ETV Bharat / sports

T-20 World Cup : গ্রুপ লিগে পাঁচে পাঁচ পাকিস্তানের, সেমিফাইনালে সামনে অস্ট্রেলিয়া - pakistan beats scotland

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ লিগে পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জয় পেয়েছে পাকিস্তান ৷ 10 পয়েন্ট পেয়ে তারাই শীর্ষে ৷ সেমিফাইনালের ম্যাচে আগামী বৃহস্পতিবার তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার ৷

T-20 World Cup
গ্রুপ লিগে পাঁচে পাঁচ পাক দলের, সেমিফাইনালে অষ্ট্রেলিয়ার সামনে পাকিস্তান
author img

By

Published : Nov 8, 2021, 6:36 AM IST

Updated : Nov 8, 2021, 6:48 AM IST

শারজা, 8 নভেম্বর : টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে রবিবার স্কটল্যান্ডকে 72 রানে হারাল পাকিস্তান ৷ এই গ্রুপ লিগের ম্যাচে পাঁচটির মধ্যে পাঁচটিতেই জয় পেল পাক ক্রিকেট দল ৷ সেমিফাইনালের ম্যাচে আগামী বৃহস্পতিবার তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার ৷

রবিবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 189 রান তোলে বাবর আজমের নেতৃত্বাধীন পাক দল ৷ জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে মাত্র 117 রান তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড ৷

আরও পড়ুন : T20 World Cup : স্বপ্নভঙ্গ কোহলিদের, আফগানদের হারিয়ে বিশ্বকাপের শেষ চারে নিউজিল্যান্ড

পাকিস্তানের হয়ে এদিন সর্বোচ্চ 47 বলে 66 রান করেন অধিনায়ক বাবর আজম ৷ শোয়েব মালিক 18 বলে 54 রান করে অপরাজিত থাকেন ৷ ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি ৷ জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 117 রানের বেশি তুলতে পারেনি স্কটল্যান্ড ৷ রিচি বেরিংটন করেন 37 বলে অপরাজিত 54 রান ৷ পাকিস্তানের হয়ে 14 রানে 2 উইকেট নেন সাদাব খান ৷ একটি করে উইকেট পান শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও হাসান আলি ৷

শারজা, 8 নভেম্বর : টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে রবিবার স্কটল্যান্ডকে 72 রানে হারাল পাকিস্তান ৷ এই গ্রুপ লিগের ম্যাচে পাঁচটির মধ্যে পাঁচটিতেই জয় পেল পাক ক্রিকেট দল ৷ সেমিফাইনালের ম্যাচে আগামী বৃহস্পতিবার তারা মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার ৷

রবিবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 189 রান তোলে বাবর আজমের নেতৃত্বাধীন পাক দল ৷ জবাবে ব্যাট করতে নেমে 6 উইকেট হারিয়ে মাত্র 117 রান তুলতে সক্ষম হয় স্কটল্যান্ড ৷

আরও পড়ুন : T20 World Cup : স্বপ্নভঙ্গ কোহলিদের, আফগানদের হারিয়ে বিশ্বকাপের শেষ চারে নিউজিল্যান্ড

পাকিস্তানের হয়ে এদিন সর্বোচ্চ 47 বলে 66 রান করেন অধিনায়ক বাবর আজম ৷ শোয়েব মালিক 18 বলে 54 রান করে অপরাজিত থাকেন ৷ ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি ৷ জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 117 রানের বেশি তুলতে পারেনি স্কটল্যান্ড ৷ রিচি বেরিংটন করেন 37 বলে অপরাজিত 54 রান ৷ পাকিস্তানের হয়ে 14 রানে 2 উইকেট নেন সাদাব খান ৷ একটি করে উইকেট পান শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ ও হাসান আলি ৷

Last Updated : Nov 8, 2021, 6:48 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.