প্যারিস, 8 জুন : ফ্রেঞ্চ ওপেনের কোয়াটার ফাইনালে পৌঁছালেন ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না ও তাঁর ক্রোয়েশিয়ান পার্টনার ফ্রোঙ্কো স্কুগর ৷ রবিবার প্রি-কোয়াটার ফাইনালে প্রতিপক্ষের থেকে ওয়াকওভার পান এই ইন্দো-ক্রোয়েশিয় জুটি ৷
প্রি-কোয়াটার ফাইনালে বোপান্না ও স্কুগর জুটির প্রতিপক্ষ ছিলেন নেদারল্যান্ডের ম্যাটউই মিডলকুপ ও এল স্যালভাডরের মার্সেলো আরেভালো ৷ কোয়াটার ফাইনালে ইন্দো-ক্রোয়েশিয় জুটি মুখোমুখি হবেন স্প্যানিশ জুটি পাবলো আন্ডুজার ও পেড্রো মার্টিনেজের ৷
আরও পড়ুন : WTC Final 2021 : বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কি রাহানের অ্যাসিড টেস্ট ?
এই সপ্তাহের প্রথম দিকে টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে বোপান্না ও স্কুগর জুটি স্ট্রেট সেটে হারায় আমেরিকার ফ্রান্সিস টিয়াফো ও নিকোলাস মনরোকে ৷ বিশ্ব টেনিস র্যাঙ্কিংয়ে 41 বছরের রোহন বোপান্না আছেন 40তম স্থানে ৷ এই টুর্নামেন্ট থেকে পয়েন্ট অর্জন করতে হবে বোপান্নাকে ৷ কারণ অলিম্পিক্সের আগে এটাই তাঁর কাছে শেষ সুযোগ ৷ অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় পয়েন্ট সংগ্রহ করতে হবে তাঁকে ৷