ETV Bharat / sports

জার্মান জুটিকে হারিয়ে US ওপেনের শেষ আটে বোপান্নারা - জার্মান জুটিকে হারিয়ে US ওপেনের শেষ আটে বোপান্নারা

একমাত্র ভারতীয় হিসাবে এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে টিকে রয়েছেন দেশের অভিজ্ঞ ডাবলসে টেনিস খেলোয়াড় রোহন বোপান্না ।

US open
US open
author img

By

Published : Sep 6, 2020, 3:13 PM IST

নিউইয়র্ক, 6 সেপ্টেম্বর : দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হল না । বরং শনিবার যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠল ইন্দো - কানাডিয়ান জুটি রোহন বোপান্না ও ডেনিস শাপোভালভ । জার্মান জুটি কেভিন ক্রওয়েটজ ও আন্দ্রে ইয়াস মাইসকে 4-6, 6-4, 6-3 ব্যাবধানে হারিয়েছে বোপান্নারা ।

প্রথম সেটে 4-6 ব্যবধানে পিছিয়ে পড়া বোপান্না- শাপোভালভ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় । 6-4 ব্যবধানে দ্বিতীয় সেট পকেটে পোরার পর তৃতীয় তথা শেষ সেট 6-3 ব্যবধানে জিতে বাজিমাত করে ইন্দো - কানাডিয়ান জুটি । ম্যাচ স্থায়ী হয় এক ঘন্টা 47 মিনিট পর্যন্ত । দ্বিতীয় সেটে ফার্স্ট সার্ভ পার্সেন্টেজ উন্নতি করে পয়েন্ট তোলেন বোপান্নারা । তবে দুটি সেটেই আনফোর্সড এরর কমেনি তাদের ।

সেমিফাইনালে উঠতে হলে সোমবার ডাচ - রোমানিয়ান জুটি জিন জুলিয়ান রজার ও হরিয়া টেকাও- এর মোকাবিলা করতে হবে ।

একমাত্র ভারতীয় হিসাবে এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে টিকে রয়েছেন দেশের অভিজ্ঞ ডাবলসে টেনিস খেলোয়াড় রোহন বোপান্না । সুমিত নাগাল ও দিবিজ শরণ ছিটকে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ওপেনে ভারতীয়দের একমাত্র আশা বছর চল্লিশের বোপান্না ।

নিউইয়র্ক, 6 সেপ্টেম্বর : দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত তেমনটা হল না । বরং শনিবার যুক্তরাষ্ট্র ওপেনে পুরুষদের ডাবলসের কোয়ার্টার ফাইনালে উঠল ইন্দো - কানাডিয়ান জুটি রোহন বোপান্না ও ডেনিস শাপোভালভ । জার্মান জুটি কেভিন ক্রওয়েটজ ও আন্দ্রে ইয়াস মাইসকে 4-6, 6-4, 6-3 ব্যাবধানে হারিয়েছে বোপান্নারা ।

প্রথম সেটে 4-6 ব্যবধানে পিছিয়ে পড়া বোপান্না- শাপোভালভ দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় । 6-4 ব্যবধানে দ্বিতীয় সেট পকেটে পোরার পর তৃতীয় তথা শেষ সেট 6-3 ব্যবধানে জিতে বাজিমাত করে ইন্দো - কানাডিয়ান জুটি । ম্যাচ স্থায়ী হয় এক ঘন্টা 47 মিনিট পর্যন্ত । দ্বিতীয় সেটে ফার্স্ট সার্ভ পার্সেন্টেজ উন্নতি করে পয়েন্ট তোলেন বোপান্নারা । তবে দুটি সেটেই আনফোর্সড এরর কমেনি তাদের ।

সেমিফাইনালে উঠতে হলে সোমবার ডাচ - রোমানিয়ান জুটি জিন জুলিয়ান রজার ও হরিয়া টেকাও- এর মোকাবিলা করতে হবে ।

একমাত্র ভারতীয় হিসাবে এই গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টে টিকে রয়েছেন দেশের অভিজ্ঞ ডাবলসে টেনিস খেলোয়াড় রোহন বোপান্না । সুমিত নাগাল ও দিবিজ শরণ ছিটকে যাওয়ার পর যুক্তরাষ্ট্র ওপেনে ভারতীয়দের একমাত্র আশা বছর চল্লিশের বোপান্না ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.