ETV Bharat / sports

ফ্রেঞ্চ ওপেনে জোড়া মুকুট বারবোরার, জিতলেন ডবলস-ও

author img

By

Published : Jun 13, 2021, 8:00 PM IST

Updated : Jun 13, 2021, 8:39 PM IST

2020 সালের সিঙ্গলস চ্যাম্পিয়ন ইগা সোয়াইতিক ও তাঁর পার্টনার বেথানি ম্যাটিকের এটাই একসঙ্গে তিন নম্বর টুর্নামেন্ট ৷ যদিও আজ শুরু থেকেই চেক প্রজাতন্ত্রের জুটির কাছে ফিকে দেখায় তাঁদের ৷

ক্রিচিকোভা ও কাতেজিনা সিনিওকোভা
ক্রিচিকোভা ও কাতেজিনা সিনিওকোভা

প্যারিস, 13 জুন : মহিলাদের সিঙ্গলস খেতাব জেতার পর চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রিচিকোভার মুকুটে নতুন পালক ৷ ফ্রেঞ্চ ওপেনের মহিলাদের ডবলসে কাতেজিনা সিনিওকোভাকে সঙ্গী করে খেতাব জিতলেন তিনি ৷ একই সঙ্গে 2000 সালের পর প্রথম মহিলা হিসেবে ফরাসি ওপেনে সিঙ্গলস ও ডবলস খেতাব জিতলেন ৷ ডবলসে হারালেন পোল্যান্ডের ইগা সোয়াইতিক ও আমেরিকান বেথানি ম্যাটিকে হারালেন তাঁরা ৷ স্ট্রেট সেটে চেক জুটি হারালেন পোলিশ-আমেরিকান জুটিকে ৷ খেলার ফলাফল 6-4, 6-2 ৷

2000 সালে প্যারিস ওপেনে কানাডার মেরি পিয়াস দুই খেতাব জিতে নজির গড়েন ৷ ডবলসে তাঁর পার্টনার ছিলেন মার্টিনা হিঙ্গিস ৷ শনিবার তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার পর টেনিস ব়্যাঙ্কিংয়ে 15 নম্বর স্থানে উঠে আসবেন ৷ এবং একই সঙ্গে ডবলসে উঠে আসবেন 1 নম্বর স্থানে ৷ সোমবার প্রকাশিত হবে ব়্যাঙ্কিং ৷

2020 সালের সিঙ্গলস চ্যাম্পিয়ন ইগা সোয়াইতিক ও তাঁর পার্টনার বেথানি ম্যাটিকের এটাই একসঙ্গে তিন নম্বর টুর্নামেন্ট ৷ যদিও আজ শুরু থেকেই চেক প্রজাতন্ত্রের জুটির কাছে ফিকে দেখায় তাঁদের ৷

আরও পড়ুন : French Open 2021: ক্লে কোর্টে নতুন রানি, গ্র্যান্ড স্ল্যাম জিতে প্রয়াত মেন্টরকে স্মরণ বারবোরার

ডবলসে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই 2018 সালেও ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল জেতেন তাঁরা ৷ আজ প্রথম সেটে অনায়াসেই 5-1 করে ফেলেন ৷ তবে লড়াই করেন পোলিশ-আমেরিকান জুটি ৷ একসময় 5-1 থেকে 5-4 করে ফেলেন ৷ কিন্তু তারপর কার্যত তাঁদের দাঁড়াতে দেয়নি চেক জুটি ৷

প্যারিস, 13 জুন : মহিলাদের সিঙ্গলস খেতাব জেতার পর চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রিচিকোভার মুকুটে নতুন পালক ৷ ফ্রেঞ্চ ওপেনের মহিলাদের ডবলসে কাতেজিনা সিনিওকোভাকে সঙ্গী করে খেতাব জিতলেন তিনি ৷ একই সঙ্গে 2000 সালের পর প্রথম মহিলা হিসেবে ফরাসি ওপেনে সিঙ্গলস ও ডবলস খেতাব জিতলেন ৷ ডবলসে হারালেন পোল্যান্ডের ইগা সোয়াইতিক ও আমেরিকান বেথানি ম্যাটিকে হারালেন তাঁরা ৷ স্ট্রেট সেটে চেক জুটি হারালেন পোলিশ-আমেরিকান জুটিকে ৷ খেলার ফলাফল 6-4, 6-2 ৷

2000 সালে প্যারিস ওপেনে কানাডার মেরি পিয়াস দুই খেতাব জিতে নজির গড়েন ৷ ডবলসে তাঁর পার্টনার ছিলেন মার্টিনা হিঙ্গিস ৷ শনিবার তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার পর টেনিস ব়্যাঙ্কিংয়ে 15 নম্বর স্থানে উঠে আসবেন ৷ এবং একই সঙ্গে ডবলসে উঠে আসবেন 1 নম্বর স্থানে ৷ সোমবার প্রকাশিত হবে ব়্যাঙ্কিং ৷

2020 সালের সিঙ্গলস চ্যাম্পিয়ন ইগা সোয়াইতিক ও তাঁর পার্টনার বেথানি ম্যাটিকের এটাই একসঙ্গে তিন নম্বর টুর্নামেন্ট ৷ যদিও আজ শুরু থেকেই চেক প্রজাতন্ত্রের জুটির কাছে ফিকে দেখায় তাঁদের ৷

আরও পড়ুন : French Open 2021: ক্লে কোর্টে নতুন রানি, গ্র্যান্ড স্ল্যাম জিতে প্রয়াত মেন্টরকে স্মরণ বারবোরার

ডবলসে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই 2018 সালেও ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল জেতেন তাঁরা ৷ আজ প্রথম সেটে অনায়াসেই 5-1 করে ফেলেন ৷ তবে লড়াই করেন পোলিশ-আমেরিকান জুটি ৷ একসময় 5-1 থেকে 5-4 করে ফেলেন ৷ কিন্তু তারপর কার্যত তাঁদের দাঁড়াতে দেয়নি চেক জুটি ৷

Last Updated : Jun 13, 2021, 8:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.