ETV Bharat / sports

নতুন বছরে টেনিসকে বিদায় : লিয়েন্ডার - sports

বড়দিনের সন্ধ্যায় শুভেচ্ছা বার্তা দিতে গিয়ে অবসরের কথা ঘোষণা করলেন লিয়েন্ডার পেজ় ।

leander
লিয়েন্ডার
author img

By

Published : Dec 25, 2019, 10:03 PM IST

কলকাতা, 25 ডিসেম্বর : নতুন বছরে টেনিস ব়্যাকেট তুলে রাখবেন লিয়েন্ডার পেজ় । বড়দিনের সন্ধ্যায় তিনি তাঁর ফ্যানদের শুভেচ্ছা বার্তায় নিজের অবসরের কথা জানিয়ে দিলেন । 46 বছর বয়সী ভারতীয় টেনিসের কিংবদন্তী এই ব্যক্তিত্ব আজ ক্রিসমাসের শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে লিখলেন, "2020 সাল আমার টেনিস জীবনের ফেয়ারওয়েল বছর । পেশাদার টেনিসকে বিদায় জানাব ।"

জন্মসূত্রে কবি মাইকেল মধুসূদন দত্তর বংশধর । মা বাস্কেট বল খেলোয়ার ও বাবা হকি । লিয়েন্ডার পেজ়ের জন্ম কলকাতায় । লা মার্টিনিয়ার ও সেন্ট জ়েভিয়ার্সে পড়াশোনা করার পর শুরু হয় টেনিসের কেরিয়ার । 1996 সালে আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় । জিতেছেন গ্ল্যান্ড সাম ও ডেভিস কাপও । তাঁর দীর্ঘ এই কেরিয়ারে সাফল্যের জন্য ধন্যবাদ দিলেন বাবা ও মা'কে । একই সঙ্গে বোন ও কন্যাকেও ধন্যবাদ জানালেন ।

বিদায়ী বছরে লিয়েন্ডার পেজ় বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন বলে জানিয়েছেন । এই কারণে তিনি নতুন বছরের টেনিস ক্যালেন্ডারের দিকে তাকিয়ে রয়েছেন । পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপে দেশকে সদ্য জয় পেতে সাহায্য করেছেন । সেখানে তিনি ডেভিস কাপে 44 তম ডাবলস ম্যাচ জিতে নজিরও গড়েছেন । তাহলে অবসর কেন ? লিয়েন্ডার জানিয়েছেন, নতুনদের তুলে আনার চেষ্টা । নতুনদের জায়গা আটকে রাখবেন না বলেই অবসরের সিদ্ধান্ত ।

কলকাতা, 25 ডিসেম্বর : নতুন বছরে টেনিস ব়্যাকেট তুলে রাখবেন লিয়েন্ডার পেজ় । বড়দিনের সন্ধ্যায় তিনি তাঁর ফ্যানদের শুভেচ্ছা বার্তায় নিজের অবসরের কথা জানিয়ে দিলেন । 46 বছর বয়সী ভারতীয় টেনিসের কিংবদন্তী এই ব্যক্তিত্ব আজ ক্রিসমাসের শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে লিখলেন, "2020 সাল আমার টেনিস জীবনের ফেয়ারওয়েল বছর । পেশাদার টেনিসকে বিদায় জানাব ।"

জন্মসূত্রে কবি মাইকেল মধুসূদন দত্তর বংশধর । মা বাস্কেট বল খেলোয়ার ও বাবা হকি । লিয়েন্ডার পেজ়ের জন্ম কলকাতায় । লা মার্টিনিয়ার ও সেন্ট জ়েভিয়ার্সে পড়াশোনা করার পর শুরু হয় টেনিসের কেরিয়ার । 1996 সালে আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় । জিতেছেন গ্ল্যান্ড সাম ও ডেভিস কাপও । তাঁর দীর্ঘ এই কেরিয়ারে সাফল্যের জন্য ধন্যবাদ দিলেন বাবা ও মা'কে । একই সঙ্গে বোন ও কন্যাকেও ধন্যবাদ জানালেন ।

বিদায়ী বছরে লিয়েন্ডার পেজ় বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন বলে জানিয়েছেন । এই কারণে তিনি নতুন বছরের টেনিস ক্যালেন্ডারের দিকে তাকিয়ে রয়েছেন । পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপে দেশকে সদ্য জয় পেতে সাহায্য করেছেন । সেখানে তিনি ডেভিস কাপে 44 তম ডাবলস ম্যাচ জিতে নজিরও গড়েছেন । তাহলে অবসর কেন ? লিয়েন্ডার জানিয়েছেন, নতুনদের তুলে আনার চেষ্টা । নতুনদের জায়গা আটকে রাখবেন না বলেই অবসরের সিদ্ধান্ত ।

Intro:নতুন বছর টেনিস রাকেট তুলে রাখবেন লিয়েন্ডার পেজ। বড়দিনের সন্ধ্যায় তিনি তার ফ্যানদের শুভেচ্ছা বার্তায় নিজের অবসরের কথা জানিয়েছেন তিনি।ছেচল্লিশ বছর বয়সী ভারতীয় টেনিসের কিংবদন্তী ব্যক্তিত্ব। "2020সাল আমার টেনিস জীবনের ফেয়ারওয়েল বছর।পেশাদার টেনিসকে বিদায় জানাবো,"শুভেচ্ছা বার্তায় এভাবেই নিজের অবসরের কথা লিখেছেন।1996সালে আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী ভারতীয় টেনিস তারকা নিজের সুদীর্ঘ কেরিয়ারের সাফল্যের জন্যে বাবা ও মা কে কৃতিত্ব দিয়েছেন।তাদের সমর্থন ভালোবাসা ও দিগ নির্দেশ তাকে দীর্ঘ সাফল্য মন্ডিত কেরিয়ার গড়তে সাহায্য করেছিল বলে তিনি বিশ্বাস করেন। একই সঙ্গে তিনি বোন ও কন্যাকেও ধন্যবাদ দিয়েছেন।বিদায়ী বছরে কিংবদন্তি ভারতীয় টেনিস তারকা বেছে বেছে টুর্নামেন্ট খেলবেন বলে জানিয়েছেন।এই কারনে তিনি নতুন বছরের টেনিস ক্যালেন্ডারের দিকে তাকিয়ে রয়েছেন।পাকিস্তানের বিরুদ্ধে ডেভিস কাপে দেশকে সদ্য জয় পেতে সাহায্য করেছেন।সেখানে তিনি ডেভিস কাপে 44তম ডাবলস ম্যাচ জিতে নজির গড়েছেন।লিয়েন্ডার জানিয়েছেন নতুনদের তুলে আনার চেষ্টা করবেন।নতুন দের জায়গা আটকে রাখবেন না বলেই অবসরের সিদ্ধান্ত নিলেন বলে জানিয়েছেন।


Body:লিয়েন্ডার


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.