নিউ ইয়র্ক, 14 সেপ্টেম্বর : উল্টোদিকে ছিল না রাফায়েল নাদাল । যাঁর কাছে হেরে দু দুবার ফ্রেঞ্চ ওপেন জয়ের মুখ থেকে ফিরতে হয়েছিল । এবছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে যাঁর কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল সেই নোভাক জোকোভিচ ও ছিলেন না । চোটের কারণে সরে দাঁড়িয়েছিলেন সুইস তারকা রজার ফেডেরারও । বিগ থ্রির অনুপস্থিতিতে নিজের বিগ ড্রিম পূরণ করে নিলেন অস্ট্রিয়ার টেনিস তারকা ডমিনিক থিয়েম । সোমবার US ওপেনের ফাইনালে আলেকজান্ডার জেভরেভকে পাঁচ সেটের ম্যাচে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতলেন থিয়েম । 90- এর দশকে জন্মানো প্রথম পুরুষ গ্র্যান্ড স্ল্যাম জয়ী হলেন তিনি ।
একনজরে দেখে নেওয়া যাক থিয়েমের প্রথম গ্র্যান্ড স্ল্যামের স্ট্যাটিসটিক্স ।
1. নম্বর 5
1968 সালে ওপেন যুগ শুরু হওয়ার পর পঞ্চম খেলোয়াড় হিসেবে দুই সেটে পিছিয়ে থেকে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন থিয়েম । 2004 সালে শেষবার গাস্টন গাউদিও এভাবে ফ্রেঞ্চ ওপেন জিতেছিলেন । তালিকায় রয়েছেন আন্দ্রে আগাসি, ইভান লেন্ডেল, জন ম্যাকেনরো এবং বিয়ন বর্গ ।
এদিকে থিয়েমের আগে US ওপেনে শেষবার দু সেট পিছিয়ে পড়ে খেতাব জিতেছিলেন পঞ্চো গঞ্জালেজ় । সেটাও 1949 সালে ।
2. নম্বর 1
27 বছরের থিয়েম 90- এর দশকে জন্মানো প্রথম পুরুষ গ্র্যান্ড স্ল্যাম জয়ী । মেয়েদের তালিকায় 90- এর দশক বা তার পরে জন্মানো 15 জন গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন । তার মধ্যে রয়েছেন 2019 US ওপেন জয়ী বিনাকা আন্দ্রেস্কু । যাঁর জন্ম 2000 সালে ।
3. নম্বর 1
এই নিয়ে পরপর পাঁচটি গ্র্যান্ড স্ল্যমের ফাইনালের নিষ্পত্তি হল পাঁচ সেটে । 2019 উইম্বলডন, 2019 US ওপেন, 2020 অস্ট্রেলিয়ান ওপেন এবং 2020 US ওপেন ।
4. নম্বর 2
অস্ট্রিয়ার দ্বিতীয় টেনিস তারকা হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জিতলেন ডমিনিক থিয়েম । 1995 সালে শেষবার ফরাসি ওপেন জিতেছিলেন সেদেশের থমাস মুস্টার ।
5. নম্বর 2
টাই ব্রেকে ম্যাচের নিষ্পত্তি হওয়া দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল হল 2020 US ওপেন ফাইনাল । 2019 উইম্বলডনের ফাইনালে শেষবার রজার ফেডেরার ও নোভাক জোকোভিচের মধ্যে টাই ব্রেকে ম্যাচের ফলাফল নির্ধারিত হয় ।