ETV Bharat / sports

ঘাসের কোর্টই বুমেরাং, প্রথম দিনেই টাই হারানোর জোরাল আশঙ্কা ভারতের - Mahesh Bhupathi

ডেভিস কাপের গুরুত্বপূর্ণ টাইয়ের প্রথম দুটো সিঙ্গলসে শোচনীয়ভাবে পরাজিত মহেশ ভূপতির ছেলেরা

০-২-এ পিছিয়ে ভারত
author img

By

Published : Feb 2, 2019, 11:19 PM IST

কলকাতা, ২ ফেব্রুয়ারি : ঘাসের কোর্টে খেলার সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরল ভারতীয় শিবিরে। সাউথ ক্লাবে ডেভিস কাপের গুরুত্বপূর্ণ টাইয়ের প্রথম দুটো সিঙ্গলসে শোচনীয়ভাবে পরাজিত মহেশ ভূপতির ছেলেরা। ঘাসের কোর্টে ইট্যালির অস্বস্তি কাজে লাগিয়ে বাজিমাতের পরিকল্পনা করেছিলেন মহেশ ভূপতি ও জিশান আলি। কিন্তু যাদের নৈপূণ্যে আস্থা রেখে ইট্যালিকে হারানোর ছক কষেছিলেন সেই রামকুমার রামনাথন এবং প্রঞ্জেশ গুনশরণ প্রথম দুটো ম্যাচে সামান্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না।

আন্দ্রে সিপ্পির বিরুদ্ধে দারুণভাবে শুরু করেও রামকুমার রামনাথন আত্মসমর্পণ করলেন। ম্যাচের ফল ৬—৪, ৬—২। সুযোগ নষ্টের খেসারত ও ম্যাচ পয়েন্ট কাজে লাগাতে না পারার কারণেই যে ব্যর্থতা তা মানছেন রামকুমার স্বয়ং। ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে সুযোগ কাজে লাগানোর কথা স্বীকার করলেন। ২০১৫ সালে রজার ফেডেরারকে হারানোর অভিজ্ঞতা সম্পন্ন আন্দ্রে সিপ্পি সময় যত এগিয়েছে ততই কোর্টের সঙ্গে মানিয়ে নিয়ে ভারতীয় প্রতিদ্বন্দ্বীকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। প্রথম সেটের আটনম্বর গেমে দুটো ব্রেক পয়েন্ট পেয়েছিলেন রামকুমার। কিন্তু আনফোর্সড এররের কারণে সেই সুবিধা নিতে পারেননি। প্রতিপক্ষের ব্যর্থতাকে কাজে লাগিয়ে শুধু সেট নয় ম্যাচটাই পকেটে পুরে ফেলেছিলেন আন্দ্রে সিপ্পি। তবে ভারতীয় দল যে অসহায় আত্মসমর্পণ করবে তা আশা করেননি সিপ্পি।

ডেভিস কাপে প্রথমবার খেলতে নেমে চমকে দিলেন মার্কো বারেতিনি। বছর বাইশের ইট্যালিয়ান ছেলেটি প্রথম থেকেই আক্রমণাত্মক টেনিস খেললেন। যার কোনও হদিশ প্রজ্ঞেশ গুনশরণ পাননি। ম্যাচের ফল ৬—৪, ৬—৩।

undefined

পাঁচ ম্যাচের লড়াইয়ে ০—২ ব্যবধানে পিছিয়ে ভারত। ডাবলসে রোহন বোপান্না-দ্বিবীজ শরণ জুটি চেচেনিতোদের সামলে দেবেন এরকম আশাবাদী লোকের সংখ্যা সাউথ ক্লাবে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় টাই ঘোরানোর ক্ষমতা সম্পন্ন মানুষটি টেনিস খেললেও টিম ইন্ডিয়ার সাজঘরে ব্রাত্য। তাই মহেশ ভূপতি যতই তাঁর প্রাক্তন সতীর্থ লিয়েন্ডার পেজ় সম্বন্ধে রাগ পুষে রাখুন না কেন আড়ালে হয়ত তাঁর অভাব মানছেন।

কলকাতা, ২ ফেব্রুয়ারি : ঘাসের কোর্টে খেলার সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরল ভারতীয় শিবিরে। সাউথ ক্লাবে ডেভিস কাপের গুরুত্বপূর্ণ টাইয়ের প্রথম দুটো সিঙ্গলসে শোচনীয়ভাবে পরাজিত মহেশ ভূপতির ছেলেরা। ঘাসের কোর্টে ইট্যালির অস্বস্তি কাজে লাগিয়ে বাজিমাতের পরিকল্পনা করেছিলেন মহেশ ভূপতি ও জিশান আলি। কিন্তু যাদের নৈপূণ্যে আস্থা রেখে ইট্যালিকে হারানোর ছক কষেছিলেন সেই রামকুমার রামনাথন এবং প্রঞ্জেশ গুনশরণ প্রথম দুটো ম্যাচে সামান্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না।

আন্দ্রে সিপ্পির বিরুদ্ধে দারুণভাবে শুরু করেও রামকুমার রামনাথন আত্মসমর্পণ করলেন। ম্যাচের ফল ৬—৪, ৬—২। সুযোগ নষ্টের খেসারত ও ম্যাচ পয়েন্ট কাজে লাগাতে না পারার কারণেই যে ব্যর্থতা তা মানছেন রামকুমার স্বয়ং। ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে সুযোগ কাজে লাগানোর কথা স্বীকার করলেন। ২০১৫ সালে রজার ফেডেরারকে হারানোর অভিজ্ঞতা সম্পন্ন আন্দ্রে সিপ্পি সময় যত এগিয়েছে ততই কোর্টের সঙ্গে মানিয়ে নিয়ে ভারতীয় প্রতিদ্বন্দ্বীকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন। প্রথম সেটের আটনম্বর গেমে দুটো ব্রেক পয়েন্ট পেয়েছিলেন রামকুমার। কিন্তু আনফোর্সড এররের কারণে সেই সুবিধা নিতে পারেননি। প্রতিপক্ষের ব্যর্থতাকে কাজে লাগিয়ে শুধু সেট নয় ম্যাচটাই পকেটে পুরে ফেলেছিলেন আন্দ্রে সিপ্পি। তবে ভারতীয় দল যে অসহায় আত্মসমর্পণ করবে তা আশা করেননি সিপ্পি।

ডেভিস কাপে প্রথমবার খেলতে নেমে চমকে দিলেন মার্কো বারেতিনি। বছর বাইশের ইট্যালিয়ান ছেলেটি প্রথম থেকেই আক্রমণাত্মক টেনিস খেললেন। যার কোনও হদিশ প্রজ্ঞেশ গুনশরণ পাননি। ম্যাচের ফল ৬—৪, ৬—৩।

undefined

পাঁচ ম্যাচের লড়াইয়ে ০—২ ব্যবধানে পিছিয়ে ভারত। ডাবলসে রোহন বোপান্না-দ্বিবীজ শরণ জুটি চেচেনিতোদের সামলে দেবেন এরকম আশাবাদী লোকের সংখ্যা সাউথ ক্লাবে পাওয়া যাচ্ছে না। এই অবস্থায় টাই ঘোরানোর ক্ষমতা সম্পন্ন মানুষটি টেনিস খেললেও টিম ইন্ডিয়ার সাজঘরে ব্রাত্য। তাই মহেশ ভূপতি যতই তাঁর প্রাক্তন সতীর্থ লিয়েন্ডার পেজ় সম্বন্ধে রাগ পুষে রাখুন না কেন আড়ালে হয়ত তাঁর অভাব মানছেন।

RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Oslo - 31 January 2019
1. SOUNDBITE (English) Jens Stoltenberg, NATO Secretary-General:
"Russia has now for several years violated the INF Treaty, which has been a cornerstone in arms control for our security for decades. But it cannot continue like that because no arms control agreement is effective if it's only respected by one part. And therefore all NATO allies support the US decision today to start the withdrawal process, but it will take six months before that process is completed, and we continue therefore to call on Russia to come back into compliance and fully respect the INF Treaty."
++BLACK FRAMES++
2. SOUNDBITE (English) Jens Stoltenberg, NATO Secretary-General:
"The US has consulted with NATO over a long time. It was at the NATO foreign ministerial meeting in December that the US made the decision that they, after 60 days, would start the withdrawal process as they announced today. And we've also agreed that we will consult on how NATO should respond if Russia doesn't come back into compliance. Of course, the US is a signatory to the treaty, but of course all NATO allies, and especially European allies are directly affected by new Russian deployments of new missiles in Europe. And these missiles can only reach targets in Europe. They can reach cities, they can reach most of Europe, and that's exactly why European allies are so extremely concerned."
++BLACK FRAMES++
3. SOUNDBITE (English) Jens Stoltenberg, NATO Secretary-General:
"We will both continue to engage with Russia, try to convince them to come back into compliance. They still have an opportunity to do so within this six months period. The clock is ticking, but six months is more than enough for them to come back into compliance in a transparent and verifiable way. But at the same time we have started to assess the consequences, look into options, and we will take our time, because this is a very serious issue, and we need to make sure that we respond as an alliance, all 29 allies, because all allies are involved and all allies are affected. "
++ENDS ON SOUNDBITE++
STORYLINE:
The Secretary-General of NATO has said Russia has six months to come back into compliance with the Intermediate-Range Nuclear Forces Treaty (INF Treaty), which the United States is about to abandon.
US President Donald Trump warned last year that the US would withdraw from the Cold War-era weapons treaty because of alleged Russian violations, stressing that Moscow had to return to compliance for his country to remain.
Speaking to the Associated Press on Friday, Jens Stoltenberg said NATO backs the US decision as an arms-control agreement cannot be effective unless parties apply by its rules.
But Stoltenberg stressed that he would continue to engage with Russia, saying "the clock is ticking, but six months is more than enough for them to come back into compliance in a transparent and verifiable way."
He emphasised that a withdrawal could have wider implications for all NATO countries, as European members worry over Russian deployments of new missilies in Europe.
"Especially European allies are directly affected... these missiles can only reach targets in Europe. They can reach cities, they can reach most of Europe, and that's exactly why European allies are so extremely concerned," Stoltenberg said.
  
He added that NATO during the coming six months will thoroughly assess potential implications of a US withdrawal.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.