নিউ ইয়র্ক, 12 সেপ্টেম্বর : এই প্রথমবার US ওপেনের ফাইনালে উঠলেন তরুণ টেনিস খেলোয়াড় ডমিনিক থিয়েম । অস্ট্রিয়ার প্রথম টেনিস তারকা হিসেবে এই নজির গড়লেন তিনি। আজ সেমিফাইনালে টুর্নামেন্টের তৃতীয় বাছাই ড্যানিল মেদভেদেভকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের ফাইনালে ওঠেন তিনি ।
আজ আর্থার অ্যাশ স্টেডিয়ামে প্রায় তিন ঘন্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ে প্রতিপক্ষকে ছিটকে দেন থিয়েম । প্রথম সেট 6-2 ব্যবধানে অনায়াসে জিতে ফেলেন থিয়েম । পরের দুটি সেট টাই ব্রেকে 7-6(7), 7-6(5) জেতেন ।
ফাইনালে থিয়েম- এর প্রতিপক্ষ জার্মানির আলেক্সজান্ডার জেভরেভ । এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন জেভরেভ । অন্যদিকে এই নিয়ে চতুর্থবার গ্র্যান্ড স্ল্যাম মেজর টুর্নামেন্টর ফাইনালে পা রাখলেন থিয়েম । যদিও এখনও পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বাদ পাননি তিনি । এবারের US ওপেনে নেই টেনিস জগতের বিগ থ্রি রজার ফেডেরার, রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ । তিন মূর্তির অনুপস্থিতিতে US ওপেন পেতে চলেছে নতুন চ্যাম্পিয়নকে ।