ETV Bharat / sports

Wimbledon Open 2021 : ইতিহাস গড়ে প্রথমবার উইম্বলডনের ফাইনালে ইতালিও মাত্তিও বেরেত্তিনি

author img

By

Published : Jul 9, 2021, 10:43 PM IST

রজার ফেডেরারকে হারিয়ে আগেই টুর্নামেন্ট চমক দিয়েছিলেন হুবার্ট ৷ আজ সেমিফাইনালে সেই হুবার্টকেই কার্যত দাঁড়াতে দিলেন না বেরেত্তিনি ৷ খেলার ফলাফল 6-3, 6-0, 6-7, ও 6-4 ৷ রবিবারের মেগা ফাইনালে খেতাবের জন্য লড়াই করবেন তিনি ৷

Matteo Berrettini
Matteo Berrettini

লন্ডন, 9 জুলাই : কেরিয়ারের প্রথম উইম্বলডন ফাইনালে উঠলেন বিশ্বের বর্তমান 9 নম্বর টেনিস তারকা মাত্তিও বেরেত্তিনি ৷ শুক্রবার হুবার্ট হুরকাজকে সেমিফাইনালে হারান এই ইতালিও টেনিস তারকা ৷ একই সঙ্গে ইতিহাসও তৈরি করলেন বেরেত্তিনি ৷ প্রথম ইতালিও টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডন ফাইনালে উঠলেন তিনি ৷ টুর্নামেন্টের 14 তম বাছাই হুবার্টকে 4 সেটের লড়াইয়ে হারালেন বেরাত্তিনি ৷

রজার ফেডেরারকে হারিয়ে আগেই টুর্নামেন্ট চমক দিয়েছিলেন হুবার্ট ৷ আজ সেমিফাইনালে সেই হুবার্টকেই কার্যত দাঁড়াতে দিলেন না বেরেত্তিনি ৷ খেলার ফলাফল 6-3, 6-0, 6-7, ও 6-4 ৷ রবিবারের মেগা ফাইনালে খেতাবের জন্য লড়াই করবেন তিনি ৷

ম্যাচ শেষে বাকরুদ্ধ দেখায় বেরেত্তিনিকে ৷ বলেন, ‘‘আমি ভাষা হারিয়ে ফেলেছি ৷ আমরা কয়েক ঘণ্টা প্রয়োজন কী হয়েছে সেটা বোঝার জন্য ৷ আমি শুধু জানি, একটি দারুন ম্যাচ আমি খেলেছি ৷ আমি খুব খুশি ৷ আমি কখনও এমন স্বপ্ন দেখিনি ৷ কারণ আমি জানি এটি স্বপ্নের থেকেও বড় ৷’’

আরও পড়ুন : আবারও মেসির চোখের জল, নাকি আর্জেন্টিনার জয়োৎসব ! উত্তর রবিবার

11 জুলাই ফাইনাল ম্যাচে যখন নামবেন বেরেত্তিনি, তখন অনন্য রেকর্ড গড়বেন এই ইতালিয়ান টেনিস তারকা ৷ 1976 সালের পর প্রথম কোনও মেজর টেনিস টুর্নামেন্টে ফাইনাল খেলবে কোনও এক ইতালিও টেনিস তারকা ৷ 1976 সালে ইতালিয়ান আদ্রিয়ানো পানাত্তা ফ্রেঞ্চ ওপেন জয় করেন ৷

লন্ডন, 9 জুলাই : কেরিয়ারের প্রথম উইম্বলডন ফাইনালে উঠলেন বিশ্বের বর্তমান 9 নম্বর টেনিস তারকা মাত্তিও বেরেত্তিনি ৷ শুক্রবার হুবার্ট হুরকাজকে সেমিফাইনালে হারান এই ইতালিও টেনিস তারকা ৷ একই সঙ্গে ইতিহাসও তৈরি করলেন বেরেত্তিনি ৷ প্রথম ইতালিও টেনিস খেলোয়াড় হিসেবে উইম্বলডন ফাইনালে উঠলেন তিনি ৷ টুর্নামেন্টের 14 তম বাছাই হুবার্টকে 4 সেটের লড়াইয়ে হারালেন বেরাত্তিনি ৷

রজার ফেডেরারকে হারিয়ে আগেই টুর্নামেন্ট চমক দিয়েছিলেন হুবার্ট ৷ আজ সেমিফাইনালে সেই হুবার্টকেই কার্যত দাঁড়াতে দিলেন না বেরেত্তিনি ৷ খেলার ফলাফল 6-3, 6-0, 6-7, ও 6-4 ৷ রবিবারের মেগা ফাইনালে খেতাবের জন্য লড়াই করবেন তিনি ৷

ম্যাচ শেষে বাকরুদ্ধ দেখায় বেরেত্তিনিকে ৷ বলেন, ‘‘আমি ভাষা হারিয়ে ফেলেছি ৷ আমরা কয়েক ঘণ্টা প্রয়োজন কী হয়েছে সেটা বোঝার জন্য ৷ আমি শুধু জানি, একটি দারুন ম্যাচ আমি খেলেছি ৷ আমি খুব খুশি ৷ আমি কখনও এমন স্বপ্ন দেখিনি ৷ কারণ আমি জানি এটি স্বপ্নের থেকেও বড় ৷’’

আরও পড়ুন : আবারও মেসির চোখের জল, নাকি আর্জেন্টিনার জয়োৎসব ! উত্তর রবিবার

11 জুলাই ফাইনাল ম্যাচে যখন নামবেন বেরেত্তিনি, তখন অনন্য রেকর্ড গড়বেন এই ইতালিয়ান টেনিস তারকা ৷ 1976 সালের পর প্রথম কোনও মেজর টেনিস টুর্নামেন্টে ফাইনাল খেলবে কোনও এক ইতালিও টেনিস তারকা ৷ 1976 সালে ইতালিয়ান আদ্রিয়ানো পানাত্তা ফ্রেঞ্চ ওপেন জয় করেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.