মেলবোর্ন, 29 জানুয়ারি: একজনকে বলা হয় লাল সুরকির সম্রাট ৷ অন্যজন সেই সিংহাসনে উত্তরাধিকারী ৷ ক্লে কোর্টে রাফায়েল নাদালের সঙ্গে পেরে ওঠেননি অস্ট্রিয়ান টেনিস তারকা ডমিনিক থিয়েম ৷ ফরাসি ওপেনের ফাইনাল থেকে দু'বার খালি হাতে ফেরার বদলাটা অস্ট্রেলিয়ান ওপেনে নিলেন থিয়েম ৷ কোয়ার্টার ফাইনাল থেকে রাফায়েল নাদালকে ছিটকে দিয়ে ৷ নাদালের বিরুদ্ধে ম্যাচের ফলাফল 7-6 (3), 7-6 (4), 4-6, 7-6 (6) ৷
স্কোর দেখেই দুজনের দাঁতে দাঁত চেপে লড়াইটা আন্দাজ করা যায় ৷ লড়াই চলছিল সেয়ানে সেয়ানে ৷ চার ঘণ্টা দশ মিনিট পর চার সেটের থ্রিলার জিতে শেষ হাসি হাসলেন থিয়েম ৷ সেমিফাইনালে পঞ্চম বাছাই থিয়েমের প্রতিপক্ষ আলেকজান্ডার জেভরেভ ৷ হেরে গেলেও নিজের খেলা নিয়ে সন্তুষ্ট রাফা ৷ স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, "ম্যাচ চলাকালীন একমুহূর্তের জন্যও হাল ছেড়ে দিইনি ৷ শেষ পর্যন্ত লড়ে গিয়েছি ৷ আমি খারাপ খেলিনি ৷ তবে ওর বিরুদ্ধে লড়াইটা কঠিন ছিল ৷"
কেরিয়ারে মাত্র একবারই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন রাফা ৷ 2009 সালে ৷ দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জয় ছাড়াও মোট গ্র্যান্ড স্ল্যামের নিরিখে রজার ফেডেরারকে ছোঁয়ার হাতছানি ছিল নাদালের সামনে ৷ আপাতত অস্ট্রেলিয়ান ওপেনে তা সম্ভব হল না ৷