ETV Bharat / sports

T20 World Cup : নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল আফগানিস্তান

বাইশ গজে দারুণ সাফল্য তালিবান শাসনাধীন আফগানিস্তানের ৷ সুপার 12-য় স্কটল্যান্ডের পর নামিবিয়াকে বড় ব্যবধানে হারালেন মহম্মদ নবিরা ৷ রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামিবিয়াকে রানে হারায় আফগানবাহিনী ৷ সেই সঙ্গে সেমিফাইনালের আশা জিইয়ে রাখলেন আফগানরা ৷

AFG vs NAM
নামিবিয়াকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল আফগানিস্তান
author img

By

Published : Oct 31, 2021, 6:59 PM IST

Updated : Oct 31, 2021, 7:43 PM IST

আবুধাবি, 31 অক্টোবর : বাইশ গজে দারুণ সাফল্য তালিবান শাসনাধীন আফগানিস্তানের ৷ সুপার 12-য় স্কটল্যান্ডের পর নামিবিয়াকে বড় ব্যবধানে হারালেন মহম্মদ নবিরা ৷ রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামিবিয়াকে 62 রানে হারায় আফগানবাহিনী ৷ সেই সঙ্গে সেমিফাইনালের আশা জিইয়ে রাখলেন আফগানরা ৷ প্রথম তিন ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ টু-তে দ্বিতীয়স্থানে উঠে এল আফগানিস্তান ৷ প্রথম তিনটি ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান ৷

161 রান তাড়া করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 98 রান তোলে নামিবিয়া ৷ সর্বোচ্চ ডেভিড উইয়েস 26 রান করেন ৷ প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে 130 রানে হারানোর পর এদিন নামিবিয়াকে 62 রানে হারায় আফগানিস্তান ৷ আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স হামিদ হাসানের ৷ এদিন একাই নামিবিয়ার ইনিংস শেষ করে দেন ডানহাতি এই আফগান বোলার ৷ তাঁর দুরন্ত বোলিংয়ের সামনেই দাঁড়াতে পারেননি কোনও নামিবিয়ার ব্যাটার ৷ 4 ওভারে 16টি ডট বল করেন তিনি ৷ মাত্র 9 রান দিয়ে 3 উইকেট নেন হাসান ৷ তিনটি উইকেট নিয়েছেন নাভেদ-উল হক ৷ 4 ওভারে 26 রান দেন তিনি ৷ এছাড়া গুলবাদিন নায়েব দুটি এবং রশিদ খান একটি উইকেট নেন ৷

এদিন প্রথম ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে পাঁচ উইকেটে 160 রান তুলেছিল আফগানিস্তান ৷ ইনিংসের শুরুতে ধামাকাদার ব্যাটিং মহম্মদ শাহজাদের ৷ আর শেষে আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে লড়াইকু স্কোর পৌঁছে দিয়েছিলেন ক্যাপ্টেন নবি ৷ এই দু'জনের ব্যাটে ভর করে রবিবার আন্তর্জাতিক স্টেডিয়ামে নামিবিয়াকে বড় রানের টার্গেট দিল আফগানিস্তান ৷ বিশ্বকাপের সুপার-12-র প্রথম ম্যাচে স্কটল্য়ান্ডকে 130 রানে হারিয়ে দারুণ শুরু করেন নবিরা ৷ পরের ম্যাচে পাকিস্তানকেও কড়া টক্কর দিয়েছিলেন আফগানরা ৷

আরও পড়ুন : কিউয়ি চ্যালেঞ্জের আগে ভারতীয় শিবিরে হ্যালোইন সেলিব্রেশনের হিড়িক

দিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক ৷ দারুণ শুরু করেন দুই ওপেনার হাজারাতুল্লা জাজাই ও মহম্মদ শাহজাদ ৷ পাওয়ার প্লে-তে 50 রান তুলেছিলেন ওপেনাররা ৷ তবে পরের ওভারেই ডাগ-আউটে ফেরেন জাজাই ৷ 27 বলে 2টি ছক্কা ও চারটি বাউন্ডারির সাহায্যে 33 রান করেন তিনি ৷ এরপর গুরবাজ মাত্র 4 রানে ফিরলেও দারুণ ব্যাটিং করেন শাহজাদ ৷ 33 বলে 45 রানের ইনিংস খেলেন তিনি ৷ তিনটি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি মারেন ৷ তবে পাঁচ নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেন ক্যাপ্টেন নবি ৷ 17 বলে একটি ছয় ও পাঁচটি চার-সহ 32 রানে অপরাজিত থাকেন অধিনায়ক ৷

আবুধাবি, 31 অক্টোবর : বাইশ গজে দারুণ সাফল্য তালিবান শাসনাধীন আফগানিস্তানের ৷ সুপার 12-য় স্কটল্যান্ডের পর নামিবিয়াকে বড় ব্যবধানে হারালেন মহম্মদ নবিরা ৷ রবিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে নামিবিয়াকে 62 রানে হারায় আফগানবাহিনী ৷ সেই সঙ্গে সেমিফাইনালের আশা জিইয়ে রাখলেন আফগানরা ৷ প্রথম তিন ম্যাচে 4 পয়েন্ট নিয়ে গ্রুপ টু-তে দ্বিতীয়স্থানে উঠে এল আফগানিস্তান ৷ প্রথম তিনটি ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান ৷

161 রান তাড়া করে নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 98 রান তোলে নামিবিয়া ৷ সর্বোচ্চ ডেভিড উইয়েস 26 রান করেন ৷ প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে 130 রানে হারানোর পর এদিন নামিবিয়াকে 62 রানে হারায় আফগানিস্তান ৷ আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স হামিদ হাসানের ৷ এদিন একাই নামিবিয়ার ইনিংস শেষ করে দেন ডানহাতি এই আফগান বোলার ৷ তাঁর দুরন্ত বোলিংয়ের সামনেই দাঁড়াতে পারেননি কোনও নামিবিয়ার ব্যাটার ৷ 4 ওভারে 16টি ডট বল করেন তিনি ৷ মাত্র 9 রান দিয়ে 3 উইকেট নেন হাসান ৷ তিনটি উইকেট নিয়েছেন নাভেদ-উল হক ৷ 4 ওভারে 26 রান দেন তিনি ৷ এছাড়া গুলবাদিন নায়েব দুটি এবং রশিদ খান একটি উইকেট নেন ৷

এদিন প্রথম ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে পাঁচ উইকেটে 160 রান তুলেছিল আফগানিস্তান ৷ ইনিংসের শুরুতে ধামাকাদার ব্যাটিং মহম্মদ শাহজাদের ৷ আর শেষে আক্রমণাত্মক ব্যাটিং করে দলকে লড়াইকু স্কোর পৌঁছে দিয়েছিলেন ক্যাপ্টেন নবি ৷ এই দু'জনের ব্যাটে ভর করে রবিবার আন্তর্জাতিক স্টেডিয়ামে নামিবিয়াকে বড় রানের টার্গেট দিল আফগানিস্তান ৷ বিশ্বকাপের সুপার-12-র প্রথম ম্যাচে স্কটল্য়ান্ডকে 130 রানে হারিয়ে দারুণ শুরু করেন নবিরা ৷ পরের ম্যাচে পাকিস্তানকেও কড়া টক্কর দিয়েছিলেন আফগানরা ৷

আরও পড়ুন : কিউয়ি চ্যালেঞ্জের আগে ভারতীয় শিবিরে হ্যালোইন সেলিব্রেশনের হিড়িক

দিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক ৷ দারুণ শুরু করেন দুই ওপেনার হাজারাতুল্লা জাজাই ও মহম্মদ শাহজাদ ৷ পাওয়ার প্লে-তে 50 রান তুলেছিলেন ওপেনাররা ৷ তবে পরের ওভারেই ডাগ-আউটে ফেরেন জাজাই ৷ 27 বলে 2টি ছক্কা ও চারটি বাউন্ডারির সাহায্যে 33 রান করেন তিনি ৷ এরপর গুরবাজ মাত্র 4 রানে ফিরলেও দারুণ ব্যাটিং করেন শাহজাদ ৷ 33 বলে 45 রানের ইনিংস খেলেন তিনি ৷ তিনটি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারি মারেন ৷ তবে পাঁচ নম্বরে নেমে ঝোড়ো ইনিংস খেলেন ক্যাপ্টেন নবি ৷ 17 বলে একটি ছয় ও পাঁচটি চার-সহ 32 রানে অপরাজিত থাকেন অধিনায়ক ৷

Last Updated : Oct 31, 2021, 7:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.