ETV Bharat / sports

কোরোনা ভাইরাসের জেরে স্পেনে আটকে টেকমি সরকার

ফেব্রুয়ারিতে স্প্যানিশ লিগে খেলতে গিয়েছিলেন টেকমি । কোরোনার জেরে আপাতত স্পেনেই আটকে এই ভারতীয় টেবিল টেনিস খেলোয়াড় ।

table tennis
টেকমি সরকার
author img

By

Published : Mar 26, 2020, 7:12 PM IST

কলকাতা,26 মার্চ : স্প্যানিশ লিগে খেলতে গিয়ে ঘরবন্দী ভারতীয় টেবিল টেনিস দলের খেলোয়াড় টেকমি সরকার। ফেব্রুয়ারি মাসে স্পেনে গিয়েছিলেন তিনি ।

শিলিগুড়ির অমিত দামের ছাত্রী টেকমি ভারতীয় টেবিল টেনিস সার্কিটে পরিচিত মুখ। স্পেনে টেবিল টেনিস লিগে অংশ নিতে গিয়েছিলেন । 29ফেব্রুয়ারি থেকে 10মে পর্যন্ত চলত লিগের খেলা। কিন্তু কোরোনার জেরে বিধ্বস্ত স্পেনও । এই পরিস্থিতিতে 16মার্চ থেকে সমস্ত খেলাধূলার সঙ্গে বন্ধ স্প্যানিশ লিগও। ইতিমধ্যে টেকমি সরকারকে ভারতে ফেরার টিকিট দেওয়া হয়েছে। কিন্তু ইউরোপজুড়ে লকডাউন। ফলে টিকিট হাতে পেলেও ভারতে ফিরতে পারছেন না ভারতীয় রেলের এই টেবিল টেনিস খেলোয়াড় । টেকমি জানিয়েছেন, ভালো আছেন তিনি। ওখানকার ক্লাব সদস্যরা তাঁর প্রতি যত্নশীল। খাবারের কোনও সমস্যা নেই। শিলিগুড়ির বাড়িতে বাবা মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কোচ অমিত দাম নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

image
ফেব্রুয়ারি মাসে স্পেনে গিয়েছিলেন টেকমি
প্রসঙ্গত, জার্মানির লিগে অংশ নিতে যাওয়ার কথা ছিল অর্জুন ঘোষের। ভিসা হয়ে গেলেও কোরোনা ভাইরাসের জেরে আপাতত যাত্রা বাতিল তাঁর ।

কলকাতা,26 মার্চ : স্প্যানিশ লিগে খেলতে গিয়ে ঘরবন্দী ভারতীয় টেবিল টেনিস দলের খেলোয়াড় টেকমি সরকার। ফেব্রুয়ারি মাসে স্পেনে গিয়েছিলেন তিনি ।

শিলিগুড়ির অমিত দামের ছাত্রী টেকমি ভারতীয় টেবিল টেনিস সার্কিটে পরিচিত মুখ। স্পেনে টেবিল টেনিস লিগে অংশ নিতে গিয়েছিলেন । 29ফেব্রুয়ারি থেকে 10মে পর্যন্ত চলত লিগের খেলা। কিন্তু কোরোনার জেরে বিধ্বস্ত স্পেনও । এই পরিস্থিতিতে 16মার্চ থেকে সমস্ত খেলাধূলার সঙ্গে বন্ধ স্প্যানিশ লিগও। ইতিমধ্যে টেকমি সরকারকে ভারতে ফেরার টিকিট দেওয়া হয়েছে। কিন্তু ইউরোপজুড়ে লকডাউন। ফলে টিকিট হাতে পেলেও ভারতে ফিরতে পারছেন না ভারতীয় রেলের এই টেবিল টেনিস খেলোয়াড় । টেকমি জানিয়েছেন, ভালো আছেন তিনি। ওখানকার ক্লাব সদস্যরা তাঁর প্রতি যত্নশীল। খাবারের কোনও সমস্যা নেই। শিলিগুড়ির বাড়িতে বাবা মায়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কোচ অমিত দাম নিয়মিত পরামর্শ দিচ্ছেন।

image
ফেব্রুয়ারি মাসে স্পেনে গিয়েছিলেন টেকমি
প্রসঙ্গত, জার্মানির লিগে অংশ নিতে যাওয়ার কথা ছিল অর্জুন ঘোষের। ভিসা হয়ে গেলেও কোরোনা ভাইরাসের জেরে আপাতত যাত্রা বাতিল তাঁর ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.