বেঙ্গালুরু, 16 ফেব্রুয়ারি : খুব তাড়াতাড়ি 30 বছরের টেনিস কেরিয়ারকে বিদায় জানাবেন ৷ তার আগে দেশের মাটিতে শেষবারের মতো পেশাদার টেনিস খেলে ফেলেছেন লিয়েন্ডার পেজ় ৷ রবিবার বেঙ্গালুরু ওপেনের শেষদিন দেশের এই টেনিস কিংবদন্তিকে সংবর্ধনা জানানো হল ৷ রবিবার বেঙ্গালুরুর KSLTA স্টেডিয়ামে প্রাক্তন অলিম্পিয়ান এবং ক্রীড়া ব্যক্তিত্বদের হাতে সংবর্ধিত হলেন পেজ় ৷
যদিও শনিবার অস্ট্রেলিয়ান জুটি ইবডেনের সঙ্গে ছেলেদের ডাবলস ম্যাচে হেরে গেছেন পেজ় ৷ তাঁদের প্রতিপক্ষ ছিল পূরব রাজা এবং রামকুমার রামানাথন ৷ রবিবার সিঙ্গলস ফাইনালের আগে 46 বছরের এই টেনিস ব্যক্তিত্বকে আড়ম্বরের সঙ্গে সংবর্ধনা দেওয়া হয় ৷ সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রীড়া জগতের নক্ষত্ররা ৷ ডেভিস কাপার প্রহ্লাদ শ্রীনাথ, ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট অশ্বিনী নাচাপ্পা, প্রাক্তন হকি খেলোয়াড় জুড ফেলিক্স সহ উপস্থিত ক্রীড়াজগতের তারকারা পেজ়ের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা দর্শকদের ভাগ করে নেন ৷
-
9 Sports Champions honouring the legacy of one great legend. Here’s to many more achievements and louder roars off the court that will impact the lives of aspiring champions from across the country. #BlrTennisOpen #ATP #GameOn #Day7 #TennisComesHome pic.twitter.com/NLLKyThz2f
— Bengaluru Tennis Open (@BlrTennisOpen) February 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">9 Sports Champions honouring the legacy of one great legend. Here’s to many more achievements and louder roars off the court that will impact the lives of aspiring champions from across the country. #BlrTennisOpen #ATP #GameOn #Day7 #TennisComesHome pic.twitter.com/NLLKyThz2f
— Bengaluru Tennis Open (@BlrTennisOpen) February 16, 20209 Sports Champions honouring the legacy of one great legend. Here’s to many more achievements and louder roars off the court that will impact the lives of aspiring champions from across the country. #BlrTennisOpen #ATP #GameOn #Day7 #TennisComesHome pic.twitter.com/NLLKyThz2f
— Bengaluru Tennis Open (@BlrTennisOpen) February 16, 2020
সেই আবেগঘন মুহূর্তে পেজ় বলেন, "খেলার প্রতি প্যাশন, ডেডিকেশন এবং কঠিন পরিশ্রম কীভাবে সাফল্য এনে দিতে পারে তা তোমাদের সকলের কাছ থেকে শিখেছি ৷"