নুর সুলতান, 21 সেপ্টেম্বর : বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনার দৌড় অব্যাহত ভারতীয় কুস্তিগিরদের ৷ 86 কেজি বিভাগের ফাইনালে উঠলেন জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়ন দীপক পুনিয়া ৷ এই বিভাগে এই প্রথম ভারতীয় হিসেবে ফাইনালে উঠে নজির গড়লেন তিনি ৷
আজ সকালেই কলম্বিয়ার কার্লোস আরতুরো মেন্ডেজ়কে হারিয়ে চতুর্থ ভারতীয় হিসেবে টোকিয়ো অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছিলেন দীপক ৷ এরপর সেমিফাইনালে সুইস প্রতিদ্বন্দ্বী স্টেফান রাইখমাথকে 8-2 ব্যবধানে হারিয়ে ফাইনালে পৌঁছান প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলতে নামা দীপক ৷ পঞ্চম ভারতীয় হিসেবে দীপক বিশ্ব চ্যাম্পিয়নশিপের যে কোনও বিভাগে ফাইনালে উঠলেন তিনি ৷ তবে এখনও পর্যন্ত সুশীল কুমার ছাড়া কোনও ভারতীয় সোনা জেতেননি ৷ সোনা জিততে তাঁকে ফাইনালে ইরানের হাসান ইয়াজ়দানির বাধা টপকাতে হবে ৷
পাশাপাশি, 61 কেজি বিভাগের সেমিফাইনালে উঠেছেন রাহুল আওয়ারে ৷ প্রথমে অবশ্য 0-2 ব্যবধানে পিছিয়ে ছিলেন ৷ পরে খেলায় ফেরেন রাহুল ৷ 2-2 করেন ৷ 6-5 ব্যবধানে এগিয়ে যান 27 বছরের কুস্তিগির ৷ এরপর আর ফিরে তাকাতে হয়নি রাহুলকে ৷ শেষ মুহূর্তে কাজ়াখাস্তানের প্রতিপক্ষ এক পয়েন্ট পেলেও 10-7 ব্যবধানে জেতেন কমনওয়েলথে সোনাজয়ী কুস্তিগির ৷ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ নিশ্চিত করলেও 61 কেজি বিভাগ না থাকায় অলিম্পিকে খেলার সুযোগ পেলেন না রাহুল ৷