ETV Bharat / sports

সেপ্টেম্বরে পাকিস্তানে যাবে ভারতীয় টেনিস দল - inida visits pakistan

সেপ্টেম্বরে ইসলামাবাদে পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সে এশিয়া ও ওসেনিয়া গ্রুপ-ওয়ানে টাই খেলতে যাচ্ছে ভারত ।

সেপ্টেম্বরে পাকিস্তানে যাবে ভারতীয় টেনিস দল
author img

By

Published : Jul 28, 2019, 12:00 PM IST

দিল্লি, 28 জুলাই : পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ টাই খেলবে ভারত । 55 বছরে এই প্রথম সেদেশে খেলতে যাবে ভারতীয় টেনিস দল । সেপ্টেম্বরে ইসলামাবাদে পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সে এশিয়া ও ওসেনিয়া গ্রুপ-ওয়ানে এই টাই হবে বলে গতকাল জানায় অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন ।

AITA সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন, "ডেভিস কাপ টাই খেলতে আমরা পাকিস্তানে যাব । এটা কোনও দ্বি-পাক্ষিক সিরিজ় নয়, এটা আসলে টেনিসের বিশ্বকাপ । সুতরাং এর সঙ্গে আমরা সমঝোতা করতে পারব না ।"

সম্প্রতি আন্তর্জাতিক স্পোর্টস কমিউনিটির চাপ সত্ত্বেও পাকিস্তানি শুটারদের ভারতে আসার ভিসা দেয়নি কেন্দ্রীয় সরকার । তবে গত মাসে জানানো হয়, পাকিস্তানি অ্যাথলিটদের ভারতে কোনও ইভেন্টে যোগদানের ক্ষেত্রে বাধা দেওয়া হবে না ।

এদিকে পাকিস্তানের বিরুদ্ধে জিতলে ওয়ার্ল্ড গ্রুপে খেলার ছাড়পত্র পাবে ভারত । ডেভিস কাপ টাইয়ে এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে হারেনি ভারত । ছ'বারের সাক্ষাতে প্রতিবারই জিতেছে ভারতীয় টেনিস দল । ভারত-পাকিস্তান শেষবার ডেভিস কাপ টাই খেলেছিল 2006 সালে । সেবার মুম্বইয়ে পাকিস্তানকে 3-2 ব্যবধানে হারায় ভারত ।

দিল্লি, 28 জুলাই : পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ টাই খেলবে ভারত । 55 বছরে এই প্রথম সেদেশে খেলতে যাবে ভারতীয় টেনিস দল । সেপ্টেম্বরে ইসলামাবাদে পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সে এশিয়া ও ওসেনিয়া গ্রুপ-ওয়ানে এই টাই হবে বলে গতকাল জানায় অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন ।

AITA সচিব হিরন্ময় চট্টোপাধ্যায় বলেন, "ডেভিস কাপ টাই খেলতে আমরা পাকিস্তানে যাব । এটা কোনও দ্বি-পাক্ষিক সিরিজ় নয়, এটা আসলে টেনিসের বিশ্বকাপ । সুতরাং এর সঙ্গে আমরা সমঝোতা করতে পারব না ।"

সম্প্রতি আন্তর্জাতিক স্পোর্টস কমিউনিটির চাপ সত্ত্বেও পাকিস্তানি শুটারদের ভারতে আসার ভিসা দেয়নি কেন্দ্রীয় সরকার । তবে গত মাসে জানানো হয়, পাকিস্তানি অ্যাথলিটদের ভারতে কোনও ইভেন্টে যোগদানের ক্ষেত্রে বাধা দেওয়া হবে না ।

এদিকে পাকিস্তানের বিরুদ্ধে জিতলে ওয়ার্ল্ড গ্রুপে খেলার ছাড়পত্র পাবে ভারত । ডেভিস কাপ টাইয়ে এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে হারেনি ভারত । ছ'বারের সাক্ষাতে প্রতিবারই জিতেছে ভারতীয় টেনিস দল । ভারত-পাকিস্তান শেষবার ডেভিস কাপ টাই খেলেছিল 2006 সালে । সেবার মুম্বইয়ে পাকিস্তানকে 3-2 ব্যবধানে হারায় ভারত ।

New Delhi, July 28 (ANI): Priyanka Chopra and Nick Jonas are the most talked-about couple right now. After Priyanka's grand birthday celebration, the couple is now winning hearts with their dreamy snapshots in Miami. In her drool-worthy pictures, clicked on a boat, the 'Desi Girl' can be seen sporting a baby pink swimsuit paired with see-through hand gloves. Fans gave a thumbs-up to the couple's adorable shots with comments like "Damn! This is just out of the world." Another fan wrote, "wowwwwwww...Just awesome love birds." Priyanka's sister Parineeti Chopra who was in Miami a few days ago, looked fresh in a white off-shoulder top in a picture shared on Instagram while the 'Barfi' actress looked lovely in a colourful striped dress. On the work front, Priyanka is all set to make her Bollywood comeback with Shonali Bose's 'The Sky is Pink'. She has also collaborated with American actor Mindy Kaling for a wedding comedy.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.