নয়াদিল্লি, 14 এপ্রিল : ওয়াশিংটন সুন্দরের খেলার প্রশংসা করলেন ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ৷ সেই সঙ্গে এও জানালেন তিনি ক্রিকেটের বড় ফ্য়ান ৷ টুইট করে একথা জানিয়েছেন ভারতীয় তারকা শাটলার ৷ তিনি লিখেছেন, ‘‘ব্যাডমিন্টনের পাশাপাশি আমি ক্রিকেটের অনেক বড় ফ্যান ৷ বিশেষ করে যখন ভারত খেলে ৷ সাম্প্রতিক সিরিজ়ে আমি ওয়াশিংটন সুন্দরকে অসাধারণ পারফর্ম করতে দেখেছি ৷’’
2020-21 অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসেবে ওয়াশিংটন সুন্দরকে নিয়ে যাওয়া হয়েছিল ৷ কিন্তু, ভারতীয় দলে একাধিক চোট আঘাতের জেরে টেস্ট সিরিজ়ে সুযোগ পান ওয়াশিংটন ৷ যেখানে অভিষেক ম্যাচেই 62 রানের দুর্দান্ত ইনিংস খেলে সবাইকে চমকে দেন সুন্দর ৷ এবার সেই সুন্দরের প্রশংসা ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের মুখে ৷ একটি টুইট করে সাইনা লেখেন, ‘‘লোকে জানেন না, কিন্তু ব্য়াডমিন্টনের পাশাপাশি আমি ক্রিকেটের বড় ভক্ত ৷ আর বিশেষ করে যখন ভারতের খেলা থাকে ৷ সাম্প্রতিক একটি সিরিজ়ে আমি ওয়াশিংটন সুন্দরের অসাধারণ পারফরম্যান্স দেখেছি ৷ আর সেই ম্যাচে তাঁকে খেলতে দেখা এক অসাধারণ অভিজ্ঞতা ছিল ৷’’
-
People don’t know this, but along with badminton, I’m a huge fan of cricket too. Especially when India is playing. I saw the brilliant performances by @sundarwashi5 in the recent series, and it was so much fun to watch him.
— Saina Nehwal (@NSaina) April 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">People don’t know this, but along with badminton, I’m a huge fan of cricket too. Especially when India is playing. I saw the brilliant performances by @sundarwashi5 in the recent series, and it was so much fun to watch him.
— Saina Nehwal (@NSaina) April 14, 2021People don’t know this, but along with badminton, I’m a huge fan of cricket too. Especially when India is playing. I saw the brilliant performances by @sundarwashi5 in the recent series, and it was so much fun to watch him.
— Saina Nehwal (@NSaina) April 14, 2021
আরও পড়ুন : 'গাব্বা' এখন সুন্দরের ঘরে
সাইনার টুইটের জাবাব দিয়ে তাঁকে পাল্টা ধন্যবাদও জানিয়েছেন ওয়াশিংটন সুন্দর ৷ তিনি টুইট করেন, ‘‘ধন্যবাদ সাইনা নেহওয়াল তোমার প্রশংসার জন্য ৷ তোমার থেকে এমন প্রশংসা পাওয়া খুবই উৎসাহ দেয় ৷’’ প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে শার্দূল ঠাকুরের সঙ্গে 123 রানের অসাধারণ পার্টনারশিপ করেন ওয়াশিংটন সুন্দর ৷ আর তাঁর সেই ইনিংসে ভর করে অস্ট্রেলিয়াকে তাদের ঘরের মাঠে হারিয়ে সিরিজ় ভারতের নামে করতে বড় ভূমিকা নেন ওয়াশিংটন ৷
-
Thank you @NSaina for the kind words. It's good to hear such inspiring words from you! 😊 https://t.co/3mEDBisKuo
— Washington Sundar (@Sundarwashi5) April 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thank you @NSaina for the kind words. It's good to hear such inspiring words from you! 😊 https://t.co/3mEDBisKuo
— Washington Sundar (@Sundarwashi5) April 14, 2021Thank you @NSaina for the kind words. It's good to hear such inspiring words from you! 😊 https://t.co/3mEDBisKuo
— Washington Sundar (@Sundarwashi5) April 14, 2021