ETV Bharat / sports

"টেনিসে পয়লা নম্বর খেতাব ধরে রাখার চেয়ে স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ" - 'COVID too much of a risk' - Barty discusses decision to miss the French Open

U.S ওপেনের পর 27 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ফরাসি ওপেন থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছেন অ্যাশলে বার্টি ।

Barty
Barty
author img

By

Published : Sep 10, 2020, 9:30 AM IST

ব্রিসবেন, 10 সেপ্টেম্বর : টেনিস বিশ্বের পয়লা নম্বর খেলোয়াড়ের খেতাব ধরে রাখার চেয়ে স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যাশলে বার্টি । যে কারণে ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন তিনি ।

বার্টি বলেছেন, “আমাদের পক্ষে স্পষ্টতই এটি চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল । এমন একটি সিদ্ধান্ত আমরা বহু মাস ধরে আলোচনার পর নিয়েছি । এখনও COVID-19 বেশ ঝুঁকিপূর্ণ । পাশাপাশি আমার কোচ ক্রেইগের (ট্রাইজার) সঙ্গে কুইন্সল্যান্ডে প্রশিক্ষণ নিতে না পারা সত্যিই কঠিন ছিল । আমার জন্য প্রস্তুতি কোনও অর্থেই আদর্শ ছিল না । সুতরাং আমি মনে করি আমাদের দলের পক্ষে এটা সেরা সিদ্ধান্ত ।”

তিনি আরও বলেন, "আমার এবং আমার কোচের জন্য এটা বড় চ্যালেঞ্জ । কোচকে আমি গত মার্চ থেকে আর দেখিনি । ফলে প্রস্তুতি নেওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল । তা সত্ত্বেও আমরা চেষ্টা করেছিলাম । কিন্তু দুর্ভাগ্যবশত তা হল না ।"

বার্টি নিশ্চিত করেছেন, 2021-র আগে কোনও প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নেবেন না তিনি ।

ব্রিসবেন, 10 সেপ্টেম্বর : টেনিস বিশ্বের পয়লা নম্বর খেলোয়াড়ের খেতাব ধরে রাখার চেয়ে স্বাস্থ্যকে বেশি গুরুত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়ান টেনিস তারকা অ্যাশলে বার্টি । যে কারণে ফরাসি ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন তিনি ।

বার্টি বলেছেন, “আমাদের পক্ষে স্পষ্টতই এটি চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল । এমন একটি সিদ্ধান্ত আমরা বহু মাস ধরে আলোচনার পর নিয়েছি । এখনও COVID-19 বেশ ঝুঁকিপূর্ণ । পাশাপাশি আমার কোচ ক্রেইগের (ট্রাইজার) সঙ্গে কুইন্সল্যান্ডে প্রশিক্ষণ নিতে না পারা সত্যিই কঠিন ছিল । আমার জন্য প্রস্তুতি কোনও অর্থেই আদর্শ ছিল না । সুতরাং আমি মনে করি আমাদের দলের পক্ষে এটা সেরা সিদ্ধান্ত ।”

তিনি আরও বলেন, "আমার এবং আমার কোচের জন্য এটা বড় চ্যালেঞ্জ । কোচকে আমি গত মার্চ থেকে আর দেখিনি । ফলে প্রস্তুতি নেওয়াটা কঠিন হয়ে দাঁড়িয়েছিল । তা সত্ত্বেও আমরা চেষ্টা করেছিলাম । কিন্তু দুর্ভাগ্যবশত তা হল না ।"

বার্টি নিশ্চিত করেছেন, 2021-র আগে কোনও প্রতিযোগিতামূলক ইভেন্টে অংশ নেবেন না তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.