ETV Bharat / sports

Viswanathan Anand: বিশ্ব দাবার গভর্নিং বডির সহ-সভাপতি পদে বিশ্বনাথন আনন্দ

ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথন আনন্দ সহ সভাপতি নির্বাচিত হলেন বিশ্ব দাবা নিয়ামক সংস্থা ফাইডের(Viswanathan Anand)৷ দাবায় বিশ্বস্তরে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৷ আনন্দের মাথায় এই মুকুটে খুশি সকলে দাবা প্রেমী ৷

Viswanathan Anand
বিশ্বনাথন আনন্দ
author img

By

Published : Aug 7, 2022, 10:51 PM IST

নয়াদিল্লি, 7 অগস্ট: দাবার বিশ্ব নিয়ামক সংস্থা 'ফাইড'(FIDE)-এর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হলেন কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ(Viswanathan Anand becomes FIDE deputy president) ৷ বর্তমান সভাপতি আরকাদি ডভোরকোভিচ দ্বিতীয়বার সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন ৷ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ ডভোরকোভিচের দলেরই অংশ ছিলেন ৷ ডভোরকোভিচ তাঁর প্রতিদ্বন্দ্বী আন্দ্রি বারিশপোলেটের বিরুদ্ধে 157টি ভোট পেয়েছেন ৷ যেখানে বাতিল হয় 1টি ভোট এবং 5টি ভোট পড়েনি ৷

এক বর্ণময় কেরিয়ারে অগুনতি খেতাব এবং সম্মান জেতার পর চেন্নাইজাত কিংবদন্তি আনন্দ বর্তমানে প্রতিযোগিতায় অংশগ্রহণ কমিয়ে কোচিংয়ে মনোনিবেশ করেছেন ৷ আনন্দ কিশোর বয়সে খ্যাতি অর্জন করার পাশাপাশি বিশ্ব জুনিয়র শিরোপা জেতার পরে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হন ৷ তারপর থেকেই দাবায় বিশ্বস্তরে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা 14 বছরের প্রজ্ঞানন্দর

আনন্দের ঝুলিতে রয়েছে পাঁচটি বিশ্ব খেতাব । যার মধ্যে সর্বশেষ ব়্যাপিড শিরোপাটি জেতেন 2017 সালে ৷ তিনি চলতি অলিম্পিয়াডে দলের অংশ নন, কিন্তু ভারতীয় স্কোয়াডদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন ৷ তিনি একজন প্রশাসক হিসেবে খেলাধূলার জন্য কিছু করার ইচ্ছেপ্রকাশ করেছেন ৷ প্রথম মেয়াদে ডভোরকোভিচ ও তাঁর দলের কাজকে সমর্থন করেছেন ৷

নির্বাচনের আগে ডভোরকোভিচ আনন্দকে তাঁর দলে রাখার কথা বলেছিলেন ৷ তিনি বলেন, "আনন্দকে সহ সভাপতি পদে লড়তে দেখে আমি সত্যিই গর্বিত ৷ তিনি একজন মহান ব্যক্তি, তাঁর অসাধারণ ব্যক্তিত্ব ৷ আমার দীর্ঘদিনের বন্ধু ৷" ইতিমধ্যে তিনি সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় ৷ যেখানেই যাই না কেন তাঁর ব্যক্তিত্ব ও অবদান ফাইডের ইতিহাস ও ফাইড ভবিষ্যতের একটি বড় অংশ হিসেবে স্বীকৃত ৷ আমাদের সত্যিই একটি ভালো দল আছে ৷

আরও পড়ুন : FIDE দাবা অলিম্পিয়াডে বিজেতা ভারত, শুভেচ্ছা জানালেন অমিতাভ

নয়াদিল্লি, 7 অগস্ট: দাবার বিশ্ব নিয়ামক সংস্থা 'ফাইড'(FIDE)-এর সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হলেন কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ(Viswanathan Anand becomes FIDE deputy president) ৷ বর্তমান সভাপতি আরকাদি ডভোরকোভিচ দ্বিতীয়বার সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন ৷ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন আনন্দ ডভোরকোভিচের দলেরই অংশ ছিলেন ৷ ডভোরকোভিচ তাঁর প্রতিদ্বন্দ্বী আন্দ্রি বারিশপোলেটের বিরুদ্ধে 157টি ভোট পেয়েছেন ৷ যেখানে বাতিল হয় 1টি ভোট এবং 5টি ভোট পড়েনি ৷

এক বর্ণময় কেরিয়ারে অগুনতি খেতাব এবং সম্মান জেতার পর চেন্নাইজাত কিংবদন্তি আনন্দ বর্তমানে প্রতিযোগিতায় অংশগ্রহণ কমিয়ে কোচিংয়ে মনোনিবেশ করেছেন ৷ আনন্দ কিশোর বয়সে খ্যাতি অর্জন করার পাশাপাশি বিশ্ব জুনিয়র শিরোপা জেতার পরে ভারতের প্রথম গ্র্যান্ডমাস্টার হন ৷ তারপর থেকেই দাবায় বিশ্বস্তরে দেশকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় সোনা 14 বছরের প্রজ্ঞানন্দর

আনন্দের ঝুলিতে রয়েছে পাঁচটি বিশ্ব খেতাব । যার মধ্যে সর্বশেষ ব়্যাপিড শিরোপাটি জেতেন 2017 সালে ৷ তিনি চলতি অলিম্পিয়াডে দলের অংশ নন, কিন্তু ভারতীয় স্কোয়াডদের নিয়মিত পরামর্শ দিচ্ছেন ৷ তিনি একজন প্রশাসক হিসেবে খেলাধূলার জন্য কিছু করার ইচ্ছেপ্রকাশ করেছেন ৷ প্রথম মেয়াদে ডভোরকোভিচ ও তাঁর দলের কাজকে সমর্থন করেছেন ৷

নির্বাচনের আগে ডভোরকোভিচ আনন্দকে তাঁর দলে রাখার কথা বলেছিলেন ৷ তিনি বলেন, "আনন্দকে সহ সভাপতি পদে লড়তে দেখে আমি সত্যিই গর্বিত ৷ তিনি একজন মহান ব্যক্তি, তাঁর অসাধারণ ব্যক্তিত্ব ৷ আমার দীর্ঘদিনের বন্ধু ৷" ইতিমধ্যে তিনি সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় ৷ যেখানেই যাই না কেন তাঁর ব্যক্তিত্ব ও অবদান ফাইডের ইতিহাস ও ফাইড ভবিষ্যতের একটি বড় অংশ হিসেবে স্বীকৃত ৷ আমাদের সত্যিই একটি ভালো দল আছে ৷

আরও পড়ুন : FIDE দাবা অলিম্পিয়াডে বিজেতা ভারত, শুভেচ্ছা জানালেন অমিতাভ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.