ETV Bharat / sports

নাদালের কাছে আজ 12তম ফ্রেঞ্চ ওপেনের হাতছানি - french open

গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের মুখোমুখি ডমিনিক থিয়েম । গতবার ডমিনিককে হারিয়েই নিজের 11তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন রাফা । আজ সেই প্রতিপক্ষকে হারিয়ে 12তম শিরোপার হাতছানি রাফার কাছে ।

নাদালের কাছে আজ 12তম ফ্রেঞ্চ ওপেনের হাতছানি
author img

By

Published : Jun 9, 2019, 11:51 AM IST

প্যারিস, 9 জুন : গতবছরের পুনরাবৃত্তি আজকের ফ্রেঞ্চ ওপেন ফাইনালে । গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের মুখোমুখি ডমিনিক থিয়েম । গতবার ডমিনিককে হারিয়েই নিজের 11তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন রাফা । আজ সেই প্রতিপক্ষকে হারিয়ে 12তম শিরোপার হাতছানি রাফার কাছে ।

গতবার ডমিনিককে হারিয়েই নিজের 11তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন রাফা ।
গতবার ডমিনিককে হারিয়েই নিজের 11তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন রাফা

এদিকে নোভাক জকোভিচের স্বপ্নে জল ঢেলে ফাইনালে উঠেছেন ডমিনিক থিয়েম । তবে তিনি কি পারবেন ক্লে কোর্টের রাজা রাফাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা হাতে তুলতে ? গতবার পারেননি । জবাবে থিয়েম বলেন, "এটা কোর্টে নেমে অল-আউট ম্যাচ খেলার উপরই ছেড়ে দেওয়া উচিত ।''

এদিকে গতকাল চেক রিপাবলিকের ভনদ্রুসোভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি । একসময় প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা বার্টির এটি প্রথম গ্র্যান্ডস্লাম । নিজের প্রথম গ্র্যান্ড স্লাম জিততে ভনদ্রুসোভাকে 6-1, 6-3 গেমে হারিয়েছেন বার্টি । বার্টির জয়ের ফলে প্রায় 46 বছর পর আবারও প্যারিসের রোলাঁ গারোঁতে উৎসব করার সুযোগ পেলেন অস্ট্রেলিয়ানরা । এর আগে 1973 সালে মার্গারেট কোর্ট অস্ট্রেলিয়ার হয়ে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন।

প্যারিস, 9 জুন : গতবছরের পুনরাবৃত্তি আজকের ফ্রেঞ্চ ওপেন ফাইনালে । গতবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালের মুখোমুখি ডমিনিক থিয়েম । গতবার ডমিনিককে হারিয়েই নিজের 11তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন রাফা । আজ সেই প্রতিপক্ষকে হারিয়ে 12তম শিরোপার হাতছানি রাফার কাছে ।

গতবার ডমিনিককে হারিয়েই নিজের 11তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন রাফা ।
গতবার ডমিনিককে হারিয়েই নিজের 11তম ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন রাফা

এদিকে নোভাক জকোভিচের স্বপ্নে জল ঢেলে ফাইনালে উঠেছেন ডমিনিক থিয়েম । তবে তিনি কি পারবেন ক্লে কোর্টের রাজা রাফাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা হাতে তুলতে ? গতবার পারেননি । জবাবে থিয়েম বলেন, "এটা কোর্টে নেমে অল-আউট ম্যাচ খেলার উপরই ছেড়ে দেওয়া উচিত ।''

এদিকে গতকাল চেক রিপাবলিকের ভনদ্রুসোভাকে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়ন হলেন অস্ট্রেলিয়ার অ্যাশলি বার্টি । একসময় প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলা বার্টির এটি প্রথম গ্র্যান্ডস্লাম । নিজের প্রথম গ্র্যান্ড স্লাম জিততে ভনদ্রুসোভাকে 6-1, 6-3 গেমে হারিয়েছেন বার্টি । বার্টির জয়ের ফলে প্রায় 46 বছর পর আবারও প্যারিসের রোলাঁ গারোঁতে উৎসব করার সুযোগ পেলেন অস্ট্রেলিয়ানরা । এর আগে 1973 সালে মার্গারেট কোর্ট অস্ট্রেলিয়ার হয়ে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন।

Rampur (Uttar Pradesh), June 09 (ANI): In yet another case of medical apathy, patients were seen being treated on the floor in Uttar Pradesh's Rampur. Due to lack of proper bed facilities in Rampur District Hospital people can be seen lying on the floor with drips on their hands, while the drip bottles were seen hung up on the windows. A doctor on duty said that there has been a sudden increase in the number of patients which led to the non-availability of beds in the hospital. A patient named Mohammad Samir Ahmed said, "3-4 people are sleeping on a single bed due to lack of sufficient beds in the hospital." While other patients present in the hospital also complained about the same issue. While speaking to ANI, Chief Medical Officer (CMO) of Rampur BS Nagar said, "Some patients insist on being admitted, so the number of patients at the hospital has increased. We will investigate the matter."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.