ETV Bharat / sports

ফরাসি ওপেনে কোরোনার হানা, বাদ পড়লেন পাঁচ খেলোয়াড় - ফরাসি ওপেনে কোরোনার হানা, বাদ পড়লেন পাঁচ খেলোয়াড়

আজ একঝাঁক ভারতীয় টেনিস খেলোয়াড় কোয়ালিফাইং ম্যাচ খেলতে নামছে ।

French open
French open
author img

By

Published : Sep 21, 2020, 4:58 PM IST

প্যারিস, 21 সেপ্টেম্বর : আজ থেকে শুরু হয়েছে ফরাসি ওপেনের মূলপর্বে ওঠার যোগ্যতা অর্জনের ম্যাচ । কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই জোর ধাক্কা খেয়েছে আয়োজকরা । ইতিমধ্যেই রোলাঁ গ্যাঁরোয় হানা দিয়েছে কোরোনা । যে কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন পাঁচজন খেলোয়াড় ।

কোরোনা ধরা পড়ায় কোয়ালিফাইং রাউন্ড থেকে বাদ পড়েন দু'জন খেলোয়াড় । আর তাঁদের সংস্পর্শে এসে আক্রান্ত আরও তিনজন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন । এই বিষয়ে ফরাসি টেনিস ফেডারেশন বিবৃতি দিয়ে জানিয়েছে, "রোলাঁ গ্যাঁরো টুর্নামেন্ট আয়োজকরা দু'জন কোয়ালিফাইং প্রতিযোগীর কোরোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে । তাঁদের সংস্পর্শে এসে আরও তিনজন আক্রান্ত হয়েছেন । প্রোটোকল অনুযায়ী তাঁরা আর খেলবেন না । তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে ।"

আজ একঝাঁক ভারতীয় টেনিস খেলোয়াড় কোয়ালিফাইং ম্যাচ খেলতে নামছে । ফরাসি ওপেনের মূলপর্বে জায়গা করে নেওয়ার দৌড়ে রয়েছেন সুমিত নাগাল, প্রজনেশ গুনেশ্বরণ, রামকুমার রামনাথন ও অঙ্কিতা রায়না । 27 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মূলপর্বের খেলা ।

প্যারিস, 21 সেপ্টেম্বর : আজ থেকে শুরু হয়েছে ফরাসি ওপেনের মূলপর্বে ওঠার যোগ্যতা অর্জনের ম্যাচ । কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই জোর ধাক্কা খেয়েছে আয়োজকরা । ইতিমধ্যেই রোলাঁ গ্যাঁরোয় হানা দিয়েছে কোরোনা । যে কারণে টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন পাঁচজন খেলোয়াড় ।

কোরোনা ধরা পড়ায় কোয়ালিফাইং রাউন্ড থেকে বাদ পড়েন দু'জন খেলোয়াড় । আর তাঁদের সংস্পর্শে এসে আক্রান্ত আরও তিনজন টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেন । এই বিষয়ে ফরাসি টেনিস ফেডারেশন বিবৃতি দিয়ে জানিয়েছে, "রোলাঁ গ্যাঁরো টুর্নামেন্ট আয়োজকরা দু'জন কোয়ালিফাইং প্রতিযোগীর কোরোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছে । তাঁদের সংস্পর্শে এসে আরও তিনজন আক্রান্ত হয়েছেন । প্রোটোকল অনুযায়ী তাঁরা আর খেলবেন না । তাঁদের আইসোলেশনে পাঠানো হয়েছে ।"

আজ একঝাঁক ভারতীয় টেনিস খেলোয়াড় কোয়ালিফাইং ম্যাচ খেলতে নামছে । ফরাসি ওপেনের মূলপর্বে জায়গা করে নেওয়ার দৌড়ে রয়েছেন সুমিত নাগাল, প্রজনেশ গুনেশ্বরণ, রামকুমার রামনাথন ও অঙ্কিতা রায়না । 27 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মূলপর্বের খেলা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.