ETV Bharat / sports

বোধিসত্ত্ব-অঙ্কুর-শঙ্খদীপদের কাছে হারল উত্তরপ্রদেশ, টেবিল টেনিসে জাতীয় সেরা বাংলা - West Bengal

Under 19 Table Tennis Bengal Team: টেবিল টেনিসে উত্তরপ্রদেশকে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়ন বাংলা ৷

ETV Bharat
বাংলার অনূর্ধ্ব 19 টেবিল টেনিস ছেলেদের দল
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 13, 2024, 9:06 PM IST

Updated : Jan 13, 2024, 9:11 PM IST

জাতীয় টেবিল টেনিসে অনূর্ধ্ব 19 ছেলেরা জাতীয় চ্যাম্পিয়ন হল

কলকাতা, 13 জানুয়ারি: জাতীয় টেবিল টেনিসের আসরে সোনা পেল বাংলা ৷ শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম অনূর্ধ্ব 19 ছেলেদের ফাইনালে উত্তরপ্রদেশকে 3-0 ব্যবধানে পরাজিত করল বাংলা ৷ এবার নিয়ে টানা দু'বার বাংলার ছেলেরা সেরার শিরোপা পেল ৷ বোধিসত্ত্ব চৌধুরী, অঙ্কুর ভট্টাচার্য, শঙ্খদীপ দাসের দাপুটে টেনিসের সামনে উত্তরপ্রদেশ কার্যত দাঁড়াতেই পারেনি ৷

বাংলা বনাম উত্তরপ্রদেশ ফাইনাল ঘিরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম থেকেই উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ সেমিফাইনালে তামিলনাড়ুকে হারানোর পর থেকেই বাংলা পদকের স্বপ্ন দেখতে থাকে ৷ সেই মতো প্রথম ম্যাচে বাংলার বোধিসত্ত্ব চৌধুরী 3-1 ব্যবধানে উত্তরপ্রদেশের শারহা মিশ্রকে পরাজিত করে ৷ ম্যাচের ফল 11-6, 11-3, 11-13, 11-8 ৷ চ্যাম্পিয়ন হওয়ার পরে বোধিসত্ত্ব বলে, "মেয়েদের দলগত বিভাগের ব্যর্থতায় একটা চাপ ছিল ৷ তবে গতবছরের মতো এবারও খেতাব ধরে রাখতে পেরে খুশি ৷ বিশেষত এই জয় সিঙ্গলসে ভালো খেলতে সাহায্য করবে ৷" প্রথম ম্যাচে জয়ের রেশ টেনে নিয়ে যায় অঙ্কুর ভট্টাচার্য ৷

দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের দিব্যাংশকে 3-1 ব্যবধানে পরাজিত করে সে ৷ ম্যাচের ফল 9-11, 11-4, 11-8, 11-5 ৷ তার কথায় "গত বছরও আমরা উত্তরপ্রদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম ৷ তামিলনাড়ুকে হারানোর পরে পদকটা দেখতে পাচ্ছিলাম ৷ বাংলার জন্য পদক জয় সত্যিই আনন্দের ৷ এবং সেটা ঘরের মাঠে করতে পেরে আরও ভালো লাগছে"।

তৃতীয় ম্যাচ জিতে চ্যাম্পিয়নশিপ খেতাব নিশ্চিত করেন শঙ্খদীপ দাস ৷ ফাইনালে উত্তরপ্রদেশের শিবম চন্দ্রকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন ৷ ম্যাচের ফল 11-6, 11-8, 13-11 ৷ শঙ্খদীপও বলে, "এই জয় আনন্দের ৷ বিশেষত ঘরের মাঠের চেনা পরিবেশে খেলা সবসময়ই আলাদা আনন্দের ৷" সিন্ড্রেলা দাস ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ৷ ছেলেদের সিঙ্গলসে চ্যাম্পিয়নশিপ পদক আসার অপেক্ষায় বাংলা ৷

আরও পড়ুন:

  1. সিনিয়র জাতীয় দলে জায়গা পাকা করাই পাখির চোখ বিশ্বের এক নম্বর প্যাডলারের
  2. অনূর্ধ্ব-17 জাতীয় ইয়ুথ ও জুনিয়র টেবল টেনিস ফাইনালে বাংলার সিন্ড্রেলা
  3. টেবিল টেনিসের প্রশাসনে দক্ষিণবঙ্গ আধিপত্য কায়েম করেছে: সুব্রত রায়

জাতীয় টেবিল টেনিসে অনূর্ধ্ব 19 ছেলেরা জাতীয় চ্যাম্পিয়ন হল

কলকাতা, 13 জানুয়ারি: জাতীয় টেবিল টেনিসের আসরে সোনা পেল বাংলা ৷ শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম অনূর্ধ্ব 19 ছেলেদের ফাইনালে উত্তরপ্রদেশকে 3-0 ব্যবধানে পরাজিত করল বাংলা ৷ এবার নিয়ে টানা দু'বার বাংলার ছেলেরা সেরার শিরোপা পেল ৷ বোধিসত্ত্ব চৌধুরী, অঙ্কুর ভট্টাচার্য, শঙ্খদীপ দাসের দাপুটে টেনিসের সামনে উত্তরপ্রদেশ কার্যত দাঁড়াতেই পারেনি ৷

বাংলা বনাম উত্তরপ্রদেশ ফাইনাল ঘিরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথম থেকেই উৎসাহ ছিল চোখে পড়ার মতো ৷ সেমিফাইনালে তামিলনাড়ুকে হারানোর পর থেকেই বাংলা পদকের স্বপ্ন দেখতে থাকে ৷ সেই মতো প্রথম ম্যাচে বাংলার বোধিসত্ত্ব চৌধুরী 3-1 ব্যবধানে উত্তরপ্রদেশের শারহা মিশ্রকে পরাজিত করে ৷ ম্যাচের ফল 11-6, 11-3, 11-13, 11-8 ৷ চ্যাম্পিয়ন হওয়ার পরে বোধিসত্ত্ব বলে, "মেয়েদের দলগত বিভাগের ব্যর্থতায় একটা চাপ ছিল ৷ তবে গতবছরের মতো এবারও খেতাব ধরে রাখতে পেরে খুশি ৷ বিশেষত এই জয় সিঙ্গলসে ভালো খেলতে সাহায্য করবে ৷" প্রথম ম্যাচে জয়ের রেশ টেনে নিয়ে যায় অঙ্কুর ভট্টাচার্য ৷

দ্বিতীয় ম্যাচে উত্তরপ্রদেশের দিব্যাংশকে 3-1 ব্যবধানে পরাজিত করে সে ৷ ম্যাচের ফল 9-11, 11-4, 11-8, 11-5 ৷ তার কথায় "গত বছরও আমরা উত্তরপ্রদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম ৷ তামিলনাড়ুকে হারানোর পরে পদকটা দেখতে পাচ্ছিলাম ৷ বাংলার জন্য পদক জয় সত্যিই আনন্দের ৷ এবং সেটা ঘরের মাঠে করতে পেরে আরও ভালো লাগছে"।

তৃতীয় ম্যাচ জিতে চ্যাম্পিয়নশিপ খেতাব নিশ্চিত করেন শঙ্খদীপ দাস ৷ ফাইনালে উত্তরপ্রদেশের শিবম চন্দ্রকে 3-0 ব্যবধানে হারিয়ে দেন ৷ ম্যাচের ফল 11-6, 11-8, 13-11 ৷ শঙ্খদীপও বলে, "এই জয় আনন্দের ৷ বিশেষত ঘরের মাঠের চেনা পরিবেশে খেলা সবসময়ই আলাদা আনন্দের ৷" সিন্ড্রেলা দাস ব্যক্তিগত বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন ৷ ছেলেদের সিঙ্গলসে চ্যাম্পিয়নশিপ পদক আসার অপেক্ষায় বাংলা ৷

আরও পড়ুন:

  1. সিনিয়র জাতীয় দলে জায়গা পাকা করাই পাখির চোখ বিশ্বের এক নম্বর প্যাডলারের
  2. অনূর্ধ্ব-17 জাতীয় ইয়ুথ ও জুনিয়র টেবল টেনিস ফাইনালে বাংলার সিন্ড্রেলা
  3. টেবিল টেনিসের প্রশাসনে দক্ষিণবঙ্গ আধিপত্য কায়েম করেছে: সুব্রত রায়
Last Updated : Jan 13, 2024, 9:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.