ETV Bharat / sports

Australia cancels Djokovics Visa : মেলবোর্ন বিমানবন্দরে আটকানো হল জকোভিচকে, বাতিল টেনিস-তারকার ভিসা - Serbias president blasted Australia

অস্ট্রেলিয়ান ওপেনে নামার আগেই ছন্দপতন ৷ মেলবোর্ন এয়ারপোর্টে আটকানো হল জকোভিচকে ৷ বাতিল করে দেওয়া হল ভিসা (Australia cancels Djokovics entry Visa) ৷

Australia cancels Djokovics Visa
মেলবোর্ন বিমানবন্দরে আটক জকোভিচ, বাতিল টেনিস-তারকার ভিসা
author img

By

Published : Jan 6, 2022, 9:35 AM IST

ক্যানবেরা, 6 জানুয়ারি : কেরিয়ারের 21তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে বছরের প্রথমে অস্ট্রেলিয়ান ওপেনকেই পাখির চোখ করেছিলেন সার্বিয়ান টেনিস-তারকা ৷ কিন্তু শুরুতেই ছন্দপতন ৷ কোর্টে নামার আগেই বিতর্কে জোকার ৷ জকোভিচের ভিসা বাতিল করে দিল অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স ৷

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে বুধবার মধ্যরাতে মেলবোর্নে নামেন জকোভিচ ৷ তারপরেই ভিসায় ভুল থাকায় তাঁকে বিমানবন্দরে আটকায় বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ করোনার টিকা না নিয়ে দুটি বিশেষ মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র নিয়ে টুর্নামেন্টে নামার কথা ছিল বিশ্বের এক নম্বর টেনিস তারকার ৷

অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স এক বিবৃতিতে বলেছে, "জোকোভিচ অস্ট্রেলিয়ায় প্রবেশের প্রয়োজনীয় প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন ৷ ফলে তাঁর ভিসা বাতিল করা হয়েছে । প্রবেশের সময় যাদের কাছে বৈধ ভিসা থাকে না, তাঁদের আটক করা হবে এবং অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া হবে ৷ "

আরও পড়ুন : স্বপ্ন পূরণ হল না জকোভিচের, ইউএস ওপেন জয় মেদভেদেভের

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘‘করোনা সংক্রমণ বাড়তে থাকায় মৃত্যুর হার কম রাখার জন্য কঠোর সীমান্ত নীতি নেওয়া হয়েছে । কেউ এই নিয়মের ঊর্ধ্বে নয় ।’’ যদিও এই ঘটনায় টেনিস-তারকার পাশে দাঁড়িয়েছে সার্বিয়ান সরকার (Serbia's president blasted Australia) ৷ রাষ্ট্রপতি আলেকসান্ডার ভুসিক ইনস্টাগ্রামে বলেন, ‘‘জকোভিচের সঙ্গে ফোনে কথা হয়েছে ৷ সার্বিয়া তাঁর পাশে রয়েছে এবং আমাদের কর্তৃপক্ষ সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে ৷’’

ক্যানবেরা, 6 জানুয়ারি : কেরিয়ারের 21তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্যে বছরের প্রথমে অস্ট্রেলিয়ান ওপেনকেই পাখির চোখ করেছিলেন সার্বিয়ান টেনিস-তারকা ৷ কিন্তু শুরুতেই ছন্দপতন ৷ কোর্টে নামার আগেই বিতর্কে জোকার ৷ জকোভিচের ভিসা বাতিল করে দিল অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স ৷

অস্ট্রেলিয়ান ওপেন খেলতে বুধবার মধ্যরাতে মেলবোর্নে নামেন জকোভিচ ৷ তারপরেই ভিসায় ভুল থাকায় তাঁকে বিমানবন্দরে আটকায় বিমানবন্দর কর্তৃপক্ষ ৷ করোনার টিকা না নিয়ে দুটি বিশেষ মেডিক্যাল প্যানেলের ছাড়পত্র নিয়ে টুর্নামেন্টে নামার কথা ছিল বিশ্বের এক নম্বর টেনিস তারকার ৷

অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স এক বিবৃতিতে বলেছে, "জোকোভিচ অস্ট্রেলিয়ায় প্রবেশের প্রয়োজনীয় প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন ৷ ফলে তাঁর ভিসা বাতিল করা হয়েছে । প্রবেশের সময় যাদের কাছে বৈধ ভিসা থাকে না, তাঁদের আটক করা হবে এবং অস্ট্রেলিয়া থেকে বের করে দেওয়া হবে ৷ "

আরও পড়ুন : স্বপ্ন পূরণ হল না জকোভিচের, ইউএস ওপেন জয় মেদভেদেভের

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ‘‘করোনা সংক্রমণ বাড়তে থাকায় মৃত্যুর হার কম রাখার জন্য কঠোর সীমান্ত নীতি নেওয়া হয়েছে । কেউ এই নিয়মের ঊর্ধ্বে নয় ।’’ যদিও এই ঘটনায় টেনিস-তারকার পাশে দাঁড়িয়েছে সার্বিয়ান সরকার (Serbia's president blasted Australia) ৷ রাষ্ট্রপতি আলেকসান্ডার ভুসিক ইনস্টাগ্রামে বলেন, ‘‘জকোভিচের সঙ্গে ফোনে কথা হয়েছে ৷ সার্বিয়া তাঁর পাশে রয়েছে এবং আমাদের কর্তৃপক্ষ সমস্ত ব্যবস্থা গ্রহণ করছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.