ETV Bharat / sports

Ilkay Gundogan: ম্যাঞ্চেস্টার সিটি সবসময় তাঁর হৃদয়ে থাকবে, বিদায়ী সাক্ষাৎকারে জানালেন গুন্দোয়ান - ম্যাঞ্চেস্টার সিটি

ম্যাঞ্চেস্টার সিটি ছেড়ে বার্সেলোনায় যাচ্ছেন ইকে গুন্দোয়ান ৷ ক্লাব ছাড়ার আগে শেষবারের মতো সাক্ষাৎকার দিলেন সিটির ওয়েবসাইটে ৷ সেখানেই 7 বছরের অভিজ্ঞতা ও স্মৃতিচারণ করলেন তিনি ৷

Ilkay Gundogan
Ilkay Gundogan
author img

By

Published : Jun 26, 2023, 9:41 PM IST

ম্যাঞ্চেস্টার, 26 জুন: বিদায়বেলায় ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে কাটানো 7 বছরের দীর্ঘ সময়ের স্মৃতিচারণ করলেন মিডফিল্ডার ইকে গুন্দোয়ান ৷ ইংলিশ প্রিমিয়র লিগ ছেড়ে স্প্যানিশ লিগের ক্লাব এফসি বার্সেলোনায় নতুন মরশুমে সই করেছেন সদ্য প্রাক্তন সিটি অধিনায়ক ৷ তবে ক্লাব বদল করলেও 7 বছরের সম্পর্ক একলহমায় শেষ হয়ে যাবে না বলে জানালেন গুন্দোয়ান ৷ তাঁর কথায়, ‘‘ম্যাঞ্চেস্টার সিটি সবসময় তাঁর হৃদয়ে থাকবে ৷’’ উল্লেখ্য, অধিনায়ক হিসেবে ম্যান সিটিকে 2022-23 মরশুমে ত্রিমুকুট দিয়েছেন গুন্দোয়ান ৷

মাঠের মধ্যে ও বাইরে তাঁর অবদান ম্যাঞ্চেস্টার সিটিকে একাধিক খেতাব জিততে সাহায্য করেছে ৷ সিটির হয়ে তাঁর উল্লেখযোগ্য ম্যাচের মধ্যে সবার উপরে থাকবে 2021-22 মরশুমে ইপিএলের শেষ ম্যাচ ৷ যেখানে 0-2 গোলে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে হারছিল ম্যান সিটি ৷ কিন্তু, দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমে গোল করেন এবং দলকে 3-2 গোলে জেতান তিনি ৷ সেই জয়ের সঙ্গে প্রিমিয়র লিগ জেতে ম্যাঞ্চেস্টার সিটি ৷

2023 সালে এফএ কাপের ফাইনালেও প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে 0-1 গোলে পিছিয়ে ছিল সিটি ৷ সেই ম্যাচেও পরিবর্ত হিসেবে নেমে 12 সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি ৷ যা এফএ ফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল কোনও ফুটবলারের ৷ সাত বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার আগে সিটির ওয়েবসাইটে ইকে গুন্দোয়ান বলেন, ‘‘ম্যাঞ্চেস্টার সিটির অংশ হতে পারা আমার জন্য খুবই সৌভাগ্যের এবং দলের হয়ে খেলতে পেরে আমি খুবই সন্তুষ্ট ৷ ম্যাঞ্চেস্টার সিটি আমার ঘর এবং সিটি থেকে থাকাকালীন আমি নিজেকে এই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অনুভব করতে পেরেছি ৷’’

আরও পড়ুন: ইউরোয় দেশকে প্রথম জয় এনে দেওয়া আলবেনিয়ার তারকাকে সই করিয়ে চমক বাগানের

গুন্দোয়ান আরও বলেন, ‘‘আমার স্বপ্ন কী, তা আমাকে বুঝতে শিখিয়েছে এই ক্লাব এবং আমি সিটির কাছে এই সুযোগ দেওয়ার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব ৷ আমি সিটিকে সবসময় আমার হৃদয়ে নিয়ে চলি ৷ ওয়ান্স আ ব্লু, অলওয়েস আ ব্লু ৷’’

ম্যাঞ্চেস্টার, 26 জুন: বিদায়বেলায় ম্যাঞ্চেস্টার সিটির সঙ্গে কাটানো 7 বছরের দীর্ঘ সময়ের স্মৃতিচারণ করলেন মিডফিল্ডার ইকে গুন্দোয়ান ৷ ইংলিশ প্রিমিয়র লিগ ছেড়ে স্প্যানিশ লিগের ক্লাব এফসি বার্সেলোনায় নতুন মরশুমে সই করেছেন সদ্য প্রাক্তন সিটি অধিনায়ক ৷ তবে ক্লাব বদল করলেও 7 বছরের সম্পর্ক একলহমায় শেষ হয়ে যাবে না বলে জানালেন গুন্দোয়ান ৷ তাঁর কথায়, ‘‘ম্যাঞ্চেস্টার সিটি সবসময় তাঁর হৃদয়ে থাকবে ৷’’ উল্লেখ্য, অধিনায়ক হিসেবে ম্যান সিটিকে 2022-23 মরশুমে ত্রিমুকুট দিয়েছেন গুন্দোয়ান ৷

মাঠের মধ্যে ও বাইরে তাঁর অবদান ম্যাঞ্চেস্টার সিটিকে একাধিক খেতাব জিততে সাহায্য করেছে ৷ সিটির হয়ে তাঁর উল্লেখযোগ্য ম্যাচের মধ্যে সবার উপরে থাকবে 2021-22 মরশুমে ইপিএলের শেষ ম্যাচ ৷ যেখানে 0-2 গোলে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে হারছিল ম্যান সিটি ৷ কিন্তু, দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নেমে গোল করেন এবং দলকে 3-2 গোলে জেতান তিনি ৷ সেই জয়ের সঙ্গে প্রিমিয়র লিগ জেতে ম্যাঞ্চেস্টার সিটি ৷

2023 সালে এফএ কাপের ফাইনালেও প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছিল ৷ চিরপ্রতিদ্বন্দ্বী ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে 0-1 গোলে পিছিয়ে ছিল সিটি ৷ সেই ম্যাচেও পরিবর্ত হিসেবে নেমে 12 সেকেন্ডের মধ্যে গোল করেন তিনি ৷ যা এফএ ফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোল কোনও ফুটবলারের ৷ সাত বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার আগে সিটির ওয়েবসাইটে ইকে গুন্দোয়ান বলেন, ‘‘ম্যাঞ্চেস্টার সিটির অংশ হতে পারা আমার জন্য খুবই সৌভাগ্যের এবং দলের হয়ে খেলতে পেরে আমি খুবই সন্তুষ্ট ৷ ম্যাঞ্চেস্টার সিটি আমার ঘর এবং সিটি থেকে থাকাকালীন আমি নিজেকে এই পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে অনুভব করতে পেরেছি ৷’’

আরও পড়ুন: ইউরোয় দেশকে প্রথম জয় এনে দেওয়া আলবেনিয়ার তারকাকে সই করিয়ে চমক বাগানের

গুন্দোয়ান আরও বলেন, ‘‘আমার স্বপ্ন কী, তা আমাকে বুঝতে শিখিয়েছে এই ক্লাব এবং আমি সিটির কাছে এই সুযোগ দেওয়ার জন্য আজীবন কৃতজ্ঞ থাকব ৷ আমি সিটিকে সবসময় আমার হৃদয়ে নিয়ে চলি ৷ ওয়ান্স আ ব্লু, অলওয়েস আ ব্লু ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.