কলকাতা, 3 জুলাই: এপার বাংলা এবং ওপার বাংলা জুড়ে এখন অপার বাংলা ৷ সৌজন্যে এমিলিয়ানো মার্তিনেজ ৷ আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ী দলের গোলরক্ষক সোমবার বিকেলে কলকাতায় আসেন ৷ তার আগে বাংলাদেশে পৌঁছে গিয়েছেন ৷ সেখানে তাঁকে ঘিরে উন্মাদনা তুঙ্গে ৷ অল্প সময়ের মধ্যে বাংলাদেশের এক গোলরক্ষকের পরিচয়ের প্রত্যুত্তরে স্পষ্ট বাংলায় ‘বাজপাখি’ শব্দটি বললেন এমিলিয়ানো মার্তিনেজ ৷ শুধু তাই নয় বিশ্বকাপ জয়ের নেপথ্য কাহিনী ফাঁস করলেন তিনি ৷ ট্রাউজার তুলে দেখালেন ফাইনালের শেষ বাঁশি বাজার আঠারো সেকেন্ডে আগে কোলো মুয়ানির নেওয়া শট বাঁচানোর মুহূর্তের ট্যাটু ৷ তাও ঠিক পায়ের যে জায়গায় বল লেগেছিল, সেখানেই ট্যাটু করিয়েছেন তিনি ৷
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে তাঁর হাতে আর্জেন্তিনা ফুটবল দলের জার্সি তুলে দিলেন এমিলিয়ানো ৷ এরপর ওপার বাংলার ক্রিকেট তারকা মাশরাফি মুর্তাজা-সহ একাধিক ক্রিকেটারের সঙ্গে আড্ডায় মাতলেন এমিলিয়ানো মার্তিনেজ ৷ বিশ্বকাপ জয়ী গোলরক্ষকের সঙ্গে করেন মাশরাফির কন্যা ৷ আর্জেন্তিনার তারকার আন্তরিকতায় মুগ্ধ বাংলাদেশের ক্রিকেট তারকারাও ৷ মাশরাফি সোশাল মিডিয়ায় নিজের অনুভূতির কথা লিখেছেন ৷
মাশরাফি লিখেছেন, “এমিকে ভালো লাগার শুরু কোপা আমেরিকা থেকেই ৷ যেখানে সে টাইব্রেকারে দুটি গোল আটকে দিয়ে দলকে জয় এনে দিল। কত বছর পর বড় কোনো শিরোপা জিতল আর্জেন্তিনা ! লিওনেল মেসিও পেল দেশের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ ৷ স্বাভাবিকভাবেই পাখির চোখে তাকিয়ে ছিলাম বিশ্বকাপের দিকে ৷ কিন্তু, সৌদি আরবের সঙ্গে হেরে মনে হয়েছিল, আরেকটি বিশ্বকাপও হয়তো শেষ হবে হতাশায় ৷ কিন্তু, অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো এবং পরে বিশ্বকাপ জয় দেখতে পারাটা ছিল অনেক দিনের লালিত স্বপ্ন পূরণের মতো ৷’’
আরও পড়ুন: রূপোর তৈরি মোহনবাগান রত্ন স্মারক উপহার পাবেন মার্টিনেজ, জানালেন বাগান সচিব
মাশরাফি লিখেছেন, ‘‘আজকে সে ইন্টারভিউয়ের মাঝেই একবার ট্রাউজার উঠিয়ে দেখালেন, পায়ের ঠিক সেই জায়গায় একটি ট্যাটু করিয়েছে ৷ বিশ্বকাপ ফাইনালে শেষ বাঁশির 18 সেকেন্ড আগে কোলো মুয়ানির শটটি আটকিয়ে দিয়েছিল যে জায়গা দিয়ে ৷ এক সেকেন্ডের জন্য মনে হল, আসলে বিশ্বকাপটা তো ওখানেই জিতে নিয়েছে ৷ আজকে আসলে বেশি ভালো লাগছে আমার সন্তানদের জন্য ৷ যখন বললাম, ‘এমি আসছে, তোমাদের কি দেখা করার ইচ্ছা আছে ?’ ওরা লাফাচ্ছিল ৷ শেষ দু’টি দিন ওরা ঠিকমতো ঘুমাতে পারছিল না এমিকে দেখবে বলে ৷ আজকে এমির সঙ্গে দেখা হওয়ার পর বললাম, ‘বাচ্চারা তোমার অটোগ্রাফ নিতে চায় ৷’ সে এত আন্তরিকতা দেখাল, এক কথায় অসাধারণ ৷ এমনকি ছবিও তুলে দিল ওদের সঙ্গে ৷ এখন তারা মহাখুশি, আর ওদের খুশিতে আমিও এখন মহাখুশি ৷’’
আরও পড়ুন: বাঙালি খাবারে অভ্যর্থনা জানানো হবে এমিলিয়ানো মার্তিনেজকে
মাশরাফি সেই টুইটে বাংলাদেশের ফিফা বিশ্বকাপে খেলার স্বপ্নের কথাও উল্লেখ করেছেন ৷ তিনি লেখেন, ‘‘পাশাপাশি এটাও ভাবি, সত্যি বাংলাদেশ একদিন বিশ্বকাপ ফুটবলে কোয়ালিফাই করবে ৷ আর আমরা আমাদের পতাকা নিয়ে মিছিল করব, ইনশাল্লাহ ৷ অনেকের কাছে এখন এটা অবাস্তব মনে হতে পারে ৷ তবে আমি বিশ্বাস করি, কাজটা কঠিন, খুব কঠিন হলেও অসম্ভব নয় ৷ স্বপ্ন পূরণের সেই দিনটির অপেক্ষায় আছি ৷” ওপার বাংলার হৃদয় ছুঁয়ে এমিলিয়ানো মার্তিনেজ এবার কলকাতায় ৷ একাধিক কর্মসূচি তে অংশ নেবেন ৷ যাবেন মোহনবাগান ক্লাব তাঁবুতে ৷ ইতিমধ্যে তাঁকে দেখার জন্য উন্মাদনা বাড়তে শুরু করেছে ৷