ETV Bharat / sports

লুকিয়ে থেকেও লাভ হল না, পঞ্জাব থেকে গ্রেফতার সুশীল কুমার - কুস্তিগীর সাগর রাণা

মে মাসের পাঁচ তারিখে তরুণ কুস্তিগীর সাগর রানার মৃত্যুর পর থেকেই ফেরার ছিলেন দুই বারের অলিম্পিক্সে পদকজয়ী সুশীল ৷ তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করে দিল্লি পুলিশ ৷ ছত্রসাল স্টেডিয়ামে ঝামেলার ঘটনা ও সাগর রানার মৃত্যুর ঘটনায় সুশীল ও আরও 6 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত ৷

গ্রেফতার সুশীল কুমার
গ্রেফতার সুশীল কুমার
author img

By

Published : May 22, 2021, 11:00 PM IST

নয়াদিল্লি, 22 মে : গ্রেফতার কুস্তিগীর সুশীল কুমার ৷ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার পর আজ তাঁকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ ৷ পরে তাঁকে হস্তান্তর করা হয় দিল্লি পুলিশের হাতে ৷ গ্রেফতার করা হয়েছে সুশীলের সহযোগী অজয় কুমারকেও ৷ দু’জনকে নয়াদিল্লি নিয়ে আসা হচ্ছে ৷

মে মাসের পাঁচ তারিখে তরুণ কুস্তিগীর সাগর রানার মৃত্যুর পর থেকেই ফেরার ছিলেন দুই বারের অলিম্পিক্সে পদকজয়ী সুশীল ৷ তাঁর বিরুদ্ধে খুনের মাললা রুজু করে দিল্লি পুলিশ ৷ ছত্রসাল স্টেডিয়ামে ঝামেলার ঘটনা ও সাগর রানার মৃত্যুর ঘটনায় সুশীল ও আরও 6 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত ৷

তাঁর বাড়িতে হানা দিয়েও সুশীলকে ধরতে পারেনি পুলিশ ৷ পুলিশের অনুমান ছিল, গ্রেফতারি এড়ানোর জন্য প্রথমে হরিদ্বার ও পরে ঋষিকেশে গা ঢাকা দিয়ে থাকতে পারেন সুশীল ৷ তবে আজ তাঁকে ভাটিন্ডা থেকে গ্রেফতার করা হয় ৷ 5 মে রাতে, 23 বছরের কুস্তিগীর সাগর রানা ও তাঁর বন্ধুদের বেধড়ক মারধর করেন অন্য কুস্তিগীররা ৷ মৃত্যু হয় সাগরের ৷ পুলিশের তরফে জানানো হয় সেই ঝামেলায় সরাসরি জড়িত ছিলেন সুশীল কুমার, অজয়, প্রিন্স দালাল সহ অন্যরা ৷ সুশীলের খোঁজ পাওয়ার জন্য পুরস্কারে কথাও ঘোষণা করে দিল্লি পুলিশ ৷

নয়াদিল্লি, 22 মে : গ্রেফতার কুস্তিগীর সুশীল কুমার ৷ কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার পর আজ তাঁকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ ৷ পরে তাঁকে হস্তান্তর করা হয় দিল্লি পুলিশের হাতে ৷ গ্রেফতার করা হয়েছে সুশীলের সহযোগী অজয় কুমারকেও ৷ দু’জনকে নয়াদিল্লি নিয়ে আসা হচ্ছে ৷

মে মাসের পাঁচ তারিখে তরুণ কুস্তিগীর সাগর রানার মৃত্যুর পর থেকেই ফেরার ছিলেন দুই বারের অলিম্পিক্সে পদকজয়ী সুশীল ৷ তাঁর বিরুদ্ধে খুনের মাললা রুজু করে দিল্লি পুলিশ ৷ ছত্রসাল স্টেডিয়ামে ঝামেলার ঘটনা ও সাগর রানার মৃত্যুর ঘটনায় সুশীল ও আরও 6 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করে আদালত ৷

তাঁর বাড়িতে হানা দিয়েও সুশীলকে ধরতে পারেনি পুলিশ ৷ পুলিশের অনুমান ছিল, গ্রেফতারি এড়ানোর জন্য প্রথমে হরিদ্বার ও পরে ঋষিকেশে গা ঢাকা দিয়ে থাকতে পারেন সুশীল ৷ তবে আজ তাঁকে ভাটিন্ডা থেকে গ্রেফতার করা হয় ৷ 5 মে রাতে, 23 বছরের কুস্তিগীর সাগর রানা ও তাঁর বন্ধুদের বেধড়ক মারধর করেন অন্য কুস্তিগীররা ৷ মৃত্যু হয় সাগরের ৷ পুলিশের তরফে জানানো হয় সেই ঝামেলায় সরাসরি জড়িত ছিলেন সুশীল কুমার, অজয়, প্রিন্স দালাল সহ অন্যরা ৷ সুশীলের খোঁজ পাওয়ার জন্য পুরস্কারে কথাও ঘোষণা করে দিল্লি পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.