ETV Bharat / sports

Smallest FIFA Trophy Replica: তৈরি বিশ্বে সবচেয়ে ছোট প্রতীকী ফিফা ট্রফি, শিল্পী ইকবালের চিঠি মোদিকে

বিশ্বজুড়ে ফুটবল নিয়ে তুলকালাম ৷ এরইমধ্যে উদয়পুরের এক শিল্পী সোনার তৈরি ফিফা ট্রফি বানিয়ে চমকে দিলেন ৷ কিন্তু ট্রফিটি এতটাই ছোট যে তা খালি চোখে দেখা যায় না (Worlds smallest replica of FIFA trophy) ৷

FIFA World Cup 2022
ETV Bharat
author img

By

Published : Dec 1, 2022, 1:53 PM IST

উদয়পুর, 1 ডিসেম্বর: ফিফা বিশ্বকাপে ভারত নেই ৷ কিন্তু কাতারের উন্মাদনা দেশের প্রতিটি প্রান্তে ৷ তার নিদর্শন সবচেয়ে ছোট প্রতীকী ফিফা ট্রফি ৷ হ্যাঁ, এতটাই ছোট যে খালি চোখে ভালোভাবে দেখা যায় না । লেন্স লাগিয়ে দেখতে হবে ৷ এই ট্রফিটি বানিয়েছেন রাজস্থানের উদয়পুরের শিল্পী ইকবাল সাক্কা ৷ ফিফার এই রেপ্লিকার দৈর্ঘ্য মাত্র 1 মিলিমিটার ৷ ফিফার এই প্রতীকী ট্রফিটি পুরোটাই সোনার তৈরি (Worlds smallest replica of FIFA trophy made by India's Iqbal Sakka Sakka) ৷

ইটিভি ভারতের প্রতিনিধিকে ইকবাল জানালেন, দুনিয়া এখন কাতারে ফিফা বিশ্বকাপের দিকে তাকিয়ে ৷ ভারত এতে অংশ নিতে পারেনি ৷ কিন্তু দেশেও এ নিয়ে হইচই একেবারে তুঙ্গে ৷ ইকবালের ইচ্ছে, কাতারে ফিফা বিশ্বকাপে জয়ী দেশকে ট্রফির পাশাপাশি তাঁর বানানো সবচেয়ে ছোট মাপের সোনার এই ট্রফিটিও (FIFA World Cup Miniature Trophy) দেওয়া হোক ৷ এ নিয়ে তিনি একটি চিঠিও লিখে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তিনি আরও জানান, ট্রফিটা এতটাই ক্ষুদ্র যে, কোনও বড় সাইজের সূচের ফুটোর মধ্যে দিয়ে সহজেই গলে যাবে ৷

তিন দিন লেগেছে এই প্রতীকী ট্রফিটা তৈরি করতে ৷ রীতিমতো চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা ৷ আশ্চর্যজনকভাবে, সোনা ওজন করার মেশিনটিও এই ট্রফির ওজন জানাতে পারেনি ৷ তিনি ছোট থেকেই এ ধরনের মিনিয়েচার জিনিসপত্র বানাতে ভালোবাসেন, জানালেন ইকবাল ৷

আরও পড়ুন: লিফ আর্টে প্রিয় ফুটবলারদের সম্মান জ্ঞাপন আসানসোলের শিক্ষকের

শিল্পীর কথায়, "বিশ্বের সবচেয়ে ভালো সোনার কারিগরের রেকর্ড রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া আর চিনের কাছে ৷ আমি চাই ভারতের নামও সেই তালিকায় উপরের দিকে থাক ৷" অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে ৷ তার জন্য ইকবাল তিনটি সূক্ষ্ম মিনিয়েচার শিল্পকলা বানিয়েছেন- সোনার ইট, ঘণ্টা এবং দুটো স্তম্ভ ৷ এমনকী ইকবাল বিশ্বের সবচেয়ে ছোট সোনা-রুপোর বই পর্যন্ত তৈরি করেছে ৷

সেই বইতে আরবি ভাষায় আল্লাহ, সংস্কৃতে ওম, খ্রিস্টান ধর্মের ক্রস এবং শিখ ধর্মের খান্ডা খোদাই করা আছে ৷ বইটি 64 পৃষ্ঠার ৷ এবছর স্বাধীনতা দিবসে শিল্পী সাক্কা 0.5 মিমি দৈর্ঘ্যের একটি তেরঙা পতাকাও তৈরি করেন ৷ সবচেয়ে ছোট দৈর্ঘ্যের সোনার চেন বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুলেছেন উদয়পুরের শিল্পী ৷

এসব ছাড়া তাঁর সংগ্রহে রয়েছে সবচেয়ে ছোট কেটলি, সোনার স্ট্যাম্প ৷ ইকবালের দখলে এখনও পর্যন্ত 100টি ওয়ার্ল্ড রেকর্ডস আছে ৷ যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness Book of World Records), লিমকা বুক অফ রেকর্ডস, ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ওয়ার্ল্ড অ্যামেজিং ওয়ার্ল্ড রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডসের অন্তর্ভুক্ত হয়েছে ৷

আরও পড়ুন: আর্জেন্তিনার হারে কান্না, কেরলের খুদে এবার কাতার যাচ্ছে আইডল মেসির ম্যাচ দেখতে

উদয়পুর, 1 ডিসেম্বর: ফিফা বিশ্বকাপে ভারত নেই ৷ কিন্তু কাতারের উন্মাদনা দেশের প্রতিটি প্রান্তে ৷ তার নিদর্শন সবচেয়ে ছোট প্রতীকী ফিফা ট্রফি ৷ হ্যাঁ, এতটাই ছোট যে খালি চোখে ভালোভাবে দেখা যায় না । লেন্স লাগিয়ে দেখতে হবে ৷ এই ট্রফিটি বানিয়েছেন রাজস্থানের উদয়পুরের শিল্পী ইকবাল সাক্কা ৷ ফিফার এই রেপ্লিকার দৈর্ঘ্য মাত্র 1 মিলিমিটার ৷ ফিফার এই প্রতীকী ট্রফিটি পুরোটাই সোনার তৈরি (Worlds smallest replica of FIFA trophy made by India's Iqbal Sakka Sakka) ৷

ইটিভি ভারতের প্রতিনিধিকে ইকবাল জানালেন, দুনিয়া এখন কাতারে ফিফা বিশ্বকাপের দিকে তাকিয়ে ৷ ভারত এতে অংশ নিতে পারেনি ৷ কিন্তু দেশেও এ নিয়ে হইচই একেবারে তুঙ্গে ৷ ইকবালের ইচ্ছে, কাতারে ফিফা বিশ্বকাপে জয়ী দেশকে ট্রফির পাশাপাশি তাঁর বানানো সবচেয়ে ছোট মাপের সোনার এই ট্রফিটিও (FIFA World Cup Miniature Trophy) দেওয়া হোক ৷ এ নিয়ে তিনি একটি চিঠিও লিখে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ তিনি আরও জানান, ট্রফিটা এতটাই ক্ষুদ্র যে, কোনও বড় সাইজের সূচের ফুটোর মধ্যে দিয়ে সহজেই গলে যাবে ৷

তিন দিন লেগেছে এই প্রতীকী ট্রফিটা তৈরি করতে ৷ রীতিমতো চ্যালেঞ্জিং ছিল ব্যাপারটা ৷ আশ্চর্যজনকভাবে, সোনা ওজন করার মেশিনটিও এই ট্রফির ওজন জানাতে পারেনি ৷ তিনি ছোট থেকেই এ ধরনের মিনিয়েচার জিনিসপত্র বানাতে ভালোবাসেন, জানালেন ইকবাল ৷

আরও পড়ুন: লিফ আর্টে প্রিয় ফুটবলারদের সম্মান জ্ঞাপন আসানসোলের শিক্ষকের

শিল্পীর কথায়, "বিশ্বের সবচেয়ে ভালো সোনার কারিগরের রেকর্ড রয়েছে আমেরিকা, অস্ট্রেলিয়া আর চিনের কাছে ৷ আমি চাই ভারতের নামও সেই তালিকায় উপরের দিকে থাক ৷" অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ চলছে ৷ তার জন্য ইকবাল তিনটি সূক্ষ্ম মিনিয়েচার শিল্পকলা বানিয়েছেন- সোনার ইট, ঘণ্টা এবং দুটো স্তম্ভ ৷ এমনকী ইকবাল বিশ্বের সবচেয়ে ছোট সোনা-রুপোর বই পর্যন্ত তৈরি করেছে ৷

সেই বইতে আরবি ভাষায় আল্লাহ, সংস্কৃতে ওম, খ্রিস্টান ধর্মের ক্রস এবং শিখ ধর্মের খান্ডা খোদাই করা আছে ৷ বইটি 64 পৃষ্ঠার ৷ এবছর স্বাধীনতা দিবসে শিল্পী সাক্কা 0.5 মিমি দৈর্ঘ্যের একটি তেরঙা পতাকাও তৈরি করেন ৷ সবচেয়ে ছোট দৈর্ঘ্যের সোনার চেন বানিয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস-এ নাম তুলেছেন উদয়পুরের শিল্পী ৷

এসব ছাড়া তাঁর সংগ্রহে রয়েছে সবচেয়ে ছোট কেটলি, সোনার স্ট্যাম্প ৷ ইকবালের দখলে এখনও পর্যন্ত 100টি ওয়ার্ল্ড রেকর্ডস আছে ৷ যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস (Guinness Book of World Records), লিমকা বুক অফ রেকর্ডস, ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডস, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ওয়ার্ল্ড অ্যামেজিং ওয়ার্ল্ড রেকর্ডস, এশিয়া বুক অফ রেকর্ডসের অন্তর্ভুক্ত হয়েছে ৷

আরও পড়ুন: আর্জেন্তিনার হারে কান্না, কেরলের খুদে এবার কাতার যাচ্ছে আইডল মেসির ম্যাচ দেখতে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.