ETV Bharat / sports

অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন নাদাল

হেরে গেলেও নিজের খেলা নিয়ে সন্তুষ্ট রাফা ৷ স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, "ম্যাচ চলাকালীন এক মুহূর্তের জন্যও হাল ছেড়ে দিইনি ৷ শেষ পর্যন্ত লড়ে গিয়েছি ৷ আমি খারাপ খেলিনি ৷ তবে ওর বিরুদ্ধে লড়াইটা কঠিন ছিল ৷"

rafael-nadal
অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন নাদাল
author img

By

Published : Jan 29, 2020, 9:05 PM IST

মেলবোর্ন, 29 জানুয়ারি: একজনকে বলা হয় লাল সুরকির সম্রাট ৷ অন্যজন সেই সিংহাসনে উত্তরাধিকারী ৷ ক্লে কোর্টে রাফায়েল নাদালের সঙ্গে পেরে ওঠেননি অস্ট্রিয়ান টেনিস তারকা ডমিনিক থিয়েম ৷ ফরাসি ওপেনের ফাইনাল থেকে দু'বার খালি হাতে ফেরার বদলাটা অস্ট্রেলিয়ান ওপেনে নিলেন থিয়েম ৷ কোয়ার্টার ফাইনাল থেকে রাফায়েল নাদালকে ছিটকে দিয়ে ৷ নাদালের বিরুদ্ধে ম্যাচের ফলাফল 7-6 (3), 7-6 (4), 4-6, 7-6 (6) ৷

স্কোর দেখেই দুজনের দাঁতে দাঁত চেপে লড়াইটা আন্দাজ করা যায় ৷ লড়াই চলছিল সেয়ানে সেয়ানে ৷ চার ঘণ্টা দশ মিনিট পর চার সেটের থ্রিলার জিতে শেষ হাসি হাসলেন থিয়েম ৷ সেমিফাইনালে পঞ্চম বাছাই থিয়েমের প্রতিপক্ষ আলেকজান্ডার জেভরেভ ৷ হেরে গেলেও নিজের খেলা নিয়ে সন্তুষ্ট রাফা ৷ স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, "ম্যাচ চলাকালীন একমুহূর্তের জন্যও হাল ছেড়ে দিইনি ৷ শেষ পর্যন্ত লড়ে গিয়েছি ৷ আমি খারাপ খেলিনি ৷ তবে ওর বিরুদ্ধে লড়াইটা কঠিন ছিল ৷"

কেরিয়ারে মাত্র একবারই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন রাফা ৷ 2009 সালে ৷ দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জয় ছাড়াও মোট গ্র্যান্ড স্ল্যামের নিরিখে রজার ফেডেরারকে ছোঁয়ার হাতছানি ছিল নাদালের সামনে ৷ আপাতত অস্ট্রেলিয়ান ওপেনে তা সম্ভব হল না ৷

মেলবোর্ন, 29 জানুয়ারি: একজনকে বলা হয় লাল সুরকির সম্রাট ৷ অন্যজন সেই সিংহাসনে উত্তরাধিকারী ৷ ক্লে কোর্টে রাফায়েল নাদালের সঙ্গে পেরে ওঠেননি অস্ট্রিয়ান টেনিস তারকা ডমিনিক থিয়েম ৷ ফরাসি ওপেনের ফাইনাল থেকে দু'বার খালি হাতে ফেরার বদলাটা অস্ট্রেলিয়ান ওপেনে নিলেন থিয়েম ৷ কোয়ার্টার ফাইনাল থেকে রাফায়েল নাদালকে ছিটকে দিয়ে ৷ নাদালের বিরুদ্ধে ম্যাচের ফলাফল 7-6 (3), 7-6 (4), 4-6, 7-6 (6) ৷

স্কোর দেখেই দুজনের দাঁতে দাঁত চেপে লড়াইটা আন্দাজ করা যায় ৷ লড়াই চলছিল সেয়ানে সেয়ানে ৷ চার ঘণ্টা দশ মিনিট পর চার সেটের থ্রিলার জিতে শেষ হাসি হাসলেন থিয়েম ৷ সেমিফাইনালে পঞ্চম বাছাই থিয়েমের প্রতিপক্ষ আলেকজান্ডার জেভরেভ ৷ হেরে গেলেও নিজের খেলা নিয়ে সন্তুষ্ট রাফা ৷ স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, "ম্যাচ চলাকালীন একমুহূর্তের জন্যও হাল ছেড়ে দিইনি ৷ শেষ পর্যন্ত লড়ে গিয়েছি ৷ আমি খারাপ খেলিনি ৷ তবে ওর বিরুদ্ধে লড়াইটা কঠিন ছিল ৷"

কেরিয়ারে মাত্র একবারই অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন রাফা ৷ 2009 সালে ৷ দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জয় ছাড়াও মোট গ্র্যান্ড স্ল্যামের নিরিখে রজার ফেডেরারকে ছোঁয়ার হাতছানি ছিল নাদালের সামনে ৷ আপাতত অস্ট্রেলিয়ান ওপেনে তা সম্ভব হল না ৷

Thiruvananthapuram (Kerala), Jan 29 (ANI): Congress MP Shashi Tharoor will hold a 'secular march' in protest against the CAA in Thiruvananthapuram on January 29. Speaking about the march, Tharoor said, "I have called upon the public, not just one political party, but everyone in the public who feels that we should stand up in public to take back the values of Swami Vivekananda and Mahatma Gandhi to join me in protest march. This is a symbolic protest against the divisive and discriminatory policies of government of India as embodied in CAA. The entire Constitution has been built on the principle of equality. This government doesn't see India that way. Historically, they come from a different tradition. Ideologically, they have argued against the Constitution from its very adoption."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.