প্যারিস, 8 এপ্রিল : করোনা কারণে এবার পিছিয়ে গেল ফ্রেঞ্চ ওপেন ৷ আজ ফ্রেঞ্চ টেনিস ফেডারেশনের তরফে একটি বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে ৷ আগামী 30 মে থেকে 13 জুন পর্যন্ত ফ্রেঞ্চ ওপেনের নয়া সময় সূচি তৈরি হয়েছে ৷ আর 24 মে থেকে 28 মে পর্যন্ত কোয়ালিফাইং রাউন্ডের খেলা হবে ৷
ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমান্যুয়েল মাঁকর গত মাসে বিভিন্ন সাংস্কৃতিক ও খেলাধূলার আয়োজন আপাতত পিছিয়ে দেওয়ার আবেদন জানান ৷ সেই আবেদনে সারা দিয়ে আজ ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন ক্লে কোর্ট গ্র্যান্ড স্লাম সপ্তাহ খানেক পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করল ৷ সংস্থার তরফে বলা হয়েছে, ‘‘এই পরিস্থিতিতে (করোনা), সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এক সপ্তাহ মতো টুনার্মেন্ট আমরা পিছিয়ে দিচ্ছি ৷ সেই কারণে সোমবার 24 মে থেকে শুক্রবার 28 মে পর্যন্ত কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচ হবে ৷ 30 মে থেকে 13 জুন পর্যন্ত মূল টুর্নামেন্ট খেলা হবে ৷
আরও পড়ুন : মাদ্রিদ ওপেন প্রতিযোগিতায় অংশ নেবেন না নোভাক জোকভিচ
পাশাপাশি অল্প সংখ্যক দর্শককে স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছে ফ্রেঞ্চ টেনিস ফেডারেশন ৷