কলকাতা,৭জুনঃ বিতর্কের সম্ভাবনা জিইয়ে রেখেই নতুনভাবে একসঙ্গে পথ চলার অঙ্গীকার ওয়েষ্টবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও নর্থবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের। বিএসটিটিএ নাম নিয়ে বঙ্গ টেবিল টেনিস আগামী দিনে একযোগে কাজ করবে। ফলে আপাতভাবে মিটল রাজ্য টেবিল টেনিস সংস্থার বহুচর্চিত সমস্যা। এবার থেকে তিনটে ভাগে বিভক্ত হওয়া রাজ্য টেবিল টেনিস সংস্থা নয়। বরং পুনরায় এক ছাতার তলায় থেকেই প্রতিনিধিত্ব করবে এরাজ্যের টেবিল টেনিস সংস্থা। নতুনভাবে পথ চলার অঙ্গীকারের দিনে উপস্থিত ছিলেন টিটিএফআই এর কোষাধ্যক্ষ অরুন ব্যানার্জী। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে নব নামাঙ্কিত রাজ্য টিটি সংস্থার কথা ঘোষণার দিনে ছিলেন ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস সংস্থার সচিব শর্মি সেনগুপ্ত, বিওএ সচিব স্বপন ব্যানার্জী ও এনবিটিটিএ—র দুই শীর্ষকর্তা মান্তু ঘোষ ও সুব্রত রায়।
বৃহস্পতিবার রাজ্য টেবিল টেনিস সংস্থার এক যুগের বেশি সময় ধরে চলা বিতর্কের অবসান ঘটাতে আলোচনায় বসেছিলেন কর্তারা। উপস্থিত ছিলেন ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব শর্মি সেনগুপ্ত সহ কর্তা ব্যক্তিরা। ছিলেন উত্তরবঙ্গটেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সচিব ও প্রাক্তন খেলোয়াড় মান্তু ঘোষ ও সুব্রত রায়। দুই সংস্থার সংযুক্তিকরনের আলোচনায় উপস্থিত ছিলেন অরুন ব্যানার্জী। ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব স্বপন বন্দ্যোপাধ্যায় । দীর্ঘ আলোচনার পরে নতুন নামে সংযুক্তির পথ বেরোয়। তবে জাতীয় আসরে বাংলা এ ও বাংলা বি নামে দুটো দল প্রতিনিধিত্ব করবে বলে জানানো হয়েছে। বেশি সংখ্যায় খেলোয়াড়দের সুযোগ দিতেই এই পথ বেছে নেওয়া হয়েছে। একইভাবে ওয়েস্টবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন ও নর্থবেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন আলাদা আলাদা ভাবে রাজ্য চ্যাম্পিয়নশিপ আয়োজন করবে। সংযুক্তিকরনের পরে একসঙ্গে চলার কথা বলার দিনেও কেন আলাদাভাবে দুটো রাজ্য চ্যাম্পিয়নশিপ তার ব্যাখ্যা উপস্থিত কর্তারা পরিস্কারভাবে দিতে পারেনি।
বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের অবস্থান নিয়ে প্রশ্ন উঠলে বলা হয় ওই সংস্থার অধীনে থাকা চারশো খেলোয়াড় ওয়েস্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনে এবছর নথিভুক্ত হয়েছে। ফলে তাদের অস্তিত্ব শুধুই নামে। অন্যভাবে নেই।
নতুন নামকরনে যাত্রা শুরু করতে চলা সংস্থার প্রেসিডেন্ট হয়েছেন মায়ান জালান। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট স্বপন ব্যানার্জী, সচিব শর্মি সেনগুপ্ত ও যুগ্ম সচিব মান্তু ঘোষ নতুনভাবে কাজ শুরু করবেন।কিন্তু কোষাধ্যক্ষ পদাধীকারীর দায়িত্ব যুগ্মভাবে পালিত হবে। কমিটির চারবছরের মেয়াদকালে যুগ্ম কোষাধ্যক্ষরা দুই বছর করে দায়িত্ব ভাগ করে পালন করবেন। কেন এই মেয়াদ ভাগাভাগি তারও ব্যাখ্যা পাওয়া যায়নি।
টিটিএফআই এর কোষাধ্যক্ষ অরুন ব্যানার্জী বলেছেন সংযুক্তিকরনের এই উদ্যোগের মধ্যে দিয়ে সমস্যা মেটানোর চেষ্টা চালানো শুরু হয়েছে। আগামী দিনে পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন।
মান্তু ঘোষ একযোগে পথ চলার কথা বললেও বঞ্চনা নিয়ে সরব ছিলেন। তাই সংযুক্তির কথা বলা হলেও সমস্যার কাঁটা দুর হল বলা যাবে না।Body:Tt Conclusion:
Last Updated : Jun 7, 2019, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.