প্যারিস, 9 জুন : গতবছরের পুনরাবৃত্তি আজকের ফ্রেঞ্চ ওপেন ফাইনালে । গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের মুখোমুখি ডমিনিক থিয়েম । গতবার ডমিনিককে হারিয়েই নিজের 11তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন রাফা । আজ সেই প্রতিপক্ষকে হারিয়ে 12তম শিরোপার হাতছানি রাফার কাছে ।
এদিকে নোভাক জকোভিচের স্বপ্নে জল ঢেলে ফাইনালে উঠেছেন ডমিনিক থিয়েম । তবে তিনি কি পারবেন ক্লে কোর্টের রাজা রাফাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা হাতে তুলতে ? গতবার পারেননি । জবাবে থিয়েম বলেন, "এটা কোর্টে নেমে অল-আউট ম্যাচ খেলার উপরই ছেড়ে দেওয়া উচিত ।''
এদিকে গতকাল চেক রিপাবলিকের ভনদ্রুসোভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি । একসময় প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা বার্টির এটি প্রথম গ্র্যান্ডস্লাম । নিজের প্রথম গ্র্যান্ড স্লাম জিততে ভনদ্রুসোভাকে 6-1, 6-3 গেমে হারিয়েছেন বার্টি । বার্টির জয়ের ফলে প্রায় 46 বছর পর আবারও প্যারিসের রোলাঁ গারোঁতে উৎসব করার সুযোগ পেলেন অস্ট্রেলিয়ানরা । এর আগে 1973 সালে মার্গারেট কোর্ট অস্ট্রেলিয়ার হয়ে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন।