ETV Bharat / sports

দেশ-বিদেশের স্পেশাল ফোর্সের মার্শাল আর্টের প্রশিক্ষক বাংলার ঋদ্ধি - মার্শাল আর্ট ট্রেনার ঋদ্ধি দত্ত

পুলিশ ও সেনার অফিসারদের মার্শাল আর্টের ট্রেনিং দিচ্ছেন বাঙালি যুবক ঋদ্ধি দত্ত ।

wriddhi Dutta of bengal imparts martial arts training to police and army special force
wriddhi Dutta of bengal imparts martial arts training to police and army special force
author img

By

Published : Jan 11, 2021, 9:04 PM IST

কলকাতা, 11 জানুয়ারি : ভিড়ে আলাদা করে নজরকাড়া চেহারা নয় । শান্ত, ধীর-স্থির, নিচু স্বরে কথা বলা বছর ছাব্বিশের তরুণকে দেখে আপনার মনে হতেই পারে কোনও বহুজাতিক আইটি সেক্টরের এগজ়িকিউটিভ । কিন্তু মলাট দেখে যেমন বইয়ের মান বোঝা যায় না তেমনই চেহারা দেখে কাউকে ঠাওর করে নেওয়াটাও ভুল ।

ঋদ্ধি দত্ত । মাঝারি উচ্চতার, গৌরবর্ণের ছেলেটি পেশায় একজন মার্শাল আর্ট প্রশিক্ষক । পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা ক্যারাটে ক্লাসের মতো মোটেও নয় । এখানে ঋদ্ধির হাতে প্রশিক্ষিত হন পুলিশ এবং সেনা অফিসাররা । দমদম বিমানবন্দরের আড়াই নম্বর গেটের বিপরীত দিকের গলি ধরে কিছুটা হাঁটলেই "আমাদের বাড়ি"র একতলায় ঋদ্ধি দত্তর মার্শাল আর্টের স্টুডিও । মূলত স্পেশাল ফোর্সকে প্রোজেক্ট ভিত্তিক ট্রেনিং দিলেও ঋদ্ধির গুরুকুলে এখন সাধারণের জন্যও দরজা খোলা । ধৈর্য ধরে কড়া অনুশীলন এবং কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই মিলবে সাম্মানিক বেল্ট ।

সাধারণের জন্যও ঋদ্ধির গুরুকুলের দরজা খোলা
সাধারণের জন্যও ঋদ্ধির গুরুকুলের দরজা খোলা

মার্শাল আর্টের কোন ঘরানার ব্যাটন বহন করছেন ঋদ্ধি দত্ত ?

এই প্রশ্নেই সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে আছে । আমজনতার কাছে মার্শাল আর্ট মানেই চোখের সামনে ভেসে ওঠে ব্রুস লি এবং জ্যাকি চ্যানের ছবি । ঋদ্ধি সেই ব্রুস লি-র স্কুল থেকে মার্শাল আর্টের প্যাঁচপয়জার শিখেছেন । হংকংয়ে ব্রুস লি যাঁর কাছ থেকে মার্শাল আর্টের শিক্ষা নিয়েছিলেন সেই গ্র্যান্ডমাস্টার ওং শন লিয়াংয়ের ছেলের কাছে দিনের পর দিন পড়ে থেকে নিজেকে পারদর্শী করে তুলেছেন এই বাঙালি তরুণ । প্রয়াত শিফু কেইথ অ্যালানের কাছে দীর্ঘদিন ধরে ব্রুস লির "জিৎ কুন ডো" বা "জুয়ান ফান গুং ফু" ঘরানা শিখেছেন । ফিলিপিনো মার্শাল আর্টসের অন্তর্ভুক্ত কালি বক্সিং শিলাট, এতে অস্ত্রের ব্যবহার হয় । সেই কৌশল অস্ট্রেলিয়ার ম্যানি ডে ম্যাতোসের কাছ থেকে রপ্ত করেছেন ঋদ্ধি । শাওলিন কুং ফু এবং উইং চাং মার্শাল আর্ট আমেরিকার স্টিফেন ম্যাকডোনাল্ডের কাছে শিখেছেন তিনি ।

মার্শাল আর্টের নয়া ঘরানায় নিরাপত্তার পাঠ দিচ্ছেন ঋদ্ধি

কাকাকে মার্শাল আর্টের চর্চা করতে দেখেছিলেন ঋদ্ধি । সেদিক থেকে কাকাই তাঁর প্রথম গুরু । বাবা সংবাদমাধ্যমের সঙ্গে জড়িয়ে থাকলেও ঋদ্ধির নেশা এবং পেশা এখন মার্শাল আর্ট । ছোটোবেলায় ভীতু প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত হলেও এখন ঋদ্ধি দত্ত একজন শারীরিক এবং মানসিকভাবে বলিষ্ঠ যুবা । মার্শাল আর্টে দক্ষ বলে মারপিট করে বেড়ান, তা কিন্তু নয় । বরং ঝামেলা-ঝঞ্ঝাট এড়িয়ে চলেন । নিতান্তই জড়িয়ে গেলে প্রথমে তা শান্তভাবে মেটানোর চেষ্টা করেন । তবে উপায় না থাকলে জবাব দিতে পিছপাও হন না ।

অসম পুলিশের সঙ্গে কাজ করার মধ্যে দিয়ে স্পেশাল ফোর্সের সঙ্গে ঋদ্ধির কাজ শুরু । অসমের এসপির আমন্ত্রণে সেটা হয়েছিল । পরে ফিলিপিন্সে গিয়ে সেখানকার নিরাপত্তাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছেন । বাংলাদেশেও ফিলিপিনো মার্শাল আর্টস নিয়ে কাজ করেছেন । বিধাননগর পুলিশের হয়েও প্রশিক্ষণের দায়িত্ব সামলেছেন । তবে লালবাজারে এখনও ডাক পাননি ।

যে ঘরানার মার্শাল আর্টের ব্যাটন বহন করে চলেছেন তা ক্রীড়া দুনিয়ায় যুক্ত হোক চান না ঋদ্ধি । একইভাবে প্রত্যাঘাতের সময় পুরুষ মহিলার বিভেদ দেখেন না । কারণ, বাঁচার তাগিদে প্রত্যাঘাতে উনিশ বিশ করা যায় না ।

বিপদে পড়লে প্রত্যাঘাত জরুরি । তাই নিজের কম্পানি "ব্রহ্মাস্ত্র"-র মাধ্যমে বেসরকারিভাবে কাউন্টার অ্যাটাকের কৌশল শেখান ঋদ্ধি । সেই কৌশল রপ্ত করতে দেশ বিদেশের সরকারি নিরাপত্তার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরাও এই বাঙালি যুবকের শরাণাপন্ন হচ্ছেন ।

কলকাতা, 11 জানুয়ারি : ভিড়ে আলাদা করে নজরকাড়া চেহারা নয় । শান্ত, ধীর-স্থির, নিচু স্বরে কথা বলা বছর ছাব্বিশের তরুণকে দেখে আপনার মনে হতেই পারে কোনও বহুজাতিক আইটি সেক্টরের এগজ়িকিউটিভ । কিন্তু মলাট দেখে যেমন বইয়ের মান বোঝা যায় না তেমনই চেহারা দেখে কাউকে ঠাওর করে নেওয়াটাও ভুল ।

ঋদ্ধি দত্ত । মাঝারি উচ্চতার, গৌরবর্ণের ছেলেটি পেশায় একজন মার্শাল আর্ট প্রশিক্ষক । পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা ক্যারাটে ক্লাসের মতো মোটেও নয় । এখানে ঋদ্ধির হাতে প্রশিক্ষিত হন পুলিশ এবং সেনা অফিসাররা । দমদম বিমানবন্দরের আড়াই নম্বর গেটের বিপরীত দিকের গলি ধরে কিছুটা হাঁটলেই "আমাদের বাড়ি"র একতলায় ঋদ্ধি দত্তর মার্শাল আর্টের স্টুডিও । মূলত স্পেশাল ফোর্সকে প্রোজেক্ট ভিত্তিক ট্রেনিং দিলেও ঋদ্ধির গুরুকুলে এখন সাধারণের জন্যও দরজা খোলা । ধৈর্য ধরে কড়া অনুশীলন এবং কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই মিলবে সাম্মানিক বেল্ট ।

সাধারণের জন্যও ঋদ্ধির গুরুকুলের দরজা খোলা
সাধারণের জন্যও ঋদ্ধির গুরুকুলের দরজা খোলা

মার্শাল আর্টের কোন ঘরানার ব্যাটন বহন করছেন ঋদ্ধি দত্ত ?

এই প্রশ্নেই সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে আছে । আমজনতার কাছে মার্শাল আর্ট মানেই চোখের সামনে ভেসে ওঠে ব্রুস লি এবং জ্যাকি চ্যানের ছবি । ঋদ্ধি সেই ব্রুস লি-র স্কুল থেকে মার্শাল আর্টের প্যাঁচপয়জার শিখেছেন । হংকংয়ে ব্রুস লি যাঁর কাছ থেকে মার্শাল আর্টের শিক্ষা নিয়েছিলেন সেই গ্র্যান্ডমাস্টার ওং শন লিয়াংয়ের ছেলের কাছে দিনের পর দিন পড়ে থেকে নিজেকে পারদর্শী করে তুলেছেন এই বাঙালি তরুণ । প্রয়াত শিফু কেইথ অ্যালানের কাছে দীর্ঘদিন ধরে ব্রুস লির "জিৎ কুন ডো" বা "জুয়ান ফান গুং ফু" ঘরানা শিখেছেন । ফিলিপিনো মার্শাল আর্টসের অন্তর্ভুক্ত কালি বক্সিং শিলাট, এতে অস্ত্রের ব্যবহার হয় । সেই কৌশল অস্ট্রেলিয়ার ম্যানি ডে ম্যাতোসের কাছ থেকে রপ্ত করেছেন ঋদ্ধি । শাওলিন কুং ফু এবং উইং চাং মার্শাল আর্ট আমেরিকার স্টিফেন ম্যাকডোনাল্ডের কাছে শিখেছেন তিনি ।

মার্শাল আর্টের নয়া ঘরানায় নিরাপত্তার পাঠ দিচ্ছেন ঋদ্ধি

কাকাকে মার্শাল আর্টের চর্চা করতে দেখেছিলেন ঋদ্ধি । সেদিক থেকে কাকাই তাঁর প্রথম গুরু । বাবা সংবাদমাধ্যমের সঙ্গে জড়িয়ে থাকলেও ঋদ্ধির নেশা এবং পেশা এখন মার্শাল আর্ট । ছোটোবেলায় ভীতু প্রকৃতির ছেলে হিসেবে পরিচিত হলেও এখন ঋদ্ধি দত্ত একজন শারীরিক এবং মানসিকভাবে বলিষ্ঠ যুবা । মার্শাল আর্টে দক্ষ বলে মারপিট করে বেড়ান, তা কিন্তু নয় । বরং ঝামেলা-ঝঞ্ঝাট এড়িয়ে চলেন । নিতান্তই জড়িয়ে গেলে প্রথমে তা শান্তভাবে মেটানোর চেষ্টা করেন । তবে উপায় না থাকলে জবাব দিতে পিছপাও হন না ।

অসম পুলিশের সঙ্গে কাজ করার মধ্যে দিয়ে স্পেশাল ফোর্সের সঙ্গে ঋদ্ধির কাজ শুরু । অসমের এসপির আমন্ত্রণে সেটা হয়েছিল । পরে ফিলিপিন্সে গিয়ে সেখানকার নিরাপত্তাবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছেন । বাংলাদেশেও ফিলিপিনো মার্শাল আর্টস নিয়ে কাজ করেছেন । বিধাননগর পুলিশের হয়েও প্রশিক্ষণের দায়িত্ব সামলেছেন । তবে লালবাজারে এখনও ডাক পাননি ।

যে ঘরানার মার্শাল আর্টের ব্যাটন বহন করে চলেছেন তা ক্রীড়া দুনিয়ায় যুক্ত হোক চান না ঋদ্ধি । একইভাবে প্রত্যাঘাতের সময় পুরুষ মহিলার বিভেদ দেখেন না । কারণ, বাঁচার তাগিদে প্রত্যাঘাতে উনিশ বিশ করা যায় না ।

বিপদে পড়লে প্রত্যাঘাত জরুরি । তাই নিজের কম্পানি "ব্রহ্মাস্ত্র"-র মাধ্যমে বেসরকারিভাবে কাউন্টার অ্যাটাকের কৌশল শেখান ঋদ্ধি । সেই কৌশল রপ্ত করতে দেশ বিদেশের সরকারি নিরাপত্তার সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরাও এই বাঙালি যুবকের শরাণাপন্ন হচ্ছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.