ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসে দ্বিতীয় রাউন্ডে লিয়েন্ডার

অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসে দ্বিতীয় রাউন্ডে পৌঁছালেন লিয়েন্ডার পেজ় ৷ অস্ট্রেলিয়ান জুটি স্ট্রম স্যান্ডার্স ও মার্স পোলম্যানসকে হারান পেজ় ও জিলিনা ওস্টাপেনকো জুটি ৷

image
লিয়েন্ডার পেজ়
author img

By

Published : Jan 26, 2020, 11:01 PM IST

মেলবোর্ন, 26 জানুয়ারি : বয়স 47 ছুঁইছুঁই ৷ চলতি মরশুমের শেষে অবসর ঘোষণা করেছেন ৷ তবুও মনের অদম্য জোর ৷ আর তার উপর ভর করেই এগিয়ে চলেছেন তিনি ৷ কেরিয়ারের শেষ অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসে প্রথম রাউন্ডে জয় তুলে নিলেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ় ৷


অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডবলসে আজ কোর্টে নেমেছিলেন লিয়েন্ডর ৷ সঙ্গী লাটভিয়ান তারকা জিলিনা ওস্টাপেনকো ৷ প্রথম রাউন্ডে প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ান স্ট্রম স্যান্ডার্স ও মার্স পোলম্যানস ৷ দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর পথে অস্ট্রেলিয়ান জুটিকে হারালেন 7-6, 3-6, 6-10 সেটে ৷

প্রথম সেটে টাই ব্রেকারে জেতেন অজ়ি জুটি ৷ কিন্তু পরের সেটে দুরন্ত কামব্যাক করেন ইন্দো-লাটভিয়ান জুটি ৷ অধিপত্য বজায় রেখে 6-3-য়ে হারান অজ়ি জুটিকে ৷ শেষ সেটে প্রতিরোধ গড়ে তেলেন স্যান্ডার্স ও পোলম্যানস জুটি ৷ তবে তা অদম্য পেজ়কে হারানোর জন্য যথেষ্ট ছিল না ৷

47 বছর বয়সেও অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে 1 ঘণ্টা 27 মিনিট ধরে লড়াই করে জয় ছিনিয়ে আনলেন লিয়েন্ডার ৷ বোঝালেন বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা ৷ অদম্য ইচ্ছাশক্তিতে জয় করা যায় সবকিছুই ৷

অন্যদিকে মিক্সড ডবলসে আর এক ভারতীয় তারকা রোহন বোপান্না উইক্রেনের নাদিয়া কিচেনককে সঙ্গী করে তৃতীয় রাউন্ডে পৌঁছালেন ৷ দ্বিতীয় রাউন্ডে হারালেন মার্কিন-ব্রাজিল জুটি নিকোলে মেলিচার ও ব্রুনো সোয়ারেজ়কে ৷ খেলার ফলাফল 6-4 ৷

মেলবোর্ন, 26 জানুয়ারি : বয়স 47 ছুঁইছুঁই ৷ চলতি মরশুমের শেষে অবসর ঘোষণা করেছেন ৷ তবুও মনের অদম্য জোর ৷ আর তার উপর ভর করেই এগিয়ে চলেছেন তিনি ৷ কেরিয়ারের শেষ অস্ট্রেলিয়ান ওপেনের মিক্সড ডবলসে প্রথম রাউন্ডে জয় তুলে নিলেন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজ় ৷


অস্ট্রেলিয়ান ওপেনে মিক্সড ডবলসে আজ কোর্টে নেমেছিলেন লিয়েন্ডর ৷ সঙ্গী লাটভিয়ান তারকা জিলিনা ওস্টাপেনকো ৷ প্রথম রাউন্ডে প্রতিপক্ষ ছিলেন অস্ট্রেলিয়ান স্ট্রম স্যান্ডার্স ও মার্স পোলম্যানস ৷ দ্বিতীয় রাউন্ডে পৌঁছানোর পথে অস্ট্রেলিয়ান জুটিকে হারালেন 7-6, 3-6, 6-10 সেটে ৷

প্রথম সেটে টাই ব্রেকারে জেতেন অজ়ি জুটি ৷ কিন্তু পরের সেটে দুরন্ত কামব্যাক করেন ইন্দো-লাটভিয়ান জুটি ৷ অধিপত্য বজায় রেখে 6-3-য়ে হারান অজ়ি জুটিকে ৷ শেষ সেটে প্রতিরোধ গড়ে তেলেন স্যান্ডার্স ও পোলম্যানস জুটি ৷ তবে তা অদম্য পেজ়কে হারানোর জন্য যথেষ্ট ছিল না ৷

47 বছর বয়সেও অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে 1 ঘণ্টা 27 মিনিট ধরে লড়াই করে জয় ছিনিয়ে আনলেন লিয়েন্ডার ৷ বোঝালেন বয়সটা শুধুমাত্র একটা সংখ্যা ৷ অদম্য ইচ্ছাশক্তিতে জয় করা যায় সবকিছুই ৷

অন্যদিকে মিক্সড ডবলসে আর এক ভারতীয় তারকা রোহন বোপান্না উইক্রেনের নাদিয়া কিচেনককে সঙ্গী করে তৃতীয় রাউন্ডে পৌঁছালেন ৷ দ্বিতীয় রাউন্ডে হারালেন মার্কিন-ব্রাজিল জুটি নিকোলে মেলিচার ও ব্রুনো সোয়ারেজ়কে ৷ খেলার ফলাফল 6-4 ৷

New Delhi, Jan 26 (ANI): Airports Authority of India celebrated the 71st Republic Day at its newly inaugurated Air Traffic Control building in New Delhi. Arvind Singh, the Chairman of Airports Authority of India unfurled the tricolor.
The celebrations were filled with dance performances presented by students who very well showcased cultural diversity and patriotism to mark the occasion. The Chairman congratulated the students by presenting them awards for their enthralling performances. Keeping in view AAI's theme for this year's Republic Day celebrations, 'Save the Planet', the chairman planted a royal palm tree at the building. The Airports Authority of India has been endeavoring towards expanding the air network and putting efforts to develop green field airports and bring consciousness towards environment in the country. The AAI is poised to put more investment in the next five years for building airport infrastructure, creating new facilities for passengers, new runways and up-gradation of Air Traffic Navigation control systems in the country.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.